উইলিয়াম গডউইন
উইলিয়াম গডউইন | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৭ এপ্রিল ১৮৩৬ লন্ডন, ইংল্যান্ড | (বয়স ৮০)
উল্লেখযোগ্য কর্ম | Enquiry Concerning Political Justice, Things as They Are |
দাম্পত্য সঙ্গী | মেরি ওলস্টোনক্র্যাফট (বি. ১৭৯৭; মৃ. ১৭৯৭) মেরি জেন ক্লেয়ারমন্ট (বি. ১৮০১) |
যুগ | উনিশ শতকের দর্শন |
অঞ্চল | পশ্চিমা দর্শন |
ধারা | দার্শনিক নৈরাজ্যবাদ, ইউটিলিটারিয়ানিজম |
প্রধান আগ্রহ | সামাজিক দর্শন, রাজনৈতিক দর্শন, নৈতিকতা |
উল্লেখযোগ্য অবদান | নৈরাজ্যবাদ |
ভাবগুরু | |
ভাবশিষ্য |
উইলিয়াম গডউইন (৩ মার্চ ১৭৫৬ - ৭ এপ্রিল ১৮৩৬) ছিলেন একজন ইংরেজ সাংবাদিক, রাজনৈতিক দার্শনিক ও ঔপন্যাসিক। তিনি ছিলেন প্রথমদিকের ইউটিলিটারিয়ানিজম সমর্থকদের একজন এবং আধুনিক নৈরাজ্যবাদের সর্বপ্রথম প্রচারক। [২] গডউইনের এক বৎসরকালের মাঝে প্রকাশিত বই An Enquiry Concerning Political Justice, ছিলো রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর উপর এক আক্রমণ এবং Things as They Are; or, The Adventures of Caleb Williams একটি প্রারম্ভিক রহস্যোপন্যাস যাতে অভিজাত জীবনযাপনকে আক্রমণ করা হয়। তিনি এই দু’টি গ্রন্থের সাফল্যে ভর করে ১৭৯০ এর দিকে লন্ডনের বিখ্যাত রক্ষণাত্মক জনের মাঝে ব্যাপক পরিচিতি পান। তিনি উপন্যাস, ইতিহাস, জনতত্ত্ব এসব ধারায় আজীবন ব্যাপক লেখালেখি করেন।
রাজনৈতিক বিচারের ব্যাখ্যা
[সম্পাদনা]'রাজনৈতিক বিচার' শব্দবন্ধের মাধ্যমে লেখক বুঝাতে চেয়েছেন "নৈতিকতা এবং সত্যের ধারণার কোনোরকম আত্মীকরণ হলো এদের কোনো সম্প্রদায়ের চর্চার বিষয়ে পরিণত করা" এবং এই কারণেই কাজটি সমাজ, সরকার এবং নৈতিকতার ব্যাপারে একটি অনুসন্ধান করে। বহু বছর যাবত গডউইন নিশ্চিত ছিলেন যে, “রাজতন্ত্র হল এমন এক সরকার যা অবধারিতভাবে দূর্নীতিগ্রস্ত" এবং সরল একটি সরকারকাঠামো খুঁজতে গিয়ে তিনি বুঝতে পারেন যে, “সরকার প্রাকৃতিকভাবেই স্বাভাবিক মানবীয় বোধের বিরুদ্ধে কাজ করে", যেখানে তিনি রাষ্ট্রবিরোধী মনোভাব দেখান যা পরবর্তীতে নৈরাজ্যবাদে পরিণত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ Will Durant (১৯৬৫)। The Story of Civilization Volume 9:The Age of Voltaire। Simon&Schuster। পৃষ্ঠা 713।
- ↑ Philp, Mark (২০০৬-০৫-২০)। "William Godwin"।