মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব
একদিনের ম্যাচ নাম | মিডলসেক্স | |||
---|---|---|---|---|
কর্মীবৃন্দ | ||||
অধিনায়ক | এফসি/এলএ: পিটার হ্যান্ডসকম্ব টি২০: ইয়ন মর্গ্যান | |||
কোচ | স্টুয়ার্ট ল | |||
বিদেশি খেলোয়াড় | এফসি/এলএ: পিটার হ্যান্ডসকম্ব টি২০ মিচেল মার্শ মুজিব উর রহমান | |||
প্রধান নির্বাহী | রিচার্ড গোটলি | |||
দলের তথ্য | ||||
রং | প্রথম-শ্রেণী: সাদা শার্ট সাদা ট্রাউজার লিস্ট এ: হার্লেকুইন শার্ট নীল ট্রাউজার টি২০: গোলাপী শার্ট নীল ট্রাউজার | |||
প্রতিষ্ঠা | ১৮৬৪ | |||
স্বাগতিক মাঠ | লর্ডস | |||
ধারণক্ষমতা | ৩০,০০০ | |||
ইতিহাস | ||||
প্রথম শ্রেণী অভিষেক | সাসেক্স ১৮৬৪ সালে ক্যাটল মার্কেট গ্রাউন্ড, ইসলিংটন | |||
চ্যাম্পিয়নশীপ জয় | (১১) (যোগ যৌথভাবে ২বার) | |||
সানডে লীগ জয় | (১) | |||
বেনসন এন্ড হেজেস কাপ জয় | (২) | |||
ওয়ানডে কাপ জয় | (৪) | |||
টুয়েন্টি২০ কাপ জয় | (১) | |||
দাপ্তরিক ওয়েবসাইট | মিডলসেক্স সিসিসি.কম ১৩ এপ্রিল, ২০১৯ | |||
|
মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ইংল্যান্ড এবং ওয়েলসের ঘরোয়া কাঠামোয় পরিচালিত আঠারোটি প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেট ক্লাবগুলোর অন্যতম। মিডলসেক্সের ঐতিহাসিক কাউন্টির প্রতিনিধিত্বকারী দল এটি। ১৮৬৪ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। তবে, অষ্টাদশ শতাব্দীর সূচনাকাল থেকেই ক্লাবটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নিচ্ছে। এছাড়াও, ক্লাবটি সর্বদাই প্রথম-শ্রেণীর মর্যাদার আসন ধরে রেখেছে। ১৮৯০ সালে আনুষ্ঠানিকভাবে কাউন্টি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা শুরু হলে মিডলসেক্স এতে অংশ নেয়। এরপর থেকেই ইংল্যান্ডের অভ্যন্তরে অনুষ্ঠিত প্রতিটি শীর্ষ পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে।[১]
অতিথি দলগুলোর বিপক্ষে আয়োজিত নিজেদের অধিকাংশ খেলাই মেরিলেবোন ক্রিকেট ক্লাবের নিয়ন্ত্রণাধীন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করছে। এছাড়াও, কিছু খেলা আক্সব্রিজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড ও রিচমন্ডের ওল্ড ডিয়ার পার্কে আয়োজন করে থাকে।
