বিষয়বস্তুতে চলুন

কি হুই কোয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কি হুই কোয়ান
২০১৮-এ কোয়ান
জন্ম (1971-08-20) ২০ আগস্ট ১৯৭১ (বয়স ৫৩)
জাতীয়তামার্কিন
অন্যান্য নামজোনাথন কে হুই কোয়ান
মাতৃশিক্ষায়তনসাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পেশা
  • অভিনেতা
  • স্টান্ট সমন্বয়ক
কর্মজীবন১৯৮৪-২০০২; ২০২১-বর্তমান (অভিনয়)
২০০০-২০০৪ (নির্মাণ সহকারী)
চীনা নাম
ঐতিহ্যবাহী চীনা 關繼威[]
ভিয়েতনামীয় নাম
ভিয়েতনামী Quan Kế Huy

কি হুই কোয়ান (ইংরেজি: Ke Huy Quan; /kˈkwɑːn/; জন্ম: ২০ আগস্ট ১৯৭১), জোনাথন কি কোয়ান নামেও পরিচিত, একজন ভিয়েতনামীয়-মার্কিন অভিনেতা। কোয়ান ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অব ডুম (১৯৮৪)-এ শর্ট রাউন্ড ও দ্য গুনিস (১৯৮৫)-এ ডেটা চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। এরপর তিনি সিটকম হেড অব দ্য ক্লাস (১৯৯১), ও চলচ্চিত্র এনচিনো ম্যান (১৯৯২)-এ অভিনয়ের পর কোন সুযোগ না পাওয়ায় অভিনয় বন্ধ করে দেন। তিনি ইউএসসি স্কুল অব সিনেম্যাটিক আর্টস থেকে চলচ্চিত্রের উপর ডিগ্রি অর্জন করেন। তিনি এরপর স্টান্ট সমন্বয়ক ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।

কোয়ান ২০২১ সালে অভিনয়ে ফিরেন। তিনি বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র এভরিথিং এভরিওয়েআর অল অ্যাট ওয়ান্স (২০২২)-এ অভিনয় করে বিপুল সমাদৃত হন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন এবং একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
অভিনয়
বছর চলচ্চিত্রের শিরোনাম চরিত্র টীকা
১৯৮৪ ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অব ডুম শর্ট রাউন্ড
১৯৮৫ দ্য গুনিস রিচার্ড "ডেটা" ওয়াং
1986 ইট টেকস আ থিফ লিটল গুয়ান
১৯৮৭ প্যাসেঞ্জার রিক
১৯৯১ ব্রিদিং ফায়ার চার্লি মুর
১৯৯২ এনচিনো ম্যান Kim
১৯৯৬ রেড পাইরেট কোয়ান চিয়া চিয়াং
২০০২ সেকেন্ড টাইম অ্যারাউন্ড সিং ওং
২০২১ ফাইন্ডিং 'ওহানা জর্জ ফ্যান
২০২২ এভরিথিং এভরিওয়েআর অল অ্যাট ওয়ান্স ওয়েমন্ড ওয়াং
২০২৪ দ্য ইলেক্ট্রিক স্টেট ঘোষিত হবে নির্মাণাধীন

অন্যান্য ভূমিকা

[সম্পাদনা]
চলচ্চিত্রে অন্যান্য ভূমিকা
বছর চলচ্চিত্রের শিরোনাম ভূমিকা
২০০০ এক্স-মেন সহকারী মারপিট পরিচালক, অনুবাদক
২০০১ দি ওয়ান সহকারী
২০০৪ টুয়েন্টি ফোর্টি সিক্স সহকারী পরিচালক

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 蕭采薇। "獨/季芹17歲第一個緋聞對象是他! 關繼威:看到她現在很幸福"ইটিটুডে (চীনা ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. অর্ডানা, মাইকেল; ফিলিপস, জেভন (২৪ জানুয়ারি ২০২৩)। "Here are the 2023 Oscar nominees"লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]