বিষয়বস্তুতে চলুন

এয়ারবাস এ৩১৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এয়ারবাস এ৩১৯
এ৩১৯ হল একটি ছোট এয়ারবাস এ৩২০, বিমানটির ডানার নীচে দ্বৈতজেটের অবস্থান সহ নীচু ডানা রয়েছে।
ভূমিকা সংকীর্ণ দেহের বিমান জেট বিমান
উৎস দেশ বহুজাতিক[]
নির্মাতা এয়ারবাস
প্রথম উড্ডয়ন ২৫ আগস্ট ১৯৯৫
প্রবর্তন সুইসএয়ারের সঙ্গে ১৯৯৬ সালে
অবস্থা পরিষেবায়
মুখ্য ব্যবহারকারী আমেরিকান এয়ারলাইন্স
ইউনাইটেড এয়ারলাইন্স
ইজিজেট
ডেল্টা এয়ার লাইন্স[]
নির্মিত হচ্ছে
  • ১৯৯৪–২০২১ (এ৩১৯সিও)
  • ২০১৭-বর্তমান (এ৩১৯নিও)
নির্মিত সংখ্যা ১,৪৯৬ (৩১ জানুয়ারি ২০২৩ (2023-01-31)-এর হিসাব অনুযায়ী)[]
যা হতে উদ্ভূত এয়ারবাস এ৩২০
রূপভেদ এয়ারবাস এ৩১৮
উদ্ভূত বিমান এয়ারবাস এ৩১৯নিও

এয়ারবাস এ৩১৯ হল এয়ারবাস এ৩২০ পরিবারের একটি সদস্য, যা এয়ারবাস দ্বারা নির্মিত দ্বৈত-ইঞ্জিনের স্বল্প থেকে মাঝারি-সীমার সংকীর্ণ দেহ বিশিষ্ট বাণিজ্যিক যাত্রীবাহী জেট এয়ারলাইনার।[] এ৩১৯ ১২৪ জন থেকে ১৫৬ জন যাত্রী বহন করে এবং এর সর্বোচ্চ পরিসীমা ৩,৭০০ নটিক্যাল মাইল (৬,৯০০ কিমি; ৪,৩০০ মাইল)।[] বিমানের চূড়ান্ত সংযোজন জার্মানির হামবুর্গ ও চীনের থিয়েনচিনে হয়।

এ৩১৯ হল এ৩২০-এর একটি সংক্ষিপ্ত-বিমানদেহ বিশিষ্ট সংস্করণ, এবং এটি প্রসারিত এয়ারবাস এ৩২১-এর প্রায় দুই বছর পরে ও আসল এ৩২০-এর আট বছর পরে ১৯৯৬ সালের এপ্রিল মাসে সুইসএয়ারের সঙ্গে পরিষেবাতে প্রবেশ করেছিল। বিমানটি অন্যান্য সকল এয়ারবাস এ৩২০ পরিবার সংস্করণের সঙ্গে একটি সাধারণ ধরনের রেটিং শেয়ার করে, যা বিদ্যমান এ৩২০ পরিবারের বিমানচালকদের অতিরিক্ত প্রশিক্ষণের প্রয়োজন ছাড়াই বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেয়।

এয়ারবাস ২০১০ সালের ডিসেম্বর মাসে এ৩২০নিও (নতুন ইঞ্জিন বিকল্প) নামের এ৩২০ পরিবারের একটি নতুন প্রজন্মের ঘোষণা করেছিল।[] একইভাবে উড়োজাহাজের দেহ কাঠামোর উন্নতি ও এয়ারবাসের "শার্কলেটস" নামক উইংলেটের সংযোজনের সঙ্গে আরও দক্ষ ইঞ্জিন সহ নতুন সংক্ষিপ্ত-বিমানদেহ বিশিষ্ট এ৩১৯নিও সংস্করণ পেশ করে। বিমানটি ১৫% পর্যন্ত জ্বালানী সাশ্রয়ের প্রতিশ্রুতি দেয়। এ৩১৯নিও-এর বিক্রয় ২০২০ সালের জুন মাসের মধ্যে প্রায় ১% ক্রয়াদেশ সঙ্গে অন্যান্য এ৩২০নিও সংস্করণের তুলনায় অনেক কম। মোট ১,৪৮৮ টি এয়ারবাস এ৩১৯ টি বিমান ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত সরবরাহ করা হয়েছে, যার মধ্যে ১,৩৮০ টি পরিষেবাতে রয়েছে। এছাড়াও, আরও ৬৮ টি বিমানের দৃঢ় ক্রয়াদেশ রয়েছে (২ এ৩১৯সিও এবং ৬৬ এ৩১৯নিও সমন্বিত)। আমেরিকান এয়ারলাইন্স হল বৃহত্তম পরিচালনাকারী, যার বহরে ১৩৩ টি এ৩১৯সিও আছে।[]

  1. The Airbus A319 is built in Hamburg, Germany and Tianjin, China
  2. Airbus was originally a consortium of European aerospace companies named, Airbus Industrie, and is now fully owned by Airbus, originally named EADS. Airbus' name has been Airbus SAS since 2001.

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Airbus Orders & Deliveries"। Airbus। ৩১ জানুয়ারি ২০২৩। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; A319 specifications নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. "Airbus offers new fuel saving engine options for A320 Family"। Airbus। ১ ডিসেম্বর ২০১০। ৯ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]