পাবনা-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
পাবনা-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি পাবনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৭০নং আসন।
পাবনা-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | পাবনা জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← পাবনা-২ পাবনা-৪ → |
সীমানা
সম্পাদনাপাবনা-৩ আসনটি পাবনা জেলার চাটমোহর উপজেলা এবং ভাঙ্গুড়া উপজেলা ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মকবুল হোসেন | ১,০০,৪৯৬ | ৮৭.৪ | +২৭.০ | |
স্বতন্ত্র | আবুল কালাম আজাদ | ১২,৬৭৩ | ১১.০ | প্র/না | |
গণতন্ত্রী পার্টি | মোঃ খাইরুল আলম | ১,৮১৯ | ১.৬ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৮৭,৮২৩ | ৭৬.৪ | +৫৪.৯ | ||
ভোটার উপস্থিতি | ১,১৪,৯৮৮ | ৩১.৯ | −৫৯.৩ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মকবুল হোসেন | ১,৭৮,৯৭৫ | ৬০.৪ | +১৩.০ | ||
বিএনপি | সাইফুল আজম | ১,১৫,১৯০ | ৩৮.৯ | -১৩.০ | ||
জাকের পার্টি | আসাদুজ্জামান | ১,৫৮০ | ০.৫ | প্র/না | ||
গণতন্ত্রী পার্টি | মোঃ খাইরুল আলম | ৩৪৩ | ০.১ | প্র/না | ||
বিজেপি | মীর নাদিম মোহাম্মদ ডাবলু | ১৫৪ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬৩,৭৮৪ | ২১.৫ | +১৭.০ | |||
ভোটার উপস্থিতি | ২,৯৬,২৪১ | ৯১.২ | +৭.০ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | কে এম আনোয়ারুল ইসলাম | ১,৩১,২৯৪ | ৫১.৯ | +১৩.৫ | ||
আওয়ামী লীগ | মকবুল হোসেন | ১,১৯,৭৯৪ | ৪৭.৪ | +১.৩ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আব্দুস সাত্তার | ১,৭২৭ | ০.৭ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৫০০ | ৪.৫ | −৩.১ | |||
ভোটার উপস্থিতি | ২,৫২,৮১৫ | ৮৪.২ | +০.৫ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোঃ ওয়াজি উদ্দিন খান | ৮৫,৬৪৪ | ৪৬.১ | +৭.৭ | ||
বিএনপি | কে এম আনোয়ারুল ইসলাম | ৭১,৪৩৫ | ৩৮.৪ | -১৬.১ | ||
জামায়াতে ইসলামী | মোঃ আফজাল হোসাইন | ১৪,৯৩৬ | ৮.০ | প্র/না | ||
জাতীয় পার্টি | সৈয়দ মোঃ আব্দুর রহিম | ১০,৭৫২ | ৫.৮ | +৪.১ | ||
ওয়ার্কার্স পার্টি | মোঃ কে এম আতাউর রহমান | ১,৪৬৯ | ০.৮ | প্র/না | ||
জাকের পার্টি | আসাদুজ্জামান | ৯৭৩ | ০.৫ | -১.৪ | ||
গণফোরাম | আব্দুস সাত্তার | ৬৬৫ | ০.৪ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,২০৯ | ৭.৬ | −৮.৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৫,৮৭৪ | ৮৩.৭ | +১৫.২ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | সাইফুল আজম | ৯১,৫৪০ | ৫৪.৫ | |||
আওয়ামী লীগ | মোঃ ওয়াজি উদ্দিন খান | ৬৪,৫২৩ | ৩৮.৪ | |||
ইসলামী ঐক্য জোট | মোঃ কোরবান আলী | ৫,০৬০ | ৩.০ | |||
জাকের পার্টি | আসাদুজ্জামান | ৩,১৮৫ | ১.৯ | |||
জাতীয় পার্টি | একেএম সামসুদ্দিন | ২,৯৩৩ | ১.৭ | |||
জাসদ (রব) | মোঃ শহিদুল্লাহ | ৩৬১ | ০.২ | |||
ন্যাপ (মুজাফফর) | মোঃ আবুল কাশেম ফজলুল হক | ১৯৫ | ০.১ | |||
বাকশাল | মোঃ শাহ্ আলম | ১৪৬ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৭,০১৭ | ১৬.১ | ||||
ভোটার উপস্থিতি | ১,৬৭,৯৪৩ | ৬৮.৫ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পাবনা-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Pabna-3"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২০ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে পাবনা-৩