অ্যাডোবি ড্রিমউইভার
মূল উদ্ভাবক | ম্যাক্রোমিডিয়া |
---|---|
উন্নয়নকারী | অ্যাডোবি সিস্টেম |
প্রাথমিক সংস্করণ | ডিসেম্বর ১৯৯৭[১] |
স্থিতিশীল সংস্করণ | সিসি (২০১৭– ১৭.৫.০.৯৮৭৮)
/ ১৩ জুন ২০১৭ |
যে ভাষায় লিখিত | সি++ |
অপারেটিং সিস্টেম | উইন্ডোজ ম্যাক ওএস |
ধরন | এইচটিএমএল এডিটর, প্রোগ্রামিং সরঞ্জাম, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (আইডিই) |
লাইসেন্স | মালিকানা |
ওয়েবসাইট | www |
অ্যাডোবি ড্রিমউইভার (ইংরেজি: Adobe Dreamweaver) অ্যাডোবি সিস্টেম দ্বারা নির্মিত ওয়েব ডেভেলপমেন্টের একটি টুল। ওয়েব পেইজ ডিজাইনের জন্য অ্যাডোবি ড্রিমউইভারকে একটি আদর্শ সফ্টওয়্যার প্রোগ্রাম বলা হয়ে থাকে। এটি মূলত পূর্ণাঙ্গ এইচটিএমএল ওয়েব এবং প্রোগ্রামিং এডিটর। এটি এমন একটি টুল যা ওয়েব ডেভেলপমেন্টের জন্য ডিজাইন করা হয়েছে এবং প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের ডিভাইসের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহৃত হয়। এর প্রথম ভার্সন ১.০ এবং এটি প্রথম রিলিজ হয় ডিসেম্বর ১৯৯৭ সালে। ড্রিমউইভার ম্যাক এবং উইন্ডোজ উভয় অপারেটিং সিস্টেমেই ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। ১৯৯৭ সালে[১] ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার সফটওয়্যার তৈরি করে এবং ২০০৫ সালে অ্যাডোবি সিস্টেম ম্যাক্রোমিডিয়া থেকে স্বত্ব কিনে নেয়।[২]
অ্যাডোবি ড্রিমউইভার ম্যাক ওএস এবং উইন্ডোজ উভয় অপারেটিং সিস্টেমে ব্যবহারযোগ্য।
ম্যাক্রোমিডিয়া প্রোডাক্ট স্যুট অ্যাডোবি কিনে নেওয়ার পরে ড্রিমউইভারের ৮.০-র পরবর্তী ভার্সনগুলো ডব্লিউ৩সি মানের সাথে আরো বেশি সামঞ্জস্যতা লাভ করে। সাম্প্রতিক ভার্সনে ওয়েব প্রযুক্তির জন্য যেসব সংশোধনী রয়েছে তার মধ্যে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বিভিন্ন সার্ভার-সাইডের স্ক্রিপ্টিং ভাষা এএসপি (এএসপি জাভাস্ক্রিপ্ট, এএসপি.নেট সি#, এএসপি.নেট ভিবি, এএসপি ভিবিস্ক্রিপ্ট ইত্যাদি) ফ্রেমওয়ার্ক, কোল্ডফিউশন, স্ক্রিপলেট, পিএইচপি অন্যতম।[৩]
বৈশিষ্ট্য
[সম্পাদনা]অ্যাডোবি ড্রিমউইভার সিসি একটি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন; এটিকে কোড সম্পাদকের একটি আদর্শ সফটওয়্যার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ড্রিমউইভারের ইন্টারফেস সমসাময়িক ও আধুনিক এবং এর ফিচারসমূহ চমৎকার। এটি ব্যবহার করাও অনেক সহজ। বিভিন্ন ধরনের ওয়েব ডেভেলপমেন্টের জন্য এইচটিএমএল এবং সিএসএসের ক্ষেত্রে কমপক্ষে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। উল্লেখ্য, শুরুর দিকে এই সফ্টওয়্যারটি বিশ্বজুড়ে অগণিত আইটি পেশাদারদের কাছে অস্বীকৃতি পেয়েছিল এবং নেতিবাচক সমালোচনার মুখোমুখি হয়েছিল। অ্যাডোবি ড্রিমউইভার লাইভ ভিউ হিসেবেও পরিচিত। ভিজ্যুয়াল কোড সম্পাদনার মাধ্যমে সিনট্যাক্স হাইলাইট, কোড কমপ্লিটেশন প্রভৃতি কাজে সহায়তা করে। সাইটের ব্যবস্থাপনা টুলস একটি অ্যারের সাথে মিলিত, ড্রিমওয়েভার তার ব্যবহারকারীদের ওয়েবসাইট ডিজাইন, কোড এবং ওয়েবসাইট পরিচালনার পাশাপাশি মোবাইল সামগ্রীও পরিচালনা করে থাকে। বর্তমানে ড্রিমওয়েভার একটি বহুমুখী ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট টুল হিসেবে অবস্থান করছে যা কোডিংয়ে ওয়েব সংক্রান্ত সকল বিষয়বস্তু ভিজ্যুয়ালেশন করতে সক্ষম।
অন্যান্য এইচটিএমএল এডিটরের মত, ড্রিমওয়েভারও ফাইলকে স্থানীয়ভাবে সম্পাদনা করে তা এফটিপি, এসইটিপি, অথবা ওয়েবডিএভি ব্যবহার করে দূরবর্তী ওয়েব সার্ভারে আপলোড করে। ড্রিমওয়েভারের সিএস৪ সংস্করণ বর্তমানে সাবভার্সন (এসভিএন) নিয়ন্ত্রণ সিস্টেম সমর্থন করে।৫ম সংস্করণ থেকে ড্রিমওয়েভার নিম্নোক্ত ভাষার জন্য সিনট্যাক্স হাইলাইট সমর্থন করে:
- অ্যাকশন স্ক্রিপ্ট
- অ্যাকটিভ সার্ভার পেইজ (এএসপি)
- সি#
- ক্যাসেডিং স্টাইল শিট (সিএসএস)
- কোল্ডফিউশন
- ইডিএমএল
- এক্সটেনসিবল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (এক্সএইচটিএমএল)
- এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ (এক্সএমএল)
- এক্সটেনসিবল স্টাইলশিট ল্যাঙ্গুয়েজ ট্রান্সফরমেশন (এক্সএসএলটি)
- হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (এইচটিএমএল)
- জাভা
- জাভাস্ক্রিপ্ট
- পিএইচপি
- ভিজ্যুয়াল বেসিক (ভিবি)
- ভিজ্যুয়াল বেসিক স্ক্রিপ্ট এডিশন (ভিবিস্ক্রিপ্ট)
- ওয়্যারলেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ (ডব্লিউএমএল)
সিএস৫ সংস্করণে এএসপি.নেট এবং জাভা সার্ভারের সমর্থন বাদ দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা তাদের নিজস্ব ভাষায় সিনট্যাক্স হাইলাইট যোগ করতে পারেন যাতে এসব জটিল কোডসমূহ নিজস্ব ভাষায় বুঝতে সক্ষম হয়।
আন্তর্জাতিকীকরণ এবং স্থানীয়করণ
[সম্পাদনা]ভাষা প্রাপ্যতা
[সম্পাদনা]অ্যাডোবি সিএস৬ নিম্নোক্ত ভাষায় অনূদিত: ব্রাজিলীয় পর্তুগিজ, সরলীকৃত চীনা, ঐতিজ্যবাহী চীনা, চেক, ওলন্দাজ, ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানী, কোরীয় (শুধুমাত্র উইন্ডোজ), পোলিশ, রুশ, স্পেনীয়, সুইডিশ এবং তুর্কি।
আরবি এবং হিব্রু ভাষার জন্য নির্দিষ্ট বৈশিষ্ট্য
[সম্পাদনা]পুরোনো অ্যাডোবি ড্রিমউইভার সিএস৩ সংস্করণ মধ্য প্রাচ্যের বৈশিষ্ট্যসম্পন্ন যা কোড দর্শনের মধ্যে আরবি, ফার্সি, উর্দু বা হিব্রু পাঠ্য (ডান থেকে বামে লেখা) টাইপ করার অনুমতি দেয়। পাঠ সম্পূর্ণ মধ্যপ্রাচ্য (ডান থেকে বাম থেকে লেখা) কিনা বা ইংরেজি এবং মধ্যপ্রাচ্য পাঠ্য (বাম থেকে ডানদিকে এবং বামদিকে ডানদিকে লেখা) উভয়ই অন্তর্ভুক্ত কিনা তা যথাযথ প্রদর্শিত হয়।
সংস্করণ ইতিহাস
[সম্পাদনা]সংস্করণ
[সম্পাদনা]উন্নয়নকারী | মূল সংস্করণ | হালনাগাদ | মুক্তির তারিখ | টীকা |
---|---|---|---|---|
ম্যাক্রোমিডিয়া | ১.০ | ১.০ | ডিসেম্বর ১৯৯৭ | প্রথম সংস্করণ। শুধুমাত্র ম্যাক ওএসে। |
১.২ | মার্চ ১৯৯৮ | প্রথম উইন্ডোজ সংস্করণ | ||
২.০ | ২.০ | ডিসেম্বর ১৯৯৮ | ||
৩.০ | ৩.০ | ডিসেম্বর ১৯৯৯ | ||
আলট্রাডেভ ১.০ | জুন ২০০০ | |||
৪.০ | ৪?০ | ডিসেম্বর ২০০০ | ||
আলট্রাডেভ ৪.0 | ডিসেম্বর ২০০০ | |||
৬.০ | এমএক্স | ২৯ মে ২০০২ | ||
৭.০ | এমএক্স ২০০৪ | ১০ সেপ্টেম্বর ২০০৩ | ||
৮.০ | ৮.০ | ১৩ সেপ্টেম্বর ২০০৫ | ম্যাক্রোমিডিয়ার শেষ সংস্করণ। অ্যাডোবি সহ অন্তর্ভুক্ত সিএস২.৩।[৪] | |
অ্যাডোবি সিস্টেম | ৯.০ | সিএস৩ | ১৬ এপ্রিল ২০০৭ | অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুট কে অ্যাডোবি গোলাইভ এ প্রতিস্থাপন। |
১০.০ | সিএস৪ | ২৩ সেপ্টেম্বর ২০০৮ | ||
১১.০ | সিএস৫ | ১২ এপ্রিল ২০১০ | ||
১১.৫ | সিএস৫.৫ | ১২ এপ্রিল ২০১১ | এইচটিএমএল৫ সমর্থন করে। | |
১২.০ | সিএস৬ | ২১ এপ্রিল ২০১২ | একটি চিরস্থায়ী লাইসেন্স (চলমান পেমেন্ট ছাড়া ডাউনলোড করা যায়) সংস্করণ এবং ক্লাউড (সাবস্ক্রিপশন) সংস্করণ নতুন রূপে চালু হয়। | |
১৩.০ | ক্রিয়েটিভ ক্লাউড | ১৭ জুন ২০১৩ | এই সংস্করণে চিরস্থায়ী লাইসেন্স সিস্টেমটি বাদ দেওয়া হয়।[৫][৬][৭][৮][৯][১০][১১] | |
১৪.০ | সিসি ২০১৪ | ১৮ জুন ২০১৪ | ডিওএম ভিজ্যুয়ালাইজেশন টুল, লাইভ ভিউয়ে আপগ্রেড, সিএসএস ডিজাইনার আপগ্রেড ইত্যাদি যুক্ত হয়। | |
১৫.০ | সিসি ২০১৪.১ | ৬ অক্টোবর ২০১৪ | নকশা তথ্য এবং ফটোশপ (পিএসডি) ডকুমেন্টের ছবি দেখা, নতুন টেমপ্লেট, লাইভ ভিউ আপগ্রেড, ৬৪-বিট কাঠামোতে প্রসেসিং ক্ষমতা ইত্যাদি যুক্ত করা হয়। | |
১৬.০ | সিসি ২০১৫ | ১৬ জুন ২০১৫ | ভিজ্যুয়াল মিডিয়া ক্যোয়ারী বারের সাথে জাভাস্ক্রিপ্ট ডিজাইনের ক্ষমতা, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের সাথে সরাসরি ইন্টিগ্রেশন, মোবাইল ডিভাইসের সামগ্রীর পূর্বরূপ এবং পরিদর্শন করার ক্ষমতা এবং কোড এডিটর এর উন্নতিকরণ। | |
১৭.০ | সিসি ২০১৭ | ২ নভেম্বর ২০১৬ | অ্যাডোবি রিলিজ নোট - পুনরায় ডিজাইন করা কোড সম্পাদক, সিএসএসে প্রাক-প্রসেসর সমর্থন, ব্রাউজারের রিয়েল-টাইম প্রাকদর্শন, সম্পর্কিত কোড ফাইলের দ্রুত সম্পাদনা, ব্যবহারকারী ইন্টারফেসে পরিবর্তন। |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Dreamweaver system requirements"।. Retrieved on 2013-07-21.
- ↑ "Adobe Completes Acquisition of Macromedia" (পিডিএফ)। Press Releases (ইংরেজি ভাষায়)। Adobe, Inc.। ১৮ নভেম্বর ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১১।
- ↑ "Learn to build dynamic websites and web applications"। Dreamweaver Developer Center (ইংরেজি ভাষায়)। ৮ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১১।
- ↑ "New Adobe Acrobat 8 Professional Enhances Adobe Creative Suite 2.3" (ইংরেজি ভাষায়)। Adobe Systems। ১৮ সেপ্টেম্বর ২০০৬। ২৩ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৪।
Adobe Creative Suite 2.3 Premium also bundles Dreamweaver® 8
- ↑ Adobe's Subscription-Only CC Release Carries Obvious Upside But Big Risk | Forbes
- ↑ Adobe exec: Creative Cloud complainers will love us once they try us (interview), VentureBeat
- ↑ Adobe's Move to the Cloud Incites Anger and Other Top Comments, Mashable
- ↑ "Adobe Creative Cloud: Reactions, responses and reassurance | Macworld UK"। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭।
- ↑ Neil Bennett (15 May 2013) Analysis: The real reason Adobe ditched Creative Suite for Creative Cloud ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জুলাই ২০১৭ তারিখে, Retrieved on 2013-07-21, www.digitalartsonline.co.uk
- ↑ Adobe’s Creative Cloud Sparks Thunderous Revolt ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ জানুয়ারি ২০১৭ তারিখে, 25 May 2013, truth-out.org
- ↑ Some Artists Give Adobe's Cloud Switch a Critical Review আর্কাইভইজে আর্কাইভকৃত ১৬ জুন ২০১৩ তারিখে, Fox Business