সাগান তোসু
পূর্ণ নাম | সাগান তোসু ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | সাগান | ||
প্রতিষ্ঠিত | ১৯৯৭ | ||
মাঠ | একিমায় রিয়াল ইস্টেট স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ২৪,১৩০ | ||
সভাপতি | মিনোরু তাকেহারা | ||
ম্যানেজার | কম মিউং-হুই | ||
লিগ | জে১ লিগ | ||
২০২০ | ১৩তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
সাগান তোসু ফুটবল ক্লাব (ইংরেজি: Sagan Tosu, জাপানি: サガン鳥栖; সাধারণত সাগান তোসু নামে পরিচিত) হচ্ছে তোসু ভিত্তিক একটি জাপানি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জাপানের শীর্ষ স্তরের ফুটবল লিগ জে১ লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সাগান তোসু তাদের সকল হোম ম্যাচ তোসুর একিমায় রিয়াল ইস্টেট স্টেডিয়ামে আয়োজন করে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৪,১৩০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জাপানি সাবেক ফুটবল খেলোয়াড় কম মিউং-হুই এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মিনোরু তাকেহারা। জাপানি মধ্যমাঠের খেলোয়াড় কার্লোস এদুয়ার্দো বেন্দিনি গিউস্তি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[১][২]
ইয়োশিকি তাকাহাশি, ইয়োহেই তোয়োদা, কেই ইকেদা, ইয়োশিহিতো ফুজিতা এবং তাতসুনোরি আরাইয়ের মতো খেলোয়াড়গণ সাগান তোসুর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সাগান তোসু"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১।
- ↑ "Top Team Player"। Sagan Tosu। সংগ্রহের তারিখ এপ্রিল ১০, ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)