সাবরিনা স্যাব্রোক

লরেনা ফেবিয়ানা কলোটা, যিনি সাবরিনা স্যাব্রোক নামে পরিচিত, একজন আর্জেন্টিনীয় টেলিভিশন উপস্থাপিকা, রক গায়িকা, প্রাপ্তবয়স্ক মডেল, পর্নোগ্রাফিক অভিনেত্রী ও প্রযোজক।

সাবরিনা স্যাব্রোক
জন্ম
লরেনা ফেবিয়ানা কলোটা

(1976-03-04) ৪ মার্চ ১৯৭৬ (বয়স ৪৮)
ব্যুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা
দাম্পত্য সঙ্গীএরিক ফারজিয়াত (বিয়েঃ ২০০৮, তালাকঃ ২০১৩)
আলজান্দ্রো হার্নানদেজ (বিয়েঃ ২০১৬)
মডেলিং তথ্য
চুলের রঙস্বর্নকেশী
চোখের রঙHoney
ওয়েবসাইটwww.sabrinasabrok.com

১৯৭৬ সালের ৪ঠা মার্চ সাবরিনা স্যাব্রোক আর্জেন্টিনার রাজধানী ব্যুয়েন্স আয়ার্স এ জন্মগ্রহণ করেন। জন্মের পর তার নাম রাখা হয়েছিলো লরেনা ফেবিয়ানা কলোটা।

ডিস্কোগ্রাফি

সম্পাদনা
  1. এন্টি সোশ্যাল ইপি (২০০৯)
  2. জুগান্ডো কন সাংগ্রে (২০০৮)
  3. সাবরিনা ইপি (২০০৬)
  4. সোডোমাইজাডো এসতাস (২০০২)
  5. প্রিমেরাস ইম্প্রেসন্স ৪ (২০০১)
  6. প্রিমেরাস ইম্প্রেসন্স ৩ (১৯৯৯)
  7. প্রিমেরাস ইম্প্রেসন্স ২ (১৯৯৮)
  8. প্রিমেরাস ইম্প্রেসন্স ১ (১৯৯৭)[]

ক্যারিয়ার

সম্পাদনা

স্যাব্রোক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন। যেমনঃ মডেল হিসেবে লা হোরা পিকো এবং আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ ব্রাদার ভি আই পি এর মেক্সিকান সংস্করনে তিনি অংশগ্রহণ করেন। তিনি নিজেই টেলেহিট এ তার টেলিভিশন শো এর উপস্থাপনা করতেন, যার নাম ছিলো Sabrina, El Sexo en su Máxima Expresión, যা সংক্ষেপে সাবরিনা নামে পরিচিত ছিলো। ২০১৫ সালে তিনি 'Te lo hundo y te mojas' অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তার সাথে ছিলেন আন্দ্রিয়া রিংকন।

পরিবার

সম্পাদনা

সাবরিনা স্যাব্রোক ২০০৮ সালে এরিক ফারজিয়াতকে বিয়ে করেন। কিন্তু ২০১৩ সালে তার সাথে তালাক্ব হয়ে যায়। এরপর তিনি ২০১৬ সালে আবার বিয়ে করেন। তার দ্বিতীয় স্বামীর নাম আলজান্দ্রো হার্নানদেজ।

 
সাবরিনা স্যাব্রোক

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Music ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে.

বহিঃসংযোগ

সম্পাদনা