গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া
গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া | |
---|---|
বিভাগ | ৪৭ (পুরুষ: ২৪; নারী: ২৩) |
খেলা | |
| |
|
১৮৯৬ সালে আধুনিক অলিম্পিকের জন্ম থেকেই গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজীর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এই গোত্রের খেলা প্রাচীন অলিম্পিক গেমসেরও অবিচ্ছেদ্য অংশ ছিল। আধুনিক অলিম্পিকে দৌড়বাজীর প্রধাণ বিভাগগুলি হল, ট্র্যাক ও ফিল্ড বিভাগ, পথ দৌড় বিভাগ, এবং প্রতিযোগিতামূলক হন্টন বিভাগ। শুরুর দিকে ক্রস কান্ট্রি দৌড় বিভাগও ছিল কিন্তু ১৯২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক পর থেকে এটি বাদ যায়।
বিভাগসমূহ
[সম্পাদনা]ঐতিহাসিকভাবে দৌড়বাজীতে অনেক রকম বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯০০ ও ১৯২০ সালের অলিম্পিকে যেমন, গ্রীষ্মকালীন অলিম্পিকে দড়ি-টানাটানি প্রতিযোগিতা দৌড়বাজীর অন্তর্গত একটি বিভাগ হিসাবে আয়োজিত হয়েছিল। অথচ বর্তমানে দড়ি টানাটানি ও দৌড়বাজী দুটি সম্পূর্ণ পৃথক ক্রীড়া হিসাবে পরিগণিত হয়।[১]
পুরুষদের বিভাগ
[সম্পাদনা]১৯৫২ সালে স্বল্পদূরত্বের প্রতিযোগিতামূলক হন্টনের পর পুরুষদের দৌড়বাজীতে আর কোনো পরিবর্তন হয়নি। একমাত্র ব্যতিক্রম ১৯৭৬ সালের অলিম্পিকে দূরপাল্লার প্রতিযোগিতামূলক হন্টন বাতিল করা হয়। তাই সে বছরে IAAF পৃথকভাবে ৫০ কিমি হাঁটার বিশ্বচ্যাম্পিয়নশিপ আয়োজন করে। ফলে আবার ১৯৮০ সালের অলিম্পিকে এই বিভাগ পুনঃপ্রতিষ্ঠিত হয়। এই দূরপাল্লার প্রতিযোগিতামূলক হন্টন একমাত্র প্রতিযোগিতা যা মহিলাদের বিভাগে নেই। এছাড়া পুরুষদের ডেকাথলন ও ১১০ মিটার বাধাদৌড়ের পরিবর্তে মহিলাদের জন্য যথাক্রমে হেপ্টাথলন ও ১০০ মিটার বাধাদৌড় বিভাগ দুটি আছে।
অলিম্পিকে এখনও পর্যন্ত সর্বমোট ৫২ টি বিভাগে দৌড়বাজী অনুষ্ঠিত হয়েছে। আপাতত অলিম্পিকে দৌড়বাজী ২৪ টি বিভাগের সমাহার। পরিত্যক্ত বিভাগগুলির অনেকেই আজকের বিভাগগুলির মতই ছিল, পার্থক্যটা ছিল দৈর্ঘ্যে। বিশেষ করে স্টিপলচেজে, বাধাদৌড় আর প্রতিযোগিতামূলক হন্টনে এটা বেশি দেখা যায়। দলগত দৌড়ের প্রতিযোগিতাগুলি প্রথম ছয়টি অলিম্পিকের পর বন্ধ করে দেওয়া হয়। অ্যাথলেটিক ট্রায়াথলন (একবারই অনুষ্ঠিত একটি অদ্ভুত বিভাগ, যেখানে জিমন্যাস্টরা লং জাম্প, শট পাট, ১০০ মিটার দৌড়ে অংশ নিয়েছিল!) এবং পেন্টাথলনের মত বিভিন্ন বিভাগের সমাহারের খেলাগুলি একদিকে যেমন ধীরে ধীরে সরে গিয়ে ডেকাথলনের জায়গা করে দেয়; তেমনি মিশ্র রিলের পরিবর্তে আসে সুষম রিলে। দাঁড়িয়ে লাফানো বা নানা ধরনের যে ছোঁড়ার প্রতিযোগিতা ১৯০৮ ও ১৯১২ অলিম্পিকে পরীক্ষামূলকভাবে আয়োজিত হয়েছিল, সেগুলিও আর আয়োজিত হয় না। আবার ক্রস কান্ট্রি দৌড়ের মত আজও সুপরিচীত দৌড়বাজীর বিভাগ ১৯১২ থেকে ১৯২৪ সালের পর অলিম্পিকে আর আয়োজিত হয়নি।
পুরুষদের বিভাগসমূহ
[সম্পাদনা]বিভাগ | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | ২০ | ২৪ | ২৮ | ৩২ | ৩৬ | ৪৮ | ৫২ | ৫৬ | ৬০ | ৬৪ | ৬৮ | ৭২ | ৭৬ | ৮০ | ৮৪ | ৮৮ | ৯২ | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | গেমস |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বর্তমান বিভাগসমূহ | ||||||||||||||||||||||||||||
