জেনা রোলান্ডস

মার্কিন অভিনেত্রী

ভার্জিনিয়া ক্যাথরিন "জেনা" রোলান্ডস (ইংরেজি: Virginia Cathryn "Gena" Rowlands; ১৯ জুন ১৯৩০ - ১৪ আগস্ট ২০২৪) হলেন একজন মার্কিন অভিনেত্রী। ছয় দশক জুড়ে তার অভিনয় জীবনে তিনি চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করেছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি একটি একাডেমি সম্মানসূচক পুরস্কার,[] চারটি এমি পুরস্কার ও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন।

জেনা রোলান্ডস
Gena Rowlands
২০০৬ সালে কান চলচ্চিত্র উৎসব-এ রোলান্ডস
জন্ম
ভার্জিনিয়া ক্যাথরিন রোলান্ডস

(১৯৩০-০৬-১৯)১৯ জুন ১৯৩০
মৃত্যু১৪ আগস্ট ২০২৪(2024-08-14) (বয়স ৯৪)
ইন্ডিয়ান ওয়েলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনআমেরিকান অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টস
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৫৪-বর্তমান
দাম্পত্য সঙ্গীজন ক্যাসাভেটিজ (বি. ১৯৫৪; মৃ. ১৯৮৯)
রবার্ট ফরেস্ট (বি. ২০১২)
সন্তাননিক ক্যাসাভেটিজ (পুত্র)
আলেকসান্দ্রা ক্যাসাভেটিজ (কন্যা)
জো ক্যাসাভেটিজ (কন্যা)
পিতা-মাতাএডউইন মারভিন রোলান্ডস (পিতা)
লেডি রোলান্ডস (মাতা)

রোলান্ডস তার প্রয়াত স্বামী জন ক্যাসাভেটিজ পরিচালিত ১০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল আ ওম্যান আন্ডার দি ইনফ্লুয়েন্স (১৯৭৪) ও গ্লোরিয়া (১৯৮০), যার জন্য তিনি দুবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন, এবং ওপেনিং নাইট (১৯৭৭), যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে রৌপ্য ভল্লুক অর্জন করেন। এছাড়া তিনি উডি অ্যালেনের অ্যানাদার ওম্যান (১৯৮৮), ও তার পুত্র নিক ক্যাসাভেটিজের দ্য নোটবুক (২০০৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত। ২০২১ সালে দ্য নিউ ইয়র্কার-এর রিচার্ড ব্রডি বলেন, "গত অর্ধ শতাব্দীর অধিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক চলচ্চিত্র অভিনয়শিল্পী হলেন জেনা রোলান্ডস।"[]

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

রোলান্ডস ১৯৩০ সালের ১৯শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরে জন্মগ্রহণ করেন।[] তার পিতা এডউইন মারভিন রোলান্ডস ছিলেন একজন ব্যাংকার ও সরকারি নীতিনির্ধারক।[] তিনি উইসকনসিন প্রগ্রেসিভ পার্টির সদস্য ছিলেন। তিনি ওয়েলসীয় বংশোদ্ভূত। তার মাতা ম্যারি অ্যালেন (নিল) একজন গৃহিণী ছিলেন, তিনি পরবর্তীতে লেডি রোলান্ডস নামে মঞ্চে অভিনয় করতেন।[][] জেনার এক ভাই ছিল, তার নাম ডেভিড রোলান্ডস।

কর্মজীবন

সম্পাদনা
 
১৯৫৯ সালে লারামি টিভি ধারাবাহিকে রোলান্ডস

১৯৫০-এর দশকের শুরুর দিকে রোলান্ডস রিপার্টরি থিয়েটার কোম্পানিগুলোর সাথে ও প্রোভিন্সটাউন প্লেহাউজে কাজ করতেন। দ্য সেভেন ইয়ার ইচ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক ঘটে।[] ১৯৫৬ সালে তিনি ব্রডওয়ে মঞ্চে মিডল অব দ্য নাইট নাটকে এডওয়ার্ড জি. রবিনসনের বিপরীতে অভিনয় করেন।[]

রোলান্ডস ১৯৬৩ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত দুই দশকে তার স্বামী জন ক্যাসাভেটিজ পরিচালিত ১০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেগুলো হল আ চাইল্ড ইজ ওয়েটিং (১৯৬৩), ফেসেস (১৯৬৮), মেশিন গান ম্যাকেইন (১৯৬৯), মিনি অ্যান্ড মস্কোভিট্‌জ (১৯৭১), আ ওম্যান আন্ডার দি ইনফ্লুয়েন্স (১৯৭৪), টু-মিনিট ওয়ার্নিং (১৯৭৬), ওপেনিং নাইট (১৯৭৭), গ্লোরিয়া (১৯৮০), টেমপেস্ট (১৯৮২) ও লাভ স্ট্রিমস (১৯৮৪)।[] তিনি আ ওম্যান আন্ডার দি ইনফ্লুয়েন্সগ্লোরিয়া চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন, এবং ওপেনিং নাইট চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে রৌপ্য ভল্লুক অর্জন করেন।

