সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড
এসএসসি গ্রাউন্ড, মৈতল্যান্ড প্লেস | |||
স্টেডিয়ামের তথ্যাবলি | |||
---|---|---|---|
অবস্থান | সিনামন গার্ডেন্স, কলম্বো | ||
দেশ | শ্রীলঙ্কা | ||
প্রতিষ্ঠা | ১৯৫২ | ||
ধারণক্ষমতা | ১০,০০০ | ||
স্বত্ত্বাধিকারী | সিংহলিজ স্পোর্টস ক্লাব | ||
ভাড়াটে | শ্রীলঙ্কা ক্রিকেট | ||
প্রান্তসমূহ | |||
টেনিস কোর্টস এন্ড সাউথ এন্ড | |||
আন্তর্জাতিক খেলার তথ্য | |||
প্রথম পুরুষ টেস্ট | ১৬ মার্চ ১৯৮৪: শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড | ||
সর্বশেষ পুরুষ টেস্ট | ৩০ জুন ২০১২: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান | ||
প্রথম পুরুষ ওডিআই | ১৩ ফেব্রুয়ারি ১৯৮২: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড | ||
সর্বশেষ পুরুষ ওডিআই | ৬ ফেব্রুয়ারি ২০১১: শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ | ||
ঘরোয়া দলের তথ্য | |||
| |||
২৬ জুলাই ২০১০ অনুযায়ী উৎস: ক্রিকইনফো |
সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড (সিংহলি: සිංහල ක්රිඩා සමාජ ක්රීඩාංගනය) শ্রীলঙ্কার সর্বাপেক্ষা জনপ্রিয় ক্রিকেট মাঠগুলোর একটিরূপে বিবেচিত।[১] এ মাঠেই শ্রীলঙ্কার প্রধান নিয়ন্ত্রণকারী সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেটের সদর দফতর অবস্থিত।[২] প্রায়শঃই এ মাঠটিকে শ্রীলঙ্কার লর্ড’স নামে পরিচিত। অধিকাংশ ঘরোয়া ক্রিকেটের ফাইনালসহ আন্তর্জাতিক ক্রিকেট খেলা এ মাঠে অনুষ্ঠিত হয়।[৩] ১৯৮৪ সালে সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টেস্টের মাধ্যমে এখানে টেস্ট খেলার সূচনা ঘটে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৮২ সালে সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক খেলার আয়োজন করা হয়।
ইতিহাস
[সম্পাদনা]১৮৯৯ সালে রয়্যাল কলেজ, এস. টমাস কলেজ এবং ওয়েজলি কলেজ নিয়ে গড়া সম্মিলিত বিদ্যালয় ক্রিকেট দল এক রানের ব্যবধানে কোল্টস ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। এরফলে সর্বদলীয় সিংহলিজ ক্লাব প্রতিষ্ঠিত হয় ও পরবর্তী সিংহলিজ স্পোর্টস ক্লাব নামে প্রতিষ্ঠা পায়। ক্লাবটি ভিক্টোরিয়া পার্কে বালুকাময় ও দারুচিনি গাছে ভরপুর স্থানে জমি লিজ নেয়।[৪] ১৯৫২ সালে ক্লাব কর্তৃপক্ষ ২০ একর জমি লিজ নেয় ও বর্তমান মৈতল্যান্ড প্লেসে স্থানান্তরিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মাঠটি মিত্রশক্তি বিমানঘাঁটিরূপে ব্যবহার করে।[৫] ১৯৫৬ সালে শীর্ষস্থানীয় নাইটক্লাবের স্বত্ত্বাধিকারী ডোনোভান আন্দ্রি’র ব্যবসায়িক চুক্তিতে মাঠের প্যাভিলিয়ন তৈরি করা হয়।[৪] ১৯৭০-এর মধ্যবর্তী সময়কালে বৃহদাকৃতির স্কোরবোর্ড ও সাইটস্ক্রিন নির্মাণ করা হয়। পরবর্তীকালে বর্তমান স্কোরবোর্ডটি নির্মিত হয়। গণমাধ্যম কেন্দ্র ও সম্প্রচার কক্ষসহ আধুনিক সুযোগ-সুবিধাদি এ স্টেডিয়ামে বিদ্যমান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Sinhalese Sports Club Ground (Maitland Place)"। cricket.yahoo.com। Yahoo Cricket। ২০১১-১০-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-২৩।
- ↑ "Sinhalese Sports Club"। www.cricinfo.com। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-২৩।
- ↑ "Sinhalese Sports Club Ground"। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ Kumar Sangakkara (৩ আগস্ট ২০০৩)। "Sri Lanka cricket – serious winning business!"। Sunday Observer। ২০১১-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-২৩।
- ↑ Andrew, McGlashan। "Profile"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]