১০০ মিটার (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
২০০ মিটার (বিস্তারিত) | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৬ |
৪০০ মিটার (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
৮০০ মিটার (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
১৫০০ মিটার (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
৫০০০ মিটার (বিস্তারিত) | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৩ |
১০০০০মিটার (বিস্তারিত) | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৩ |
ম্যারাথন (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
১১০ মিটার বাধাদৌড় (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
৪০০ মিটার বাধাদৌড় (বিস্তারিত) | – | X | X | X | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৫ |
৩০০০ মিটার স্টিপলচেজ (বিস্তারিত) | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২২ |
৪ × ১০০ মিটার রিলে (বিস্তারিত) | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৩ |
৪ x ৪০০ মিটার রিলে (বিস্তারিত) | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৩ |
২০ কিমি প্রতিযোগিতামূলক হাঁটা (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৫ |
৫০ কিমি প্রতিযোগিতামূলক হন্টন (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | – | X | X | X | X | X | X | X | X | X | ১৮ |
হাই জাম্প (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
পোল ভল্ট (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
লং জাম্প (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
ট্রিপল জাম্প (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
শট পাট (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
ডিসকাস থ্রো (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৭ |
হাতুড়ি ছোঁড়া (বিস্তারিত) | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৬ |
বর্শা নিক্ষেপ (বিস্তারিত) | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৪ |
ডেকাথলন (বিস্তারিত) | – | – | X | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৪ |
প্রাক্তন বিভাগসমূহ | ||||||||||||||||||||||||||||
৬০ মিটার (বিস্তারিত) | – | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ২ |
২০০ মিটার বাধাদৌড় (বিস্তারিত) | – | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ২ |
২৫০০ মিটার স্টিপলচেজ (বিস্তারিত) | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
২৫৯০ মিটার স্টিপলচেজ (বিস্তারিত) | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৩২০০ মিটার স্টিপলচেজ (বিস্তারিত) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৪০০০ মিটার স্টিপলচেজ (বিস্তারিত) | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
মেডলি রিলে (বিস্তারিত) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৩০০০ মিটার দলগত প্রতিযোগিতা (বিস্তারিত) | – | – | – | – | X | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৩ |
