তরফদার
অবয়ব
পশ্চিম, মধ্য, দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকার সাম্রাজ্যিক, রাজকীয় ও অভিজাত পদমর্যাদা |
---|
একটি ধারাবাহিকের অংশ |
|
তরফদার (ফার্সি: طرف دار) আরবি এবং ফার্সি শব্দদ্বয়ের মিশ্রণ (طرف “তরফ” আরবি এবং دار “দার” ফার্সি শব্দ)। ফার্সি ভাষায় তরফদার অর্থ তরফের কর্তা।[১][২] সুলতানি, মোগল আমল এবং ব্রিটিশ আমলে জমিদারির আয়ত্বাধীন পরগনার অংশ বিশেষ ভূখণ্ডকে তরফ বলা হতো আর তরফের ভূস্বামীকে বলা হতো তরফদার। তরফদার বাংলাদেশ, ভারতে মুসলিম এবং হিন্দুদের পদবি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।