বিষয়বস্তুতে চলুন

আহমদ রিদা তাগনাউতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আহমদ রিদা তাগনাউতি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আহমদ রিদা তাগনাউতি
জন্ম (1996-04-05) ৫ এপ্রিল ১৯৯৬ (বয়স ২৮)
জন্ম স্থান কাসাব্লাঙ্কা, মরক্কো
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আইআর তাঞ্জার (উইদাদ কাসাব্লাঙ্কা হতে ধারে)
যুব পর্যায়
২০১৪–২০১৫ একাডেমী মোহাম্মদ ৪
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৭ নাহদাত বেরকেন ১০ (০)
২০১৭উইদাদ কাসাব্লাঙ্কা (ধার) (০)
২০১৭– উইদাদ কাসাব্লাঙ্কা
২০১৭–২০১৮আইআর তাঞ্জার (ধার) ২৫ (০)
জাতীয় দল
মরক্কো অনূর্ধ্ব-২৩
২০১৭– মরক্কো (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩ অক্টোবর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

আহমদ রিদা তাগনাউতি (জন্ম: ৫ এপ্রিল ১৯৯৬) হলেন মরক্কোর একজন পেশাদার ফুটবলার, যিনি মরক্কোর ক্লাব আইআর তাঞ্জার এবং মরক্কো জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

২০১৮ সালের ১৭শে মে তারিখে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের মরক্কো দলে স্থান পান।[]

সম্মাননা

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]
উইদাদ কাসাব্লাঙ্কা
ইত্তিহাদ তাঞ্জার

আন্তর্জাতিক

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]