১৯৮৮ সালে রোল্যান্ডস উডি অ্যালেনের নাট্যধর্মী চলচ্চিত্র অ্যানাদার ওম্যান-এ অভিনয় করেন। তিনি ম্যারিয়ন পোস্ট চরিত্রে নামে একজন মধ্যবয়সী অধ্যাপক চরিত্রে অভিনয় করেন, যিনি অন্য একজন নারী (মিয়া ফ্যারো) থেরাপি সেশন শুনে নিজেকে আবিষ্কারের জন্য অনুপ্রাণিত হন। টাইম আউট-এর পর্যালোচনা চরিত্রটির গতিপথ বর্ণনা করতে গিয়ে লিখেছে: "ম্যারিয়ন চিন্তা করতে শুরু করে, এবং তার নিজের জীবন এবং বিবাহ সম্পর্কে অনেক অনুমান মূলত ভিত্তিহীন তা বুঝতে পেরে হতবাক হয়ে যায়: নিয়ন্ত্রিত অস্তিত্বের জন্য তার আকাঙ্ক্ষায়, তিনি তার ঘনিষ্ঠ বন্ধু (স্যান্ডি ডেনিস), ভাই (হ্যারিস ইউলিন) এবং স্বামীর (ইয়ান হোম) সাথে সম্পর্ক নিয়ে আবেগতাড়িত সত্যকে এড়িয়ে গেছেন।" টাইম আউট চলচ্চিত্রটির "অসাধারণ" অভিনয়ের প্রশংসা করে যোগ করে বলেন এই চরিত্রের জন্য রোল্যান্ডসের নিখুঁত অভিনয় অত্যাশ্চর্য।[১০] ফিল্ম৪ তার অভিনয়কে "উৎকৃষ্ট" বলে অভিহিত করে।[১১] রজার ইবার্ট মন্তব্য করেন যে ক্যাসাভেটিজের সাথে তার অন্যান্য কাজগুলো থেকে এই কাজের নির্মাণে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়, যার ফলে বলা যায় "একজন অভিনেত্রী রোল্যান্ডস সব সময় কতটা ভালো ছিলেন।"[১২]

তিনি ২০০৪ সালে তার পুত্র নিক ক্যাসাভেটিজের পরিচালনায় প্রণয়ধর্মী দ্য নোটবুক চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর তিনি দি ইনক্রেডিবল মিসেস রিচি-এ মিসেস ইভলিন রিচি চরিত্রে অভিনয় করে ডেটাইম এমি পুরস্কার অর্জন করেন।[১৩]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

রোলান্ডস ১৯৫৪ সালের ৯ই এপ্রিল চলচ্চিত্র পরিচালক জন ক্যাসাভেটিজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১৪][১৫] তারা কার্নেগি হলের আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টের শিক্ষার্থী থাকাকালীন কার্নেগি হলে একে অপরের সাথে পরিচিত হন। তাদের তিন সন্তান ছিল, তারা হলেন নিক ক্যাসাভেটিজ, আলেকজান্ড্রা ক্যাসাভেটিজজো ক্যাসাভেটিজ। জন ক্যাসাভেটিজ ১৯৮৯ সালের ৩রা ফেব্রুয়ারি মারা যান। পরবর্তীতে ২০১২ সালে রোলান্ডস ব্যবসায়ী রবার্ট ফরেস্টকে বিয়ে করেন।[১৬]

রোলান্ডস বলেন তিনি ছোটবেলা থেকে অভিনেত্রী বেটি ডেভিসের ভক্ত ছিলেন। তিনি ১৯৭৯ সালের টিভি চলচ্চিত্র স্ট্রেঞ্জার্স: দ্য স্টোরি অব আ মাদার অ্যান্ড ডটার-এ ডেভিসের সাথে তার কন্যার চরিত্রে অভিনয় করেন।[১৭]

স্বাস্থ্য ও মৃত্যু

সম্পাদনা

২০২৪ সালের ২৪শে জুন রোলান্ডসের পুত্র নিক ক্যাসাভেটিজ জানান তার মাতা বিগত পাঁচ বছর ধরে আলৎসহাইমারের রোগে ভুগছেন।[১৮] রোলান্ডস ২০২৪ সালের ১৪ই আগস্ট ৯৪ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে তার নিজ বাড়িতে আলৎসহাইমারের রোগের জটিলতায় মৃত্যুবরণ করেন।[১৯]

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা

একাডেমি পুরস্কার

বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল
১৯৭৪ শ্রেষ্ঠ অভিনেত্রী আ ওম্যান আন্ডার দি ইনফ্লুয়েন্স মনোনীত
১৯৮০ গ্লোরিয়া মনোনীত
২০১৫ সম্মানসূচক একাডেমি পুরস্কার বিজয়ী

