কাজী
অবয়ব
(Qadi থেকে পুনর্নির্দেশিত)
উসুলে ফিকহ |
---|
ফিকহ |
আহকাম |
ধর্মতত্ত্বীয় উপাধি |
|
কাজী বা কাদি (আরবি: قاضي qāḍī বহুবচনে قضاة) হলো একটি আরবি শব্দ। শব্দটি قضى "বিচার করা" ক্রিয়া হতে উদ্ভূত হয়েছে। আরবি ভাষায় কাজি অর্থ বিচারক। ইসলামের প্রারম্ভিক যুগে কাজির বিচার কুরআন, হাদিস কিংবা ইজমার ভিত্তিতে হত। কাজী বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানদের পদবি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
কাজী পদবি যুক্ত বিখ্যাত ব্যক্তি
[সম্পাদনা]- কাজী নজরুল ইসলাম
- কাজী গোলাম মাহবুব
- কাজী মোতাহার হোসেন
- কাজী আনোয়ার হোসেন
- কাজী আবদুল ওদুদ
- কাজি আজিজুল হক
- কাজি হাসমত আলী
- কাজী দেলোয়ার হোসেন চৌধুরী
- কাজী সালাউদ্দিন
- কাজী মোহাম্মদ নাদের হোসাইন সাগর