বিষয়বস্তুতে চলুন

সুদানের জাতীয় সঙ্গীত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Nahnu Jund Allah Jund Al-watan থেকে পুনর্নির্দেশিত)
নাহ্বনু জুন্দুল্লাহ জুন্দুল ওয়াতান

 সুদানের জাতীয় সঙ্গীত
কথাসাইদ আহমদ মুহাম্মদ সালিহ্
সঙ্গীতআহমদ মুরজান
গ্রহণকাল১৯৫৬ সাল
অডিও নমুনা
নাহ্‌নু জুনদ আল্লাহ জুনদ আল-ওয়াতান

সুদানের জাতীয় সঙ্গীত শুরু হয়েছে নাহ্বনু জুন্দুল্লাহ জুন্দুল ওয়াতান (আরবি: نحن جند الله جند الوطن) এই পঙক্তি দিয়ে। এর অর্থ “মোরা আল্লাহর সেনাদল, দেশের সেনাদল”।যুক্তরাজ্য এবং মিশরের ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে ১৯৫৬ সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর সুদান এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে। এই গানটির রচয়িতা সাইদ আহমদ মুহাম্মদ সালিহ্‌ এবং সুর দিয়েছেন আহমদ মুরজান[]

গানের কথা

[সম্পাদনা]
গানের কথা আরবি ভাষায় উচ্চারণ বাংলা অনুবাদ
স্তবক

نحن جند الله جند الوطن *** إن دعا داعي الفداء لم نخــن

نتحدى الموت عند المحن *** نشترى المجد بأغلى ثمن

هذه الأرض لنا فليعش *** سوداننا علماً بين الأمم

يابني السودان هذا رمزكم *** يحمل العبء ويحمى أرضكم

شعار شعب السودان الأبي رمز العزة والكرامة

"নাহ্বনু জুন্দুল্লাহ জুন্দুল ওয়াতান, ইন দা'আ দা'ইল ফিদা লাম নাখুন,
নাতাহ্বাদ্দাল মাউত 'ইন্দাল মিহ্বান, নাশ্তারিল মাজদ বিআগলা থামান,
হাযিহিল আরদ্ব লানা, ফালায়া'ঈশ সূদানুনা, 'আলামান বাইনাল উমাম
য়া বানিস্সূদান, হাযা রামযুকুম, য়াহ্বমাল ইল'উবা, ওয়া য়াহ্বমী আরদ্বাকুম"

মোরা আল্লার সিপাহী, ওয়াতনের সিপাহী, ত্যাগ করার আহ্বান আসলে, মোরা কভু ব্যর্থ হই নি।
তকলিফের সম​য় মোরা মউতকে মোকাবিলা করি, মোরা বুলন্দ দামের গৌরব খরীদ করি। এই জমীন আমাদেরই সুদান জিন্দাবাদ, তামাম মুলুকদের মাঝে একটা ইমারত। হে সুদানের আওলাদ, এটাই তোমাদের নিশান, কষ্টের বহন ও জমীনের হেফাজত​।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]