তারা সুতারিয়া
তারা সুতারিয়া (জন্ম: ১৯ নভেম্বর ১৯৯৫) হলেন একজন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা। ২০১০ ডিজনি ইন্ডিয়ার বিগ বাড়া বুম এর মাধ্যমে তিনি মিডিয়া জগতে যাত্রা শুরু করেন। এরপর ,তিনি ঐ চ্যানেলেই দ্য স্যুট লাইফ অব করণ অ্যান্ড কবির ও ওয়ে জ্যাসি শিরোনামের ধারাবাহিকে অভিনয় করেন। ২০১৯ সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ এ অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে।
তারা সুতারিয়া | |
---|---|
জন্ম | ১৯ নভেম্বর ১৯৯৫ |
পেশা |
|
কর্মজীবন | ২০১০-বর্তমান |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাতারা সুতারিয়া জন্মেছিলেন ১৯৯৫ সালের ১৯ নভেম্বরে।[১] পিয়া নামের তার এক জমজ বোন আছে। তারা দুজনেই যুক্তরাজ্য থেকে ক্ল্যাসিকাল ব্যালে, আধুনিক নৃত্য ও ল্যাটিন আমেরিকার নৃত্য শিখেছিলেন। সাত বছর বয়সে তিনি পেশাদার গায়িকা হিসেবে যাত্রা শুরু করেছিলেন এবং অপেরা ও সঙ্গীত প্রতিযোগিতায় তখন থেকে গান গাওয়া শুরু করেন।[২][৩] তিনি সেন্ট অ্যান্ড্রুজ কলেজ অব আর্টস, সাইন্স অ্যান্ড কমার্স থেকে গণমাধ্যম বিষয়ের উপর স্নাতক ডিগ্রি লাভ করেন[৪]
কর্মজীবন
সম্পাদনাতারা সুতারিয়া ডিজনি চ্যানেল ইন্ডিয়ায় ভিডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করেন। এছাড়াও তিনি ভারত ও ভারতের বাইরের চলচ্চিত্র ও বিজ্ঞাপনের জন্য গান গাইতে থাকেন। তার গাওয়া 'স্লিপিন' থ্রো মাই ফিঙ্গার' ব্লেম ইট অন ইয়াশরাজ শিরোনামের একটি মঞ্চনাটকে ব্যবহৃত হয়। তিনি রাঈল পদমসীর মঞ্চনাটক গ্রিজ এ মুখ্য অভিনয় অভিনয় করা ছাড়াও লন্ডন, টোকিও, মুম্বাই ও লাভাসায় কনসার্টে গান গেয়েছেন। তিনি লুইজ ব্যাঙ্কস, মিকি ম্যাকক্লিয়ারির মত শিল্পীদের সাথে একই কনসার্টে গান গেয়েছেন। তিনি ২০০৮ সালে 'পোগো অ্যামাজিং কিডস অ্যাওয়ার্ড' এ সেরা সাত প্রতিযোগীর একজন ছিলেন।
২০১৮ সালের ১১ এপ্রিল স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ (২০১৯) এর মাধ্যমে তার চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরুর খবর প্রকাশিত হয়।[৫] ২০১৯ সালে তার অভিনীত আরেকটি চলচ্চিত্র মারজাভান মুক্তি পেয়েছে।[৬]
চলচ্চিত্র তালিকা
সম্পাদনাটেলিভিশন
সম্পাদনাবছর | অনুষ্ঠান | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১০ | বিগ বাড়া বুম | নিজ ভূমিকায় | ভিডিও জকি |
২০১১ | এন্টারটেইনমেন্ট কে লিয়ে লঞ্চ ভি কারেগা | ||
২০১২ | বেস্ট অব লাক নিকি | নিনা/টিনা | অতিথি চরিত্র |
দ্য স্যুট লাইফ অব করণ অ্যান্ড কবির | ভিনিতা "ভিনি" মিশ্রা | ||
২০১৩ | ওয়ে জ্যাসি | জাসপ্রীত "জ্যাসি" সিং | |
শেক ইট আপ | নিজ ভূমিকায় | অতিথি চরিত্র |
চলচ্চিত্র
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য | সূত্র |
---|---|---|---|---|
২০১৯ | স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ | মিয়া | পার্শ্ব অভিনেত্রী | |
মারজাভান | জয়া | |||
২০২২ | হিরোপন্তি ২ | ইনায়া |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Kriti Sonali (১৯ নভেম্বর ২০১৮)। "Inside photos from SOTY 2 star Tara Sutaria's birthday bash"। Indian Express। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ Pratibha Devasenapathy (২৪ মে ২০১৮)। "Here are some facts about 'Student of the Year 4' debutante Tara Sutaria"। The Times of India। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯।
- ↑ "Who is Tara Sutaria?"। The Indian Express। ১১ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯।
- ↑ Chatterjee, Arundhati (৮ সেপ্টেম্বর ২০১৩)। "The balancing act"। Hindustan Times। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯।
- ↑ "'Student of the Year 2': Welcome the first two students–Tiger Shroff and Tara Sutaria"। The Times of India। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮।
- ↑ "Marjavaan: Tara Sutaria to romance Sidharth Malhotra in Milap Zaveri's next"। India Today। ৩১ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে তারা সুতারিয়া (ইংরেজি)