বিষয়বস্তুতে চলুন

আমিন গুইরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমিন গুইরি
২০২১ সালে নিসের হয়ে গুইরি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আমিন ফেরিদ গুইরি[]
জন্ম (2000-02-16) ১৬ ফেব্রুয়ারি ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান বুর্গোয়্যাঁ-জায়িউ, ফ্রান্স
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
নিস
জার্সি নম্বর ১১
যুব পর্যায়
২০০৭–২০১১ আইল দাবো
২০১১–২০১৩ বুর্গোয়্যাঁ-জায়িউ
২০১৩–২০১৭ লিওঁ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০২০ লিওঁ বি ৩৩ (১৪)
২০১৭–২০২০ লিওঁ (০)
২০২০– নিস ২৯ (১২)
জাতীয় দল
২০১৬ ফ্রান্স অনূর্ধ্ব-১৬ ১১ (৪)
২০১৬–২০১৭ ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ১৫ (২০)
২০১৭–২০১৮ ফ্রান্স অনূর্ধ্ব-১৮ (৫)
২০১৮ ফ্রান্স অনূর্ধ্ব-১৯ (৭)
২০১৯ ফ্রান্স অনূর্ধ্ব-২০ (৫)
২০১৯– ফ্রান্স অনূর্ধ্ব-২১ ১১ (৪)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৮:২৭, ৪ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:২৭, ৪ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আমিন ফেরিদ গুইরি (ফরাসি: Amine Gouiri; জন্ম: ১৬ ফেব্রুয়ারি ২০০০; আমিন গুইরি নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লীগ ১-এর ক্লাব নিস এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০০৭–০৮ মৌসুমে, ফরাসি ফুটবল ক্লাব আইল দাবোর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে গুইরি ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে বুর্গোয়্যাঁ-জায়িউ এবং লিওঁয়ের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৬–১৭ মৌসুমে, ফরাসি ক্লাব লিওঁ বি-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৪ মৌসুম অতিবাহিত করেছেন; লিওঁ বি-এর হয়ে তিনি ৩৩ ম্যাচে ১৪টি গোল করেছেন। মাঝে তিনি ২ মৌসুমের জন্য লিওঁয়ের মূল দলের হয়ে খেলেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি প্রায় ৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিওঁ হতে নিসে যোগদান করেছেন।[]

২০১৬ সালে, গুইরি ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

ব্যক্তিগতভাবে, গুইরি বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৭ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের গোল্ডেন বুট জয় অন্যতম। দলগতভাবে, গুইরি এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি লিওঁয়ের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আমিন ফেরিদ গুইরি ২০০০ সালের ১৬ই ফেব্রুয়ারি তারিখে ফ্রান্সের বুর্গোয়্যাঁ-জায়িউয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি আলজেরীয় বংশোদ্ভূত।[]

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

গুইরি ফ্রান্স অনূর্ধ্ব-১৬, ফ্রান্স অনূর্ধ্ব-১৭, ফ্রান্স অনূর্ধ্ব-১৮, ফ্রান্স অনূর্ধ্ব-১৯, ফ্রান্স অনূর্ধ্ব-২০ এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালের ৪ঠা ফেব্রুয়ারি তারিখে তিনি নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের হয়ে তিনি ২০১৭ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন;[] উক্ত প্রতিযোগিতায় তিনি ৫ ম্যাচে ৯ গোল করে গোল্ডেন বুট জয়লাভ করেছিলেন।[] একই বছরে তিনি ২০১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন,[][] তবে ১৬ দলের পর্বে তার দল স্পেন অনূর্ধ্ব-১৭ দলের কাছে ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল;[] সেখানে তিনি ৪ ম্যাচে ৫ গোল করেছিলেন। ২০১৮ সালে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৮ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন,[] উক্ত প্রতিযোগিতার সেমি-ফাইনালে তার দল ইতালি অনূর্ধ্ব-১৯ দলের কাছে ২–০ গোলের ব্যবধানে পরাজিত হয়ে উক্ত প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল।[১০] তিনি উক্ত প্রতিযোগিতায় ৪ ম্যাচে ৪ গোল করেছিলেন। তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২০ দলের হয়ে ২০১৯ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন,[১১][১২] তবে ১৬ দলের পর্বে তার দল মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলের কাছে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত হয়ে উক্ত প্রতিযোগিতা হয়ে বিদায় নিয়েছিল;[১৩][১৪] উক্ত প্রতিযোগিতায় তিনি ৪ ম্যাচে ৩ গোল করেছিলেন। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[১৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "FIFA U-17 World Cup India 2017: List of Players" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ৯ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৮ 
  2. "Transferts : Amine Gouiri (OL) à Nice (officiel)"L'Équipe। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০ 
  3. "Lyon: Amine Gouiri a tout d'un futur grand"। ২৭ মে ২০১৭। 
  4. "Les dix-huit joueurs pour l'Euro 2017"Fédération Française de Football (ফরাসি ভাষায়)। ৫ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২১ 
  5. "Statistics — Tournament phase — Player statistics — Goals"। UEFA.com। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭ 
  6. "FIFA U-17 World Cup India 2017™: List of Players" (পিডিএফ)ফিফা (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১ 
  7. "Faitout Maouassa arrivera lundi matin en Corée du Sud" (ফরাসি ভাষায়)। লেকিপে। ২১ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৭ 
  8. "Match report – Round of 16 – Colombia v Germany" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৬ অক্টোবর ২০১৭। ১৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  9. "La Liste Des U19 Pour L'EURO 2018" [U19 List for the EURO 2018]। fff.fr (ফরাসি ভাষায়)। ১২ জুলাই ২০১৮। ১৬ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮ 
  10. "২০১৯ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: সেমি-ফাইনাল"উয়েফা (ইংরেজি ভাষায়)। ২৬ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২১ 
  11. "LA LISTE POUR LA COUPE DU MONDE"fff.fr (ফরাসি ভাষায়)। FFF। ১৩ মে ২০১৯। ১৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৯ 
  12. "FIFA U-20 World Cup Poland 2019™: List of Players" (পিডিএফ)tournament.fifadata.com/। FIFA। ১৫ মে ২০১৯। ১৩ জুন ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৯ 
  13. "Match report – Round of 16 – France v USA" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ৪ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৯ 
  14. "২০১৯ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: ফ্রান্স বনাম মার্কিন যুক্তরাষ্ট্র"ফিফা (ইংরেজি ভাষায়)। ৪ জুন ২০১৯। ১৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২১ 
  15. "LA LISTE DES 23 BLEUETS POUR L'EURO" (ফরাসি ভাষায়)। ফরাসি ফুটবল ফেডারেশন। ১৫ মার্চ ২০২১। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]