৫০০০ মিটার দলগত প্রতিযোগিতা (বিস্তারিত) | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৩-মাইল দলগত প্রতিযোগিতা (বিস্তারিত) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৪-মাইল দলগত প্রতিযোগিতা (বিস্তারিত) | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৫ মাইল (বিস্তারিত) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৩০০০ মিটার প্রতিযোগিতামূলক হাঁটা (বিস্তারিত) | – | – | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
৩৫০০ মিটার প্রতিযোগিতামূলক হাঁটা (বিস্তারিত) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
১০ কিমি প্রতিযোগিতামূলক হাঁটা (বিস্তারিত) | – | – | – | – | X | X | X | – | – | – | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৫ |
১০ মাইল প্রতিযোগিতামূলক হাঁটা (বিস্তারিত) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
ট্রায়াথলন (বিস্তারিত) | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
পেন্টাথলন (বিস্তারিত) | – | – | – | – | X | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৩ |
দাঁড়িয়ে লং জাম্প (বিস্তারিত) | – | X | X | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৪ |
দাঁড়িয়ে ট্রিপল জাম্প (বিস্তারিত) | – | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ২ |
দাঁড়িয়ে হাই জাম্প (বিস্তারিত) | – | X | X | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৪ |
৫৬ পাউন্ড ওজন ছোঁড়া (বিস্তারিত) | – | – | X | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ২ |
দুই হাতে, শট পাট (বিস্তারিত) | – | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
গ্রীক পদ্ধতিতে, ডিসকাস থ্রো (বিস্তারিত) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
দুই হাতে, ডিসকাস থ্রো (বিস্তারিত) | – | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
ফ্রিস্টাইল, বর্শা নিক্ষেপ (বিস্তারিত) | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
দুই হাতে, বর্শা নিক্ষেপ (বিস্তারিত) | – | – | – | – | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ১ |
ব্যক্তিগত ক্রস কান্ট্রি (বিস্তারিত) | – | – | – | – | X | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৩ |
দলগত ক্রস কান্ট্রি (বিস্তারিত) | – | – | – | – | X | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৩ |
বিভাগসমূহ | ১২ | ২৩ | ২৫ | ২৬ | ৩০ | ২৯ | ২৭ | ২২ | ২৩ | ২৩ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৩ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ | ২৪ |
মহিলাদের বিভাগসমূহ
[সম্পাদনা]দৌড়বাজীতে মহিলাদের প্রতিযোগিতা ১৯২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুরু হয়।
বিভাগ | ২৮ | ৩২ | ৩৬ | ৪৮ | ৫২ | ৫৬ | ৬০ | ৬৪ | ৬৮ | ৭২ | ৭৬ | ৮০ | ৮৪ | ৮৮ | ৯২ | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | গেমস | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১০০ মিটার (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২০ | |||||
২০০ মিটার (বিস্তারিত) | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৭ | |||||
৪০০ মিটার (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৩ | |||||
