উর্টজ বিক্রিয়া
উর্টজ বিক্রিয়া | |
---|---|
যার নামে নামকরণ হয় | চার্লস অ্যাডলফ উর্টজ |
বিক্রিয়ার ধরন | কাপলিং বিক্রিয়া |
শনাক্তকারী | |
অর্গানিককেমিস্ট্রি প্রবেশদ্বার | wurtz-reaction (ইংরেজি) |
জৈব রসায়ন-এ উর্টজ বিক্রিয়া একধরনের কাপলিং বিক্রিয়া যাতে দুটি অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতু সহযোগে বিক্রিয়া করিয়ে অ্যালকেন প্রস্তুত করা হয়। এটিকে উর্টজ বিক্রিয়া বা ভার্জ বিক্রিয়া ও বলা হয়।
- 2 R−X + 2 Na → R−R + 2 NaX
সাধারণ উষ্ণতায় অ্যালকিলহ্যালাইডের (সাধারণত ব্রোমাইড ও আয়োডাইড) শুষ্ক ইথারযুক্ত দ্রবণে ধাতব সোডিয়াম যোগ করলে উহাদের অ্যালকিল গ্রুপ দুটি পরস্পর যুক্ত হয়ে অ্যালকেন উৎপন্ন করে।
বিক্রিয়া পদ্ধতি
[সম্পাদনা]পদ্ধতি ১
[সম্পাদনা]একটি সোডিয়াম পরমাণু নিজের ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয় এবং সেই ইলেকট্রনটি অ্যালকিল হ্যালাইডের আংশিক ধনাত্মক আধান যুক্ত অ্যালকিল গ্রুপের কার্বনে (কার্বন ও হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের ফলে সৃষ্ট) অ্যাটাক করলে C—X বন্ধনটি ভেঙে যায় ও কার্বন মুক্ত মূলক তৈরী হয় (R•)। দুটি R• মিলিত হয়ে R—R অ্যালকেন উৎপন্ন করে।
- 2 Na → 2 Na+ + 2e
- 2 R−X + 2e → 2 X- + 2R•
- 2R• → R−R
- 2 Na+ + 2 X- → 2 NaX
সুতরাং, সামগ্রিক ভাবে,
- 2 R−X + 2 Na → R−R + 2 NaX
পদ্ধতি ২
[সম্পাদনা]ভিন্ন মত অনুযায়ী মুক্ত মূলকের বদলে কার্বানায়ন তৈরি হয় ও তা অ্যালকেন তৈরীতে সাহায্য করে।
গুরুত্বপূর্ণ তথ্য
[সম্পাদনা]- কেবলমাত্র ১° ও ২° অ্যালকিল হ্যালাইড এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
- এই বিক্রিয়ার সাহায্যে মিথেন প্রস্তুত করা যায় না। কারণ উৎপন্ন যৌগের কার্বন সংখ্যা একাধিক হয় কিন্তু মিথেনে কার্বন সংখ্যা এক।
- অপ্রতিসম অ্যালকেন প্রস্তুতিতে এই পদ্ধতি অনুপযুক্ত।
- আলকিন হ্যালাইডের সক্রিয়তার ক্রম: RI > RBr > RCl
অন্তরাণবিক উর্টজ বিক্রিয়া
[সম্পাদনা]একই চক্রাকার জৈব যৌগের মধ্যে যদি দুটো ভিন্ন কার্বন পরমাণুর সঙ্গে হ্যালোজেন যুক্ত থাকে তাহলে এই বিক্রিয়ার দ্বারা ওই কার্বন পরমাণু দুটির মধ্যে বন্ধন তৈরি করা সম্ভব।
যেমন:
এখানে ১-ব্রোমো-৩-ক্লোরোবিউটেন থেকে বাইসাইক্লোবিউটেন তৈরি হয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]আরও পড়ুন
[সম্পাদনা]- Adolphe Wurtz (১৮৫৫)। "Sur une nouvelle classe de radicaux organiques"। Annales de chimie et de physique। 44: 275–312।
- Adolphe Wurtz (১৮৫৫)। "Ueber eine neue Klasse organischer Radicale"। Annalen der Chemie und Pharmacie। 96 (3): 364–375। ডিওআই:10.1002/jlac.18550960310।
- Organic-chemistry.org
- Organic Chemistry, মরিসন ও বয়েড
- Organic Chemistry, সলোমন ও ফ্রাইল