বিষয়বস্তুতে চলুন

অলিম্পিকে ইউক্রেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলিম্পিক গেমসে ইউক্রেন

ইউক্রেনের জাতীয় পতাকা
আইওসি কোড  UKR
এনওসি ন্যাশনাল অলিম্পিক কমিটি অব ইউক্রেন
ওয়েবসাইটwww.noc-ukr.org (ইউক্রেনীয়) (ইংরেজি)
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
শীতকালীন গেমস
অন্যান্য সম্পর্কিত উপস্থিতি
 রুশ সাম্রাজ্য (১৯০০–১৯১২)
 অস্ট্রিয়া (১৯৮৬-১৯১২)
 হাঙ্গেরি (১৯৮৬–১৯১২)
 চেকোস্লোভাকিয়া (১৯২০–১৯৩৬)
 পোল্যান্ড (১৯২৪–১৯৩৬)
 রোমানিয়া (১৯২৪–১৯৩৬)
 সোভিয়েত ইউনিয়ন (১৯৫২–১৯৮৮)
 সমন্বিত দল (১৯২২)

ইউক্রেন স্বাধীন দেশ হিসাবে প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৯৪ সালে এবং তারপর থেকে প্রত্যেক গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। ওকসানা বাইউল হলেন প্রথম স্বর্ণ পদক বিজয়ী ইউক্রেনীয় ক্রীড়াবিদ।

স্বাধীনতার পূর্বে ইউক্রেন, ১৯০০-১৯১২ গেমস রুশ সাম্রাজ্যের অধীন, ১৯৫২-১৯৮৮ গেমস সোভিয়েত ইউনয়নের অধীন এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ গেমসে সমন্বিত দলের অধীনে অলিম্পিক গেমসে প্রতিনিধিত্ব করেছে। তাতিয়ানা গুতসু হলেন ১৯৯২ সমন্বিত দলের সবচেয়ে সেরা ক্রীড়াবিদ।

ইউক্রেনীয় ক্রীড়াবিদগণ গ্রীষ্মকালীন অলিম্পিকে ১১৫ টি পদক এবং শীতকালীন অলিম্পিকে ৭ টি পদক জিতেছে। সবচেয়ে বেশি পদক জিতেছে গ্রীষ্মকালীন জিমন্যাস্টিকসে এবং শীতকালীন বায়াথলনে। ইউক্রেন শীর্ষ পদক অর্জনকারী দেশসমূহের মধ্যে একটি।

ন্যাশনাল অলিম্পিক কমিটি অব ইউক্রেন ১৯৯০ সালে গঠিত হলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির স্বীকৃতি পায় ১৯৯৩ সালে।

পদক তালিকা

[সম্পাদনা]