৮০০ মিটার (বিস্তারিত) | X | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৫ | |||||
১৫০০ মিটার (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১১ | |||||
৫০০০ মিটার (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | ৫ | |||||
১০০০০ মিটার (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | ৭ | |||||
ম্যারাথন (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | ৮ | |||||
১০০ মিটার বাধাদৌড় (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১১ | |||||
৪০০ মিটার বাধাদৌড় (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | ৮ | |||||
৩০০০ মিটার স্টিপলচেজ (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | ২ | |||||
৪ × ১০০ মিটার রিলে (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২০ | |||||
৪ × ৪০০ মিটার রিলে (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১১ | |||||
২০ কিমি প্রতিযোগিতামূলক হন্টন (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | ৪ | |||||
হাই জাম্প (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২০ | |||||
পোল ভল্ট (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | ৪ | |||||
লং জাম্প (বিস্তারিত) | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৭ | |||||
ট্রিপল জাম্প (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | ৫ | |||||
শট পাট (বিস্তারিত) | – | – | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৭ | |||||
ডিসকাস থ্রো (বিস্তারিত) | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২০ | |||||
হাতুড়ি ছোঁড়া (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | ৪ | |||||
বর্শা নিক্ষেপ (বিস্তারিত) | – | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৯ | |||||
হেপ্টাথলন (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | X | X | X | ৮ | |||||
প্রাক্তন বিভাগসমূহ | ||||||||||||||||||||||||||
৮০ মিটার বাধাদৌড় (বিস্তারিত) | – | X | X | X | X | X | X | X | X | – | – | – | – | – | – | – | – | – | – | – | ৮ | |||||
পেন্টাথলন (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | X | X | X | X | X | – | – | – | – | – | – | – | – | ৫ | |||||
৩০০০ মিটার (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | X | – | – | – | – | – | ৩ | |||||
১০ কিমি প্রতিযোগিতামূলক হন্টন (বিস্তারিত) | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | – | X | X | – | – | – | – | ২ | |||||
মোট বিভাগসমূহ | ৫ | ৬ | ৬ | ৯ | ৯ | ৯ | ১০ | ১২ | ১২ | ১৪ | ১৪ | ১৪ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২২ | ২২ | ২৩ | ২৩ |
রাষ্ট্রসমূহ
[সম্পাদনা]প্রায় সমস্ত রাষ্ট্র, যারা অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা কখনো না কখনো দৌড়বাজীতে অংশ নিয়েছে। প্রতি খোপের সংখ্যা সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতিযোগীর সংখ্যা নির্দেশ করছে।
এই তালিকাটি অসম্পূর্ণ; এটি সম্প্রসারণ করে আপনি সাহায্য করতে পারেন। |
