বিষয়বস্তুতে চলুন

ইলেক্ট্রনিক তহবিল স্থানান্তর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফেডারাল রিজার্ভ ওয়্যার নেটওয়ার্কের লোগো। এই মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলির ইলেক্ট্রনিক তহবিল স্থানান্তর হয়।
ক্রেডিট অথবা ডেবিট কার্ড ইলেক্ট্রনিক তহবিল স্থানান্তরের একটি জনপ্রিয় মাধ্যম

ইলেক্ট্রনিক তহবিল স্থানান্তর বা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার হল কম্পিউটার ভিত্তিক সিস্টেমের মাধ্যমে এক বা একাধিক আর্থিক প্রতিষ্ঠানের একাধিক হিসাবের মধ্যে অর্থ স্থানান্তর বা বিনিময় করা।

ইলেক্ট্রনিক তহবিল স্থানান্তর শব্দটি নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা দেয়ঃ

  • ডেবিট বা ক্রেডিট কার্ড এর মাধ্যমে মূল্য পরিশোধ বা অর্থ স্থানান্তর।
  • ইলেকট্রনিক চেক এর মাধ্যমে অর্থ উঠানো।
  • ওয়েবসাইট বা ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে অর্থ স্থানান্তর বা বিনিময়।
  • ইলেকট্রনিক বিল পরিশোধ ও ইলেকট্রনিক টিকেট বুকিং সিস্টেম।

বাস্তবিক মোট নিষ্পত্তি

[সম্পাদনা]

ইলেক্ট্রনিক তহবিল স্থানান্তরের সাথে এটি অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এর জন্য ব্যবহৃত হয় একটি ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর। নিম্নে একটি স্বয়ংক্রিয় নিকাশ ঘরের কর্মপদ্ধতি বর্ণনা হলো :

  1. অর্ডারিং গ্রাহক একটি লেনদেনের সূচনা করে;
  2. ব্যাংক সমগ্র লেনদেনের সূচনাগুলো একত্র করে একটি ফাইল তৈরি করে যা দিনের শেষে (বা সারা দিনে বিভিন্নচক্রগুলিতে) স্বয়ংক্রিয় নিকাশ ঘরে এ প্রেরণ করে;
  3. স্বয়ংক্রিয় নিকাশ ঘরে বিভিন্ন ব্যাংক থেকে আসা সমস্ত অনুরোধ ফাইলগুলোকে একত্র করে বিভিন্ন পর্যায়ে, প্রতিটি পর্যায়ের জন্য দায়ী মোট নিষ্পত্তির পরিমাণ প্রতিটি ব্যাংককে জানায়, নিশ্চিত করে যে প্রতিটি পর্যায়ের জন্য সমস্ত অংশগ্রহণকারীদের কাছ থেকে নিষ্পত্তি পরিমাণ পাওয়া যায়, যাতে পর্যায়টি কার্যকর করা যেতে পারে;
  4. স্বয়ংক্রিয় নিকাশ ঘর বিনিময়কারীর ব্যাংককে লেনদেনের বিবরণ জানায়।
  5. যখন গন্তব্য ব্যাংকে লেনদেন আসে, তখন ব্যাংকটি লেনদেনটি চালায়: সেটা ক্রেডিট বা ডেবিট দুরকম ই হতে পারে।

ভারতে পদ্ধতি ও প্রক্রিয়া

[সম্পাদনা]
প্রক্রিয়াসমূহ
নাম সংক্ষিপ্ত নাম স্থাপনা পরিচালক সম্পাদক সুলভতা স্থানান্তর কাল ন্যূনতম মান সর্বোচ্চ মান চার্জ পরিষেবা কাল
রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট RTGS ২০০৪ ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংক (ব্যাংকের মাধ্যমে) অনলাইন এবং অফলাইন তাৎক্ষণিক ২ লক্ষ টাকা ১০ লক্ষ টাকা ২৪.৫০ টাকা (২-৫ লক্ষে)

৪৯.৫০ টাকা (৫ লক্ষের বেশি)

২৪x৭ (২০২০ ডিসেম্বর মাস থেকে)
ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার NEFT ২০০৫ ব্যাংকিং প্রযুক্তি উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউট (ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত) ব্যাঙ্ক অনলাইন এবং অফলাইন প্রত্যেক ৩০ মিনিট অন্তর ১ টাকা HDFC, ICICI তে ২৫ লক্ষ
SBI তে ১০ লক্ষ
অফলাইনে লাগে ২৪x৭
ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস IMPS ২০১০ ভারতের জাতীয় পেমেন্ট কর্পোরেশন ভারতের জাতীয় পেমেন্ট কর্পোরেশন অনলাইন (মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকি, SMS এবং ATM) এবং অফলাইন তাৎক্ষণিক ১ টাকা ২ লক্ষ টাকা প্রযোজ্য ২৪x৭

[]

বাংলাদেশে পদ্ধতি

[সম্পাদনা]
  • বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক ( বিইএফটিএন) []

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]