রিয়াজ খান
এই নিবন্ধের যাচাইযোগ্যতার জন্য অতিরিক্ত তথ্যসূত্র প্রয়োজন। |
রিয়াজ খান Riyaz Khan | |
---|---|
জন্ম | রিয়াজ আহমেদ খান ৯ সেপ্টেম্বর ১৯৭২ |
পেশা | চলচ্চিত্র অভিনেতা, বডিবিল্ডার |
কর্মজীবন | ১৯৯৩–বর্তমান |
উচ্চতা | ৫ ফুট ৭ ইঞ্চি |
দাম্পত্য সঙ্গী | উমা রিয়াজ খান (বি. ১৯৯২) |
সন্তান | শরিক হাসান, শামসাদ হাসান[১] |
পিতা-মাতা | রশিদ, রাশিদা বানু |
রিয়াজ খান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং বডিবিল্ডার যিনি প্রধানত মালয়ালম এবং তামিল সিনেমাতে কাজ করে থাকেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি তেলুগু ও কন্নাটা চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি একটি হিন্দি চলচ্চিত্র এবং ২টি বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি বলচন্দ্র মেনন পরিচালিত মালয়ালম চলচ্চিত্র সুঘাম সুঘকরামে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি তামিল ও তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন। কয়েক বছর পর, তিনি মালায়ালাম চলচ্চিত্রে শিল্পে ফিরে আসেন, তার সহ-তারকা ছিলেন মহনলাল। তিনি ইনশেপ হেলথ অ্যান্ড ফিটনেস নামের একটি চেন্নাই ভিত্তিক ফিটনেস স্টুডিওর ব্র্যান্ড এম্ব্যাসার হিসেবে কাজ করছেন।[২] তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে বদ্রি (২০০১), বাবা (২০০২), রমনা (২০০২), বলেত্তান (২০০৩), উইনার (২০০৩), রানওয়ে (২০০৪), পাওয়ার অফ উইমেনি (২০০৫) গজিনি (২০০২), থিরুপাঠি (২০০৬) এবং স্ট্যালিন (২০০৬)। বর্তমানে তিনি সান টিভিতে নন্দিনী ধারাবাহিকে অভিনয় করছেন।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]মালায়ালম
[সম্পাদনা]- ২ ডেইজ (২০১৮)
- নিমিশাম (২০১৮)
- মুনাম নিয়ামাম (২০১৮)
- চায়না দাদা (২০১৮)
- থানায়াথ্রা (২০১৬)
- পচাক্কালাম (২০১৬)
- টু কান্ট্রিজ (২০১৫) .... কিরণ
- ইথিনুমাপ্পুরাম (২০১৫)
তামিল
[সম্পাদনা]- ভাস্কর ওরু রাসকেল (২০১৮)
- ভিলায়াত্তু আরাম্বা (২০১৭)
- আগাম (২০১৬)
- সাগাসাম (২০১৬)
- থারকাপ্পু (২০১৬)
- মাস (২০১৫)
তেলুগু
[সম্পাদনা]- মধুরানাগারিলো (১৯৯১)
- নী মানাসু নাকু তেলুসু (২০০৩)
- দনগোডু (২০০৩)
- শিবা শংকর (২০০৪)
- নয়াকুডু (২০০৫)
- নায়ুডাম্মা (২০০৬)
- স্টালিন (২০০৬)
- রাজা বাবু (২০০৬)
- তুলাসি (২০০৭)
কন্নটা
[সম্পাদনা]- ভীরা কান্নাদিগা (২০০৩)
- নাম্মা বাসাভা (২০০৫)
- মোহিনি ৯৮৮৬৭৮৮৮৮৮ (২০০৬)
- মিলানা (২০০৭)
হিন্দি
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sivaram, Sravia (১৩ মে ২০১৬)। "Riyaz Khan's son all set to make debut"। Deccan Chronicle। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৬।
- ↑ Kallarakkal, Shezina (২৬ জুন ২০০৯)। "Inshape fitness studio gets a new look"। Chennaionline। ১৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৫।