রাষ্ট্র | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | ২০ | ২৪ | ২৮ | ৩২ | ৩৬ | ৪৮ | ৫২ | ৫৬ | ৬০ | ৬৪ | ৬৮ | ৭২ | ৭৬ | ৮০ | ৮৪ | ৮৮ | ৯২ | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | অলিম্পিক বর্ষ | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
আফগানিস্তান (AFG) | ৬ | |||||||||||||||||||||||||||||
আলবেনিয়া (ALB) | ৬ | |||||||||||||||||||||||||||||
আলজেরিয়া (ALG) | ১০ | |||||||||||||||||||||||||||||
আমেরিকান সামোয়া (ASA) | ৬ | |||||||||||||||||||||||||||||
অ্যান্ডোরা (AND) | ৭ | |||||||||||||||||||||||||||||
আর্জেন্টিনা (ARG) | ২০ | |||||||||||||||||||||||||||||
আর্মেনিয়া (ARM) | ৫ | |||||||||||||||||||||||||||||
আরুবা (ARU) | ৫ | |||||||||||||||||||||||||||||
অস্ট্রেলেশিয়া (ANZ) | ২ | |||||||||||||||||||||||||||||
অস্ট্রেলিয়া (AUS) | ২৫ | |||||||||||||||||||||||||||||
অস্ট্রিয়া (AUT) | ২৪ | |||||||||||||||||||||||||||||
আজারবাইজান (AZE) | ৫ | |||||||||||||||||||||||||||||
বাহামা দ্বীপপুঞ্জ (BAH) | ১৪ | |||||||||||||||||||||||||||||
বাহরাইন (BRN) | ৮ | |||||||||||||||||||||||||||||
বাংলাদেশ (BAN) | ৮ | |||||||||||||||||||||||||||||
বার্বাডোস (BAR) | ১১ | |||||||||||||||||||||||||||||
বেলারুশ (BLR) | ৫ | |||||||||||||||||||||||||||||
বেলজিয়াম (BEL) | ২৩ | |||||||||||||||||||||||||||||
বেলিজ (BIZ) | ১০ | |||||||||||||||||||||||||||||
বেনিন (BEN) | ৯ | |||||||||||||||||||||||||||||
বারমুডা (BER) | ১২ | |||||||||||||||||||||||||||||
বোহেমিয়া (BOH) | ৩ | |||||||||||||||||||||||||||||
বলিভিয়া (BOL) | ১০ | |||||||||||||||||||||||||||||
বসনিয়া ও হার্জেগোভিনা (BIH) | ৬ | |||||||||||||||||||||||||||||
বতসোয়ানা (BOT) | ৯ | |||||||||||||||||||||||||||||
ব্রাজিল (BRA) | ২০ | |||||||||||||||||||||||||||||
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ (IVB) | ৮ | |||||||||||||||||||||||||||||
ব্রুনাই (BRU) | ৩ | |||||||||||||||||||||||||||||
বুলগেরিয়া (BUL) | ১২ | |||||||||||||||||||||||||||||
বুর্কিনা ফাসো (BUR) | ৮ | |||||||||||||||||||||||||||||
বুরুন্ডি (BDI) | ৫ | |||||||||||||||||||||||||||||
কানাডা (CAN) | ২৫ | |||||||||||||||||||||||||||||
চিলি (CHI) | ২১ | |||||||||||||||||||||||||||||
চীন (CHN) | ৮ | |||||||||||||||||||||||||||||
চীনা তাইপেই (TPE) | ১৫† | |||||||||||||||||||||||||||||
ক্রোয়েশিয়া (CRO) | ৬ | |||||||||||||||||||||||||||||
কিউবা (CUB) | ১৭ | |||||||||||||||||||||||||||||
চেকোস্লোভাকিয়া (TCH) | ১৬ | |||||||||||||||||||||||||||||
ডেনমার্ক (DEN) | ২৬ | |||||||||||||||||||||||||||||
ইকুয়েডর (ECU) | ১২ | |||||||||||||||||||||||||||||
মিশর (EGY) | ১২ | |||||||||||||||||||||||||||||
এস্তোনিয়া (EST) | ১১ | |||||||||||||||||||||||||||||
ফিনল্যান্ড (FIN) | ২৪ | |||||||||||||||||||||||||||||
ফ্রান্স (FRA) | ২৬ | |||||||||||||||||||||||||||||
জার্মানি (GER) | ১৮ | |||||||||||||||||||||||||||||
গ্রেট ব্রিটেন (GBR) | ২৭ | |||||||||||||||||||||||||||||