ইতিহাস
[সম্পাদনা]২০০৯ সালের পূর্ব-পর্যন্ত মিডলসেক্স ক্রুসেডার্স নামে সীমিত ওভারের খেলায় অংশ নেয়। পরবর্তীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত মিডলসেক্স প্যান্থার্স নামে পরিচিতি পেয়ে আসছে।[২] ২৪ অক্টোবর, ২০১৪ তারিখে এর প্রতিক্রিয়াস্বরূপ সকল স্তরের ক্রিকেটেই মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব নামে খেলার কথা ঘোষণা করে।[৩] সীমিত ওভারের খেলায় গাঢ় নীল ও গোলাপী রং ব্যবহার করছে। ২০০৭ সাল থেকে ব্রেকথ্রো ব্রেস্ট ক্যান্সার তহবিলে সহায়তার লক্ষ্যে টুয়েন্টি২০ খেলাগুলোয় বিলাশবহুল গোলাপী শার্ট পরিধান করে খেলতে নামে। র্যাডলেট ক্রিকেট ক্লাবের প্রকল্প হিসেবে ফিঞ্চলেভিত্তিক মিডলসেক্স একাডেমি নামীয় অভ্যন্তরীণ বিদ্যালয় রয়েছে।
মিডলসেক্স দলটি তেরোবার কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ে সক্ষমতা দেখিয়েছে। তন্মধ্যে, দুইবার যৌথভাবে লাভ করেছে। সাম্প্রতিককালে ২০১৬ সালে সর্বশেষ কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা পায়। সীমিত ওভারের ক্রিকেটে দুইবার বেনসন এন্ড হেজেস কাপ, চারবার ওয়ান-ডে ক্রিকেট শিরোপা, একবার ন্যাশনাল লীগ ও টুয়েন্টি২০ কাপ জয় করেছে। পাশাপাশি, প্রথম কাউন্টি ক্লাব হিসেবে স্ট্যানফোর্ড সুপার সিরিজ ও টুয়েন্টি২০ চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহণ করার গৌরব অর্জন করেছে।
সম্মাননা
[সম্পাদনা]- চ্যাম্পিয়ন কাউন্টি[৪] (১) – ১৮৬৬
- কাউন্টি চ্যাম্পিয়নশীপ (১১) – ১৯০৩, ১৯২০, ১৯২১, ১৯৪৭, ১৯৭৬, ১৯৮০, ১৯৮২, ১৯৮৫, ১৯৯০, ১৯৯৩, ২০১৬; যৌথভাবে (২) – ১৯৪৯, ১৯৭৭
- দ্বিতীয় বিভাগ (১) – ২০১১
- দ্বিতীয় বিভাগ (১) – ২০০৪
- টুয়েন্টি২০ কাপ (১) - ২০০৮
- বেনসন এন্ড হেজেস কাপ (২) – ১৯৮৩, ১৯৮৬
দ্বিতীয় একাদশ সম্মাননা
[সম্পাদনা]- দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশীপ (৫) – ১৯৭৪, ১৯৮৯, ১৯৯৩, ১৯৯৯, ২০০০; যৌথভাবে (১) – ২০১৩
- দ্বিতীয় একাদশ ট্রফি (১) – ২০০৭
- দ্বিতীয় একাদশ টি২০ (২) – ২০১৫, ২০১৬
