আমবাসা রেলওয়ে স্টেশন
অবয়ব
আমবাসা রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | , আমবাসা, ধলাই জেলা, ত্রিপুরা ভারত |
স্থানাঙ্ক | ২৩°৫৫′৪৯.৮৪″ উত্তর ৯১°৫১′৩৮.৮১″ পূর্ব / ২৩.৯৩০৫১১১° উত্তর ৯১.৮৬০৭৮০৬° পূর্ব |
উচ্চতা | ৯০ মিটার (৩০০ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
প্ল্যাটফর্ম | ৩ |
রেলপথ | ৪ |
সংযোগসমূহ | অটো স্ট্যান্ট |
নির্মাণ | |
গঠনের ধরন | ভূমিগত (আদর্শ) |
পার্কিং | নাই |
সাইকেলের সুবিধা | নাই |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | |
অন্য তথ্য | |
অবস্থা | চালু |
স্টেশন কোড | ABSA |
ভাড়ার স্থান | উত্তরপূর্ব সীমান্ত রেল |
বৈদ্যুতীকরণ | নাই |
অবস্থান | |
আমবাসা রেলওয়ে স্টেশন হল ত্রিপুরার ধলাই জেলার একটি ছোট রেলওয়ে স্টেশন। এর কোড হল ABSA । এটি আমবাসা শহরে পরিসেবা প্রদান করে। স্টেশনটি ৩টি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত। ৩০ সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত একটি এক্সপ্রেস ট্রেন প্রতিদিন লুমডিং এবং আগরতলার মধ্যে চলত।মিটার গেজ ট্র্যাক ব্রডগেজে রূপান্তরিত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্ডিয়া রেল ইনফোতে আমবাসা রেলওয়ে স্টেশন
- Northeast Frontier Railway zone
- ভারতীয় রেলের ফ্যান ক্লাব