গ্রিস (GRE) | ২৭ | |||||||||||||||||||||||||||||
হাইতি (HAI) | ১৩ | |||||||||||||||||||||||||||||
হাঙ্গেরি (HUN) | ২৫ | |||||||||||||||||||||||||||||
আইসল্যান্ড (ISL) | ১৯ | |||||||||||||||||||||||||||||
ভারত (IND) | ২৩ | |||||||||||||||||||||||||||||
ইন্দোনেশিয়া (INA) | ৬ | |||||||||||||||||||||||||||||
ইরান (IRI) | ১৪ | |||||||||||||||||||||||||||||
আয়ারল্যান্ড (IRL) | ২০ | |||||||||||||||||||||||||||||
ইসরায়েল (ISR) | ১৩ | |||||||||||||||||||||||||||||
ইতালি (ITA) | ২৫ | |||||||||||||||||||||||||||||
জাপান (JPN) | ২১ | |||||||||||||||||||||||||||||
দক্ষিণ কোরিয়া (KOR) | ১৫ | |||||||||||||||||||||||||||||
লাতভিয়া (LAT) | ১০ | |||||||||||||||||||||||||||||
লিথুয়ানিয়া (LTU) | ৭ | |||||||||||||||||||||||||||||
লুক্সেমবুর্গ (LUX) | ১৮ | |||||||||||||||||||||||||||||
মেক্সিকো (MEX) | ২১ | |||||||||||||||||||||||||||||
মোনাকো (MON) | ৭ | |||||||||||||||||||||||||||||
নেদারল্যান্ডস (NED) | ২৩ | |||||||||||||||||||||||||||||
নিউজিল্যান্ড (NZL) | ২১ | |||||||||||||||||||||||||||||
নরওয়ে (NOR) | ২৪ | |||||||||||||||||||||||||||||
প্যারাগুয়ে (PAR) | ১০ | |||||||||||||||||||||||||||||
ফিলিপাইন (PHI) | ১৯ | |||||||||||||||||||||||||||||
পোল্যান্ড (POL) | ২১ | |||||||||||||||||||||||||||||
পর্তুগাল (POR) | ২১ | |||||||||||||||||||||||||||||
রাশিয়া (RUS) | ৭ | |||||||||||||||||||||||||||||
রোমানিয়া (ROU) | ১৮ | |||||||||||||||||||||||||||||
সার্বিয়া (SRB) | ৩ | |||||||||||||||||||||||||||||
দক্ষিণ আফ্রিকা (RSA) | ১৮ | |||||||||||||||||||||||||||||
স্পেন (ESP) | ১৮ | |||||||||||||||||||||||||||||
সুইডেন (SWE) | ২৬ | |||||||||||||||||||||||||||||
সুইজারল্যান্ড (SUI) | ২৩ | |||||||||||||||||||||||||||||
সোভিয়েত ইউনিয়ন (URS) | ৯ | |||||||||||||||||||||||||||||
সমন্বিত দল (EUN) | ১ | |||||||||||||||||||||||||||||
টোগো (TOG) | ৯ | |||||||||||||||||||||||||||||
তুরস্ক (TUR) | ১৭ | |||||||||||||||||||||||||||||
মার্কিন যুক্তরাষ্ট্র (USA) | ২৬ | |||||||||||||||||||||||||||||
যুগোস্লাভিয়া (YUG) | ১৫ | |||||||||||||||||||||||||||||
মোট রাষ্ট্র | ৯ | ১৫ | ১১ | ২০ | ২৭ | ২৫ | ৪১ | ৩৯ | ৩৩ | ৩৯ | ৩৯ | ৪১ | ৩৮ | ৪৩ | ৪২ | ৪৫ | ৫১ | ৪৪ | ৩২ | ৫০ | ৬২ | ৬৫ | ৭৩ | ৭৩ | ৭৬ | ৭৪ | ৭৫ | ৮২ | ||
মোট প্রতিযোগী | ৬৩ | ১১৫ | ১১৫ | ৪৩৫ | ৫৪০ | ৫১০ | ৬৬৭ | ৬৯৩ | ৩৮৮ | ৭৪৫ | ৬৮০ | ৮৭৩ | ৬১৯ | ৮৭৫ | ৮০৫ | ৬৮১ | ৮৭১ | ৭৩১ | ৬১৮ | ৭৮৯ | ৯৯৭ | ১১০৭ | ১২৭১ | ১৪১১ | ১৩৮৯ | ১৩৯৩ | ১৪০৬ | ১১৬৭ |
বি. দ্র. -
□ উপরিউক্ত তালিকায় ফাঁকা ঘরের মানে হল সেই অলিম্পিকে ঐ রাষ্ট্র অংশগ্রহণ করেনি। আবার '-' (হাইফেন) থাকলে সেই বছরের অলিম্পিকে রাষ্ট্রটি অংশ নিলেও দৌড়বাজীতে কোনো প্রতিযোগী ছিল না। এবং 'X' (কাটা চিহ্ন) থাকলে সেই অলিম্পিক এই দেশটি বয়কট করেছিল। এখনো পর্যন্ত অলিম্পিকে ঘোষিত বয়কটের কারণগুলি নিচে দেওয়া হল, -
- ১৯৭৬ - দক্ষিণ আফ্রিকায় বর্ণ বিদ্বেষ থাকা সত্ত্বেও নিউজিল্যান্ড সেখানে রাগবি দল পাঠায়। নিউজিল্যান্ডের অলিম্পিক থেকে বহিষ্কারের দাবীতে ২৮টি আফ্রিকার রাষ্ট্র এই অলিম্পিক বয়কট করে। অন্যদিকে প্রজাতন্ত্রী চীন নাম নিয়ে গণচীনের সঙ্গে বিবাদ ও সেই প্রসঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নগোয়া সিদ্ধান্তের প্রতিবাদে বর্তমান তাইওয়ান অলিম্পিক বয়কট করে।
- ১৯৮০ - যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রায় ৫৬টি দেশ রাশিয়ার আফগানিস্তান আক্রমণের প্রতিবাদে এই অলিম্পিক বয়কট করে।
- ১৯৮৪ - ১৪টি বামপন্থী রাষ্ট্র রাশিয়ার নেতৃত্বে ১৯৮০ বয়কটের বদলা নেয়।
□ রাশিয়া বলতে এখানে বর্তমান রাশিয়া ও পুরাতন রুশ সাম্রাজ্য উভয়ের একত্রিত পরিসংখ্যান প্রদান করা হল।
‡ ১৯৮৮ অলিম্পিকে ব্রুনাই শুধুমাত্র একজন প্রতিনিধি পাঠায়। কিন্তু তিনি কোনো প্রতিযোগী ছিলেন না।
† প্রজাতন্ত্রী চীন সারিতে অবিভক্ত চীন ও বর্তমান তাইওয়ানের তথ্য একত্রে দেওয়া হল।
□ ১৯০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফ্রান্সের একমাত্র প্রতিযোগী অ্যালবার্ট কোরী দুটি রৌপ্য পদক জেতেন ম্যারাথন ও ৪ মাইল দলগত প্রতিযোগিতায়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে এই পদক জেতেন। এটি একটি বিতর্কিত প্রসঙ্গ।[২]
□ জার্মানি বলতে এখানে অবিভক্ত জার্মানি ও ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত জার্মানির যৌথদলকে বোঝানো হয়েছে।
পদক তালিকা
[সম্পাদনা]২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক পর্যন্ত সংকলিত
ক্রম | দেশ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | মার্কিন যুক্তরাষ্ট্র (USA) | ৩২০ | ২৫১ | ১৯৬ | ৭৬৭ |
২ | সোভিয়েত ইউনিয়ন (URS) | ৬৪ | ৫৫ | ৭৪ | ১৯৩ |
৩ | গ্রেট ব্রিটেন (GBR) | ৫৩ | ৭৯ | ৬২ | ১৯৪ |
৪ | ফিনল্যান্ড (FIN) | ৪৮ | ৩৫ | ৩১ | ১১৪ |
৫ | পূর্ব জার্মানি (GDR) | ৩৮ | ৩৬ | ৩৫ | ১০৯ |
৬ | রাশিয়া (RUS) | ২৬ | ২৭ | ২৫ | ৭৮ |
৭ | কেনিয়া (KEN) | ২৪ | ৩১ | ২৪ | ৭৯ |
৮ | পোল্যান্ড (POL) | ২৩ | ১৮ | ১৩ | ৫৪ |
৯ | ইথিওপিয়া (ETH) | ২১ | ৭ | ১৭ | ৪৫ |
১০ | অস্ট্রেলিয়া (AUS) | ২০ | ২৬ | ২৫ | ৭১ |
১১ | সুইডেন (SWE) | ১৯ | ২১ | ৪১ | ৮১ |
১২ | ইতালি (ITA) | ১৯ | ১৫ | ২৬ | ৬০ |
১৩ | জ্যামাইকা (JAM) | ১৮ | ২৯ | ২০ | ৬৭ |
১৪ | জার্মানি (GER) | ১৬ | ২৪ | ৩৭ | ৭৭ |
১৫ | ফ্রান্স (FRA) | ১৪ | ২২ | ২৫ | ৬১ |
১৬ | কানাডা (CAN) | ১৩ | ১৪ | ২৬ | ৫৩ |
১৭ | পশ্চিম জার্মানি (FRG) | ১২ | ১৪ | ১৭ | ৪৩ |
১৮ | রোমানিয়া (ROU) | ১১ | ১৪ | ১০ | ৩৫ |
১৯ | চেকোস্লোভাকিয়া (TCH) | ১১ | ৮ | ৫ | ২৪ |
২০ | কিউবা (CUB) | ১০ | ১৪ | ১৫ | ৩৯ |
২১ | হাঙ্গেরি (HUN) | ১০ | ১৩ | ১৭ | ৪০ |
২২ | নিউজিল্যান্ড (NZL) | ১০ | ২ | ৮ | ২০ |
২৩ | সমন্বিত দল (EUN) | ৭ | ১১ | ৩ | ২১ |
২৪ | জাপান (JPN) | ৭ | ৭ | ৯ | ২৩ |
২৫ | নরওয়ে (NOR) | ৭ | ৫ | ৮ | ২০ |
২৬ | গ্রিস (GRE) | ৬ | ১২ | ১১ | ২৯ |
২৭ | দক্ষিণ আফ্রিকা (RSA) | ৬ | ১২ | ৬ | ২৪ |
২৮ | মরক্কো (MAR) | ৬ | ৫ | ৮ | ১৯ |
২৯ | চীন (CHN) | ৬ | ৩ | ১২ | ২১ |
৩০ | নেদারল্যান্ডস (NED) | ৬ | ৩ | ৬ | ১৫ |
৩১ | বুলগেরিয়া (BUL) | ৫ | ৭ | ৬ | ১৮ |
৩২ | চেক প্রজাতন্ত্র (CZE) | ৫ | ১ | ৪ | ১০ |
৩৩ | জার্মানির সমন্বিত দল (EUA) | ৪ | ১৮ | ৮ | ৩০ |