গোল্ডেন গ্লোব পুরস্কার

বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল
১৯৭৪ নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী আ ওম্যান আন্ডার দি ইনফ্লুয়েন্স বিজয়ী
১৯৭৭ ওপেনিং নাইট মনোনীত
১৯৮০ গ্লোরিয়া মনোনীত
১৯৮৩ সীমিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী থার্সডে'স চাইল্ড মনোনীত
১৯৮৫ অ্যান আর্লি ফ্রস্ট মনোনীত
১৯৮৭ দ্য বেটি ফোর্ড স্টোরি বিজয়ী
১৯৯২ টেলিভিশনে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ক্রেজি ইন লাভ মনোনীত
২০০২ হিস্টেরিক্যাল ব্লাইন্ডনেস মনোনীত

প্রাইমটাইম এমি পুরস্কার

বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল
১৯৮৬ সীমিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেত্রী অ্যান আর্লি ফ্রস্ট মনোনীত
১৯৮৭ দ্য বেটি ফোর্ড স্টোরি বিজয়ী
১৯৯২ ফেস অব আ স্ট্রেঞ্জার বিজয়ী
২০০০ দ্য কালার অব লাভ: জেসি'স স্টোরি মনোনীত
২০০২ ওয়াইল্ড আইরিস মনোনীত
২০০৩ সীমিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেত্রী হিস্টেরিক্যাল ব্লাইন্ডনেস বিজয়ী
২০০৭ সীমিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেত্রী হোয়াট ইফ গড ওয়্যার দ্য সান? মনোনীত
২০০৯ হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী মঙ্ক মনোনীত

তথ্যসূত্র

সম্পাদনা
  1. গ্রে, টিম (২৭ আগস্ট ২০১৫)। "Gena Rowlands, Spike Lee, Debbie Reynolds to Receive Governors Awards Oscars"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৮ 
  2. ব্রডি, রিচার্ড (৬ মার্চ ২০২১)। "The Best Movie Performances of the Century So Far"দ্য নিউ ইয়র্কার। মার্চ ৬, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  3. Dane County Register of Deeds, Madison, Wisconsin.
  4. Assembly, 1927–1935; Senate, 1935–1939. Members of the Wisconsin Legislature 1848–1999, Informational Bulletin 99-1, Wisconsin Legislative Reference Bureau, 1999.
  5. U.S. Census, April 1, 1930, state of Wisconsin, county of Columbia, village of Cambria, enumeration district 3, page 4-B, family 130
  6. "Gena Rowlands Biography (1930?-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৮ 
  7. কেনেডি, মার্ক (১৫ আগস্ট ২০২৪)। "The Notebook star Gena Rowlands dies at 94"আইরিশ এক্‌জামিনার। আগস্ট ১৬, ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  8. রোশলিন, মার্জি (৩ নভেম্বর ১৯৯৬)। "Now It's a Son Letting Gena Rowlands Shine"দ্য নিউ ইয়র্ক টাইমস। আগস্ট ১৫, ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  9. "Gena Rowlands, a miraculous actress ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত জুলাই ২৪, ২০২০ তারিখে"
  10. "Another Woman"টাইম আউট। আগস্ট ১৩, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  11. "Another Woman"। ফিল্ম৪। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  12. ইবার্ট, রজার (১৮ নভেম্বর ১৯৮৮)। "Another Woman"শিকাগো সান-টাইমস। অক্টোবর ২০, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  13. গেটস, আনিটা (১৫ আগস্ট ২০২৪)। "Gena Rowlands, Actress Who Brought Raw Drama to Her Roles, Dies at 94"দ্য নিউ ইয়র্ক টাইমস। আগস্ট ১৫, ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  14. পিয়ার্স, ডিউক ড্যানিয়েল (১০ ডিসেম্বর ২০১২)। "John Cassavetes: Hollywood Rebel"দি অ্যাকাডেমি পেজ (ইংরেজি ভাষায়)। আগস্ট ১৫, ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  15. "Marriage of Rowlands / Cassavetes"উইসকনসিন স্টেট জার্নাল। ৯ ফেব্রুয়ারি ১৯৫৪। পৃষ্ঠা ১৩। আগস্ট ১৬, ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  16. পালভার, অ্যান্ড্রু (১৫ আগস্ট ২০২৪)। "Gena Rowlands, star of A Woman Under the Influence and Gloria, dies at 94"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। আগস্ট ১৬, ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  17. "The Hollywood Reporter Interview with Gena Rowlands"। ২৯ মার্চ ২০১৫। আগস্ট ১৩, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  18. হাফ, লরেন (২৫ জুন ২০২৪)। "'The Notebook' star Gena Rowlands has Alzheimer's, according to her son Nick Cassavetes"এন্টারটেইনমেন্ট উইকলি (ইংরেজি ভাষায়)। জুন ২৫, ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 
  19. শুলজ, রিক (১৪ আগস্ট ২০২৪)। "Gena Rowlands, 'The Notebook' and 'A Woman Under the Influence' Star, Dies at 94"ভ্যারাইটি। আগস্ট ১৬, ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা