আওয়ারা (১৯৫১-এর চলচ্চিত্র)
অবয়ব
আওয়ারা | |
---|---|
পরিচালক | রাজ কাপুর |
প্রযোজক | রাজ কাপুর |
রচয়িতা | খাজা আহমদ আব্বাস |
চিত্রনাট্যকার | খাজা আহমদ আব্বাস |
কাহিনিকার | খাজা আহমদ আব্বাস ভি.পি. সাথে |
শ্রেষ্ঠাংশে | পৃথ্বীরাজ কাপুর
নার্গিস রাজ কাপুর লীলা চিটনিস কে এন সিং শশী কাপুর |
সুরকার | শঙ্কর-জয়কিষাণ |
চিত্রগ্রাহক | রাধু কর্মকার |
সম্পাদক | জি জি মায়েকার |
প্রযোজনা কোম্পানি | অল ইন্ডিয়া ফিল্ম কর্পোরেশন, আরকে ফিল্মস |
মুক্তি | ১৪ ডিসেম্বর ১৯৫১ |
স্থিতিকাল | ১৯৩ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দুস্তানি ভাষা |
আয় | প্রা. ₹১৫৬ million ($৩০.৭ million) |
আওয়ারা ১৯৫১ সালের ভারতীয় হিন্দি, ক্রাইম ও ড্রামা চলচ্চিত্র। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন রাজ কাপুর এবং লিখেছেন খাজা আহমেদ আব্বাস । চলচ্চিত্রটি দ্যা ভ্যাগাবন্ড নামে পরিচিত।[১][২][৩] এটি ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে মধ্যে একটি।
অভিনয়ে
[সম্পাদনা]- রাজ চরিত্রে রাজ কাপুর
- তরুণ রাজ (শিশু শিল্পী) চরিত্রে শশী কাপুর
- রীতার চরিত্রে নার্গিস
- তরুণী রীতার চরিত্রে বেবি জুবেদা
- বিচারক রঘুনাথ (রাজের বাবা) চরিত্রে পৃথ্বীরাজ কাপুর
- জগ্গা চরিত্রে কেএন সিং
- বার নর্তকী হিসাবে কোকিল
- দুবে (রিতার বাবা) চরিত্রে বিএম ব্যাস
- শ্রী রঘুনাথের ভগ্নিপতির চরিত্রে লীলা মিশ্র
- লীলা রঘুনাথের চরিত্রে লীলা চিটনিস
- নৃত্যশিল্পী হিসেবে হানি ও'ব্রায়েন
- বিচারক হিসেবে বসেশ্বরনাথ কাপুর
- সহ অভিনেতৃবৃন্দ
- ওম প্রকাশ, রাজু, মনসারাম, রাজন মানেক কাপুর, পর্যাগ, রবি, ভিন্নি, বালি এবং শিন্ডে।
তথ্য সূত্র
[সম্পাদনা]- ↑ Lokapally, Vijay (২০১০-০৪-২৩)। "Awaara (1951)"। The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৯।
- ↑ "rediff.com, Movies: Classics Revisited: Awaara"। m.rediff.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৯।
- ↑ Hungama, Bollywood। "Awaara Cast List | Awaara Movie Star Cast | Release Date | Movie Trailer | Review- Bollywood Hungama" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৯।