৩৪ | বেলারুশ (BLR) | ৪ | ৫ | ৮ | ১৭ |
৩৫ | ব্রাজিল (BRA) | ৪ | ৩ | ৭ | ১৪ |
৩৬ | পর্তুগাল (POR) | ৪ | ২ | ৪ | ১০ |
৩৭ | আয়ারল্যান্ড (IRL) | ৪ | ২ | ০ | ৬ |
৩৮ | বাহামা দ্বীপপুঞ্জ (BAH) | ৪ | ২ | ৪ | ১০ |
৩৯ | আলজেরিয়া (ALG) | ৪ | ১ | ২ | ৭ |
৪০ | বেলজিয়াম (BEL) | ৩ | ৬ | ২ | ১১ |
৪১ | মেক্সিকো (MEX) | ৩ | ৫ | ২ | ১০ |
৪২ | ইউক্রেন (UKR) | ৩ | ৩ | ১২ | ১৮ |
৪৩ | লিথুয়ানিয়া (LTU) | ৩ | ১ | ১ | ৫ |
৪৪ | ত্রিনিদাদ ও টোবাগো (TRI) | ২ | ৪ | ৮ | ১৪ |
৪৫ | স্পেন (ESP) | ২ | ৪ | ৫ | ১১ |
৪৬ | আর্জেন্টিনা (ARG) | ২ | ৩ | ০ | ৫ |
৪৭ | এস্তোনিয়া (EST) | ২ | ১ | ৩ | ৬ |
৪৮ | ডোমিনিকান প্রজাতন্ত্র (DOM) | ২ | ১ | ০ | ৩ |
৪৯ | কাজাখস্তান (KAZ) | ২ | ০ | ১ | ৩ |
উগান্ডা (UGA) | ২ | ০ | ১ | ৩ | |
৫১ | ক্যামেরুন (CMR) | ২ | ০ | ০ | ২ |
৫২ | নাইজেরিয়া (NGR) | ১ | ৪ | ৮ | ১৩ |
৫৩ | তুরস্ক (TUR) | ১ | ৩ | ২ | ৬ |
৫৪ | তিউনিসিয়া (TUN) | ১ | ৩ | ১ | ৫ |
৫৫ | অস্ট্রিয়া (AUT) | ১ | ২ | ৪ | ৭ |
৫৬ | স্লোভেনিয়া (SLO) | ১ | ২ | ১ | ৪ |
৫৭ | ক্রোয়েশিয়া (CRO) | ১ | ১ | ০ | ২ |
ইকুয়েডর (ECU) | ১ | ১ | ০ | ২ | |
দক্ষিণ কোরিয়া (KOR) | ১ | ১ | ০ | ২ | |
মিশ্র দল (ZZX) | ১ | ১ | ০ | ২ | |
৬১ | পানামা (PAN) | ১ | ০ | ২ | ৩ |
৬২ | মোজাম্বিক (MOZ) | ১ | ০ | ১ | ২ |
৬৩ | বুরুন্ডি (BDI) | ১ | ০ | ০ | ১ |
গ্রেনাডা (GRN) | ১ | ০ | ০ | ১ | |
লুক্সেমবুর্গ (LUX) | ১ | ০ | ০ | ১ | |
সিরিয়া (SYR) | ১ | ০ | ০ | ১ | |
৬৭ | সুইজারল্যান্ড (SUI) | ০ | ৬ | ২ | ৮ |
৬৮ | লাতভিয়া (LAT) | ০ | ৪ | ১ | ৫ |
৬৯ | নামিবিয়া (NAM) | ০ | ৪ | ০ | ৪ |
৭০ | ডেনমার্ক (DEN) | ০ | ২ | ৪ | ৬ |
৭১ | চিলি (CHI) | ০ | ২ | ০ | ২ |
ভারত (IND) | ০ | ২ | ০ | ২ | |
শ্রীলঙ্কা (SRI) | ০ | ২ | ০ | ২ | |
তানজানিয়া (TAN) | ০ | ২ | ০ | ২ | |
যুগোস্লাভিয়া (YUG) | ০ | ২ | ০ | ২ | |
৭৬ | কলম্বিয়া (COL) | ০ | ১ | ১ | ২ |
আইসল্যান্ড (ISL) | ০ | ১ | ১ | ২ | |
চীনা তাইপেই (TPE) | ০ | ১ | ১ | ২ | |
৭৯ | বোহেমিয়া (BOH) | ০ | ১ | ০ | ১ |
বতসোয়ানা (BOT) | ০ | ১ | ০ | ১ | |
কোত দিভোয়ার (CIV) | ০ | ১ | ০ | ১ | |
গুয়াতেমালা (GUA) | ০ | ১ | ০ | ১ | |
হাইতি (HAI) | ০ | ১ | ০ | ১ | |
ইরান (IRI) | ০ | ১ | ০ | ১ | |
সৌদি আরব (KSA) | ০ | ১ | ০ | ১ | |
সেনেগাল (SEN) | ০ | ১ | ০ | ১ | |
সুদান (SUD) | ০ | ১ | ০ | ১ | |
জাম্বিয়া (ZAM) | ০ | ১ | ০ | ১ | |
৮৯ | ব্রিটিশ ওয়েস্ট ইন্ডিজ (BWI) | ০ | ০ | ২ | ২ |
ফিলিপাইন (PHI) | ০ | ০ | ২ | ২ | |
কাতার (QAT) | ০ | ০ | ২ | ২ | |
৯২ | অস্ট্রেলেশিয়া (ANZ) | ০ | ০ | ১ | ১ |
বার্বাডোস (BAR) | ০ | ০ | ১ | ১ | |
জিবুতি (DJI) | ০ | ০ | ১ | ১ | |
ইরিত্রিয়া (ERI) | ০ | ০ | ১ | ১ | |
পুয়ের্তো রিকো (PUR) | ০ | ০ | ১ | ১ | |
ভেনেজুয়েলা (VEN) | ০ | ০ | ১ | ১ | |
মোট | ৯৩১ | ৯৩৯ | ৯৩২ | ২৮০২ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Past Olympic Sports. Olympics/IOC. ৩০-০৮-২০১০ তারিখে সংগৃহীত।
- ↑ Cronin, Brian (২০১০-০৮-১০)। "Sports Legend Revealed: A marathon runner nearly died"। লস অ্যাঞ্জেলেস টাইমস। লস অ্যাঞ্জেলেস।