- মাইনর কাউন্টিজ চ্যাম্পিয়নশীপ (১) – ১৯৩৫
ʶ ′′′১৯৭৪ সালের বিজয়ী শক্তিধর দলটিতে রোল্যান্ড বুচারের[৭] ন্যায় আন্তর্জাতিক খেলোয়াড়সহ ইয়ান গোল্ড, ফিলিপ এডমন্ডস, জন এম্বুরি, মাইক গ্যাটিং, গ্রাহাম বার্লো, রডনি অনটং, ল্যারি গোমস, আর.পি.উইলোস ব্যাটিংয়ে শীর্ষে ও ফিলিপ এডমন্ডস বোলিংয়ে শীর্ষস্থান দখল করেন। এছাড়াও, দলটি একই বছরে ওয়ারউইক পুল চ্যাম্পিয়নশীপ জয় করে।
রেকর্ড
[সম্পাদনা]প্রথম-শ্রেণী
[সম্পাদনা]দলীয় রেকর্ড
[সম্পাদনা]- দলীয় সর্বোচ্চ - ৬৪২/৩ডি. ব হ্যাম্পশায়ার, সাউদাম্পটন, ১৯২৩
- প্রতিপক্ষীয় সর্বোচ্চ - ৮৫০/৭ডি., সমারসেট, টানটন, ২০০৭
- দলীয় সর্বনিম্ন - ২০ ব এমসিসি, লর্ডস, ১৮৬৪
- প্রতিপক্ষীয় সর্বনিম্ন - ৩১, গ্লুচেস্টারশায়ার, ব্রিস্টল, ১৯২৪
ব্যাটিং রেকর্ড
[সম্পাদনা]- ব্যক্তিগত সর্বোচ্চ - ৩৩১, জেডিবি রবার্টসন ব ওরচেস্টারশায়ার, ওরচেস্টার, ১৯৪৯
- প্রতিপক্ষীয় ব্যক্তিগত সর্বোচ্চ - ৩৪১, সিএম স্পিয়ারম্যান, গ্লুচেস্টারশায়ার, গ্লুচেস্টার, ২০০৪
- মৌসুমে সর্বাধিক রান - ২৬৬৯, ইএইচ হেনড্রেন, ১৯২৩
মিডলসেক্সের পক্ষে সর্বাধিক রান
যোগ্যতা - ২০,০০০ রান[৮]
ব্যাটসম্যান | রান |
---|---|
প্যাটসি হেনড্রেন | ৪০,৩০২ (১৯০৭-১৯৩৭) |
মাইক গ্যাটিং | ২৮৪১১ (১৯৭৫-১৯৯৮) |
জ্যাক হার্ন | ২৭,৬১২ (১৯০৯-১৯৩৬) |
জ্যাক রবার্টসন | ২৭,০৮৮ (১৯৩৭-১৯৫৯) |
বিল এডরিচ | ২৫,৭৩৮ (১৯৩৭-১৯৫৯) |
ক্লাইভ র্যাডলি | ২৪,১৪৭ (১৯৬৪-১৯৮৭) |
এরিক রাসেল | ২৩,১০৪ (১৯৫৬-১৯৭২) |
ডেনিস কম্পটন | ২১,৭৮১ (১৯৩৬-১৯৫৮) |
পিটার পারফিট | ২১৩০২ (১৯৫৬-১৯৭২) |
বোলিং রেকর্ড
[সম্পাদনা]- ইনিংসে সেরা বোলিং - ১০/৪০, জিওবি অ্যালেন ব ল্যাঙ্কাশায়ার, লর্ডস, ১৯২৯
- ইনিংসে প্রতিপক্ষীয় সেরা বোলিং - ৯/৩৮, আরসি রবার্টসন-গ্লাসগো, সমারসেট, লর্ডস, ১৯২৪
- খেলায় সেরা বোলিং -
১৬/১১৪, জি বার্টন ব ইয়র্কশায়ার, ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার, ১৮৯৮
১৬/১১৪, জেটি হার্ন ব ল্যাঙ্কাশায়ার, ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার, ১৮৯৮
- খেলায় প্রতিপক্ষীয় সেরা বোলিং - ১৬/১০০, জেইবিবিপিকিউসি ডায়ার, সাসেক্স, হোভ, ১৯০৬
- মৌসুমে সর্বাধিক উইকেট - ১৫৮, এফজে টিটমাস, ১৯৫৫
মিডলসেক্সের পক্ষে সর্বাধিক উইকেট
যোগ্যতা - ১০০০ উইকেট[৯]
বোলার | উইকেট |
---|---|
ফ্রেড টিটমাস | ২,৩৬১ (১৯৪৯-১৯৮২) |
জে. ডব্লিউ. হার্ন | ১,৪৩৮ (১৯০৯–১৯৩৬) |
জিম সিমস | ১,২৫৭ (১৯২৯–১৯৫২) |
জন এম্বুরি | ১,২৫০ (১৯৭৩–১৯৯৫) |
জ্যাক ইয়ং | ১,১৮২ (১৯৩৩–১৯৫৬) |
জ্যাক ডারস্টন | ১,১৭৮ (১৯১৯–১৯৩৩) |
অ্যালেন মস | ১,০৮৮ (১৯৫০–১৯৬৩) |
ফ্রাঙ্ক টার্যান্ট | ১,০০৫ (১৯০৪–১৯১৪) |
উইকেট-রক্ষণে রেকর্ড
[সম্পাদনা]মিডলসেক্সের পক্ষে সর্বাধিক ডিসমিসালকারী
যোগ্যতা - ৫০০ ডিসমিসাল[১০]
উইকেট-রক্ষক | ডিসমিসাল |
---|---|
জন মারে | ১,২২৩ (১,০২৩ ক্যাচ ও ২০০ স্ট্যাম্পিং) (১৯৫২–১৯৭৫) |
ফ্রেড প্রাইস | ৯৪০ (৬২৯ ক্যাচ ও ৩১১ স্ট্যাম্পিং) (১৯২৬–১৯৪৭) |
জো মারেল | ৭৬৫ (৫০২ ক্যাচ ও ২৬৩ স্ট্যাম্পিং) (১৯০৬–১৯২৬) |
লেসলি কম্পটন | ৫৬৬ (৪৩৭ ক্যাচ ও ১২৯ স্ট্যাম্পিং) (১৯৩৮–১৯৫৬) |
পল ডাউনটন | ৫৪৬ (৪৮৩ ক্যাচ ও ৬৩ স্ট্যাম্পিং) (১৯৮০–১৯৯১) |
প্রত্যেক উইকেটে সেরা জুটি
[সম্পাদনা]জুটি | রান | খেলোয়াড় | প্রতিপক্ষ | মাঠ | মৌসুম |
---|---|---|---|---|---|
১ম উইকেট | ৩৭২ | মাইক গ্যাটিং - জাস্টিন ল্যাঙ্গার | ব এসেক্স | সাউথগেট | ১৯৯৮ |
২য় উইকেট | ৩৮০ | ফ্রাঙ্ক টার্যান্ট - জ্যাক হার্ন | ব ল্যাঙ্কাশায়ার | লর্ডস | ১৯১৪ |
৩য় উইকেট | ৪২৪* | বিল এডরিচ - ডেনিস কম্পটন | ব সমারসেট | লর্ডস | ১৯৪৮ |
৪র্থ উইকেট | ৩২৫ | জ্যাক হার্ন - প্যাটসি হেনড্রেন | ব হ্যাম্পশায়ার | লর্ডস | ১৯১৯ |
৫ম উইকেট | ৩৩৮ | রবার্ট লুকাস - টিম ও’ব্রায়ান | ব সাসেক্স | হোভ | ১৮৯৫ |
৬ষ্ঠ উইকেট | ২৭০ | জন কার - পল উইকস | ব গ্লুচেস্টারশায়ার | লর্ডস | ১৯৯৪ |
৭ম উইকেট | ২৭১* | প্যাটসি হেনড্রেন - ফ্রাঙ্ক মান | ব নটিংহ্যামশায়ার | নটিংহাম | ১৯২৫ |
৮ম উইকেট | ১৮২* | মোরডন্ট ডল - জো মারেল | ব নটিংহ্যামশায়ার | লর্ডস | ১৯১৩ |
৯ম উইকেট | ১৭২ | গারেথ বার্গ - টিম মারতাগ | ব লিচেস্টারশায়ার | লিচেস্টার | ২০১১ |
১০ম উইকেট | ২৩০ | রিচার্ড নিকোলস - মিকি রোচ | ব কেন্ট | লর্ডস | ১৮৯৯ |
উৎস: মিডলসেক্সের পক্ষে প্রত্যেক উইকেটে সর্বোচ্চ রানের জুটি ক্রিকেটআর্কাইভ.কম; সর্বশেষ হালনাগাদ: ২৩ অক্টোবর, ২০১৫ |
* – নিরবচ্ছিন্ন জুটিকে নির্দেশ করে
লিস্ট এ
[সম্পাদনা]দলীয় রেকর্ড
[সম্পাদনা]- দলীয় সর্বোচ্চ সংগ্রহ - ৩৩৭/৫ (৪৫ ওভার) ব সমারসেট, সাউথগেট, ২০০৩
- প্রতিপক্ষীয় সর্বোচ্চ সংগ্রহ - ৩৬৭/৬ (৫০ ওভার), সাসেক্স, হোভ, ২০১৫
- দলীয় সর্বনিম্ন সংগ্রহ - ২৩ (৩২ ওভার), ইয়র্কশায়ার, লিডস, ১৯৭৪
- প্রতিপক্ষীয় সর্বনিম্ন সংগ্রহ - ৪১ (১৯.৪ ওভার), নর্দাম্পটনশায়ার, নর্দাম্পটন, ১৯৭২
ব্যাটিং রেকর্ড
[সম্পাদনা]- সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ - ১৬৩, এজে স্ট্রস, ব সারে, ওভাল, ২০০৮
- প্রতিপক্ষীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ - ১৬৩, সিজে অ্যাডামস, সাসেক্স, আরুনডেন, ১৯৯৯
বোলিং রেকর্ড
[সম্পাদনা]- সেরা বোলিং - ৭/১২, ডব্লিউডব্লিউ ড্যানিয়েল ব মাইনর কাউন্টিজ ইস্ট, ইপ্সউইচ, ১৯৭৮
- প্রতিপক্ষীয় সেরা বোলিং - ৬/২৮, এডব্লিউ গ্রেগ, সাসেক্স, হোভ, ১৯৭১
প্রত্যেক উইকেটে সেরা জুটি
[সম্পাদনা]- ১ম - ২১০*, পল উইকস - এড স্মিথ, ব নর্দাম্বারল্যান্ড, জেসমন্ড, ২০০৫
- ২য় - ২৬৮, দাউদ মালান - নিক গাবিন্স, ব সাসেক্স, হোভ, ২০১৫
- ৩য় - ১৬৫, মার্ক রামপ্রকাশ - জন কার, ব নটিংহ্যামশায়ার, লর্ডস, ১৯৯৩
- ৪র্থ - ২২০, এড জয়েস - জ্যামি ডালরিম্পল, ব গ্ল্যামারগন, লর্ডস, ২০০৪
- ৫ম - ১৪৭, মার্ক রামপ্রকাশ - জন কার, ব লিচেস্টারশায়ার, লিচেস্টার, ১৯৯২
- ৬ষ্ঠ - ১৪২*, বেন হাটন - নিক কম্পটন, ব ল্যাঙ্কাশায়ার, শেনলি, ২০০২
- ৭ম - ১৩২, কিথ ব্রাউন - এনএফ উইলিয়ামস, ব সমারসেট, লর্ডস, ১৯৮৮
- ৮ম - ১১২, ডেভিড ন্যাশ - এএ নফকে, ব সাসেক্স, লর্ডস, ২০০২
- ৯ম - ৭৩, ডেভিড ন্যাশ - অ্যাঙ্গাস ফ্রেজার, ব নর্দাম্পটনশায়ার, লর্ডস, ১৯৯৯
- ১০ম - ৫৭*, ইয়ান মর্গ্যান - মোহাম্মদ আলী, ব সমারসেট, বাথ, ২০০৬
* নিরবচ্ছিন্ন জুটিকে নির্দেশ করে
কর্মকর্তা
[সম্পাদনা]ক্লাব প্রেসিডেন্ট
[সম্পাদনা]- স্ট্রাফোর্ডের জর্জ বিং, দ্য থার্ড আর্ল ১৮৬৬–১৮৯৮
- এডওয়ার্ড ওয়াকার ১৮৯৯–১৯০৬
- রাসেল ওয়াকার ১৯০৭–১৯২২
- আলেকজান্ডার ওয়েব ১৯২৩–১৯৩৬
- প্লাম ওয়ার্নার ১৯৩৭–১৯৪৬
- ফ্রাঙ্ক মান ১৯৪৭–১৯৪৯
- ডিক টুইনিং ১৯৫০–১৯৫৭
- জেরি ক্রাচলি ১৯৫৮–১৯৬২
- জর্জ নিউম্যান ১৯৬৩–১৯৭৬
- গাবি অ্যালেন ১৯৭৭–১৯৭৯
- ট্যাগ ওয়েবস্টার ১৯৮০–১৯৮২
- জর্জ মান ১৯৮৩–১৯৯০
- ডেনিস কম্পটন ১৯৯১–১৯৯৭
- মাইক মারে ১৯৯৭–১৯৯৯
- রন জেরার্ড ১৯৯৯–২০০১
- বব গল ২০০১–২০০৩
- অ্যালেন মস ২০০৩–২০০৫
- চার্লস রবিন্স ২০০৫–২০০৭
- ডন বেনেট ২০০৭–২০০৯
- পিটার পারফিট ২০০৯–২০১১
- জিওফ নরিস ২০১১–২০১৩
- ক্লাইভ র্যাডলি ২০১৩-২০১৫
- হ্যারি ল্যাচম্যান ২০১৫-২০১৭
- জন এম্বুরি ২০১৭ থেকে অদ্যাবধি
ক্লাব সভাপতি
[সম্পাদনা]- জর্জ মান ১৯৭৫–১৯৮৪
- মাইক মারে ১৯৮৪–১৯৯৩
- মাইকেল স্টার্ট ১৯৯৩
- চার্লস রবিন্স ১৯৯৪–১৯৯৬
- অ্যালেন মস ১৯৯৬–১৯৯৯
- ফিল এডমন্ডস ১৯৯৯–২০০৭
- ইয়ান লভেট ২০০৭-২০১৬
- মাইক ও’ফ্রারেল ২০১৬ থেকে অদ্যাবধি
নির্বাহী পরিষদ
[সম্পাদনা]- সভাপতি - মাইক ও’ফ্রারেল
- কোষাধ্যক্ষ - ডেভিড কেনডিক্স
- প্রধান নির্বাহী - রিচার্ড গোটলি
- ব্যবস্থাপনা পরিচালক - অ্যাঙ্গাস ফ্রেজার
পরিচালক - বব ব্যাক্সটার, মাইক গ্যাটিং, ট্রেসি গ্রোভস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ এপ্রিল ২০১৯ তারিখে, ক্রিস লো, অ্যালভান সেথ-স্মিথ, রিচার্ড সাইকস, এডি ভিলিয়ার্স, অ্যান্ড্রু ওয়েস্ট
উৎস:
মিডলসেক্স নির্বাহী পরিষদ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ এপ্রিল ২০১৮ তারিখে
২০১৬ সালে নিয়োগকৃত নির্বাহী পরিষদ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
২০১৮ সালে ট্রেসি গ্রোভসের নিয়োগ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ এপ্রিল ২০১৯ তারিখে
কর্মী
[সম্পাদনা]ক্লাব অধিনায়ক
[সম্পাদনা]- এডওয়ার্ড ওয়াকার ১৮৬৪–১৮৭২
- আইজাক ওয়াকার ১৮৭৩–১৮৮৪
- আলেকজান্ডার ওয়েব ১৮৮৫–১৮৯৭
- আলেকজান্ডার ওয়েব ও
অ্যান্ড্রু স্টডার্ট ১৮৯৮ - গ্রিগর ম্যাকগ্রিগর ১৮৯৯–১৯০৭
- প্লাম ওয়ার্নার ১৯০৮–১৯২০
- ফ্রাঙ্ক মান ১৯২১–১৯২৮
- নাইজেল হেগ ১৯২৯–১৯৩২
- টমি এন্থোভেন ও
নাইজেল হেগ ১৯৩৩–১৯৩৪ - ওয়াল্টার রবিন্স
১৯৩৫–১৯৩৮, ১৯৪৬–১৯৪৭, ১৯৫০ - ইয়ান পিবলস ১৯৩৯
- জর