বিষয়বস্তুতে চলুন

অন্দের্শ ইয়োনাস অংস্ট্রেম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অন্দের্শ ইয়োনাস অংস্ট্রের্ম
অন্দের্শ ইয়োনাস অংস্ট্রের্ম
জন্ম(১৮১৪-০৮-১৩)১৩ আগস্ট ১৮১৪
মৃত্যু২১ জুন ১৮৭৪(1874-06-21) (বয়স ৫৯)
উপসালা, সুইডেন
জাতীয়তাসুইডেন
নাগরিকত্বসুয়েডীয়
মাতৃশিক্ষায়তনউপসালা বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণবর্ণালীবীক্ষণ
পুরস্কাররুমফোর্ড পদক (১৮৭২)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থ বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা

অন্দের্শ ইয়োনাস অংস্ট্রেম (আগস্ট ১৩, ১৮১৪ – জুন ২১, ১৮৭৪) একজন সুয়েডীয় পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ। তিনি বর্ণালীবীক্ষণের জনকদের একজন।[]

জীবনী

[সম্পাদনা]

অন্দের্শ ১৮১৪ সালের ১৩ আগস্ট মেডেলপ্যাড, সুইডেন এ জন্মগ্রহণ করেন। তার পিতা ইয়োহান অংস্ট্রেম। অন্দের্শ হার্নোসান্ডে পড়াশুনা করেন। ১৮৩৩ সালে তিনি উপসালায় চলে যান এবং সেখানে উপসালা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৮৩৯ সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ডসেন্ট হন। ১৮৪২ সালে ব্যবহারিক জ্যোতির্বিদ্যার অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি স্টকহোম মানমন্দির এ যান। পরের বছর তিনি উপসালা জ্যোতির্বিদ্যা মানমন্দির এ তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ লাভ করেন।[]

তিনি রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমি (১৮৫০), রয়েল সোসাইটি (১৮৭০), এবং ফরাসি ইনস্টিটিউট (১৮৭৩) এর নির্বাচিত সদস্য।

তার পুত্র নুট অংস্ট্রেমও (১৮৫৭-১৯১০) একজন পদার্থবিদ।

তিনি ১৮৭৪ সালের ২১ জুন উপসালায় মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Murdin, P. (November 2000)। "Angstrom". Encyclopedia of Astronomy and Astrophysics। Bibcode:2000eaa..bookE4594.. doi:10.1888/0333750888/4594।
  2. "The Ångström family"উপসালা বিশ্ববিদ্যালয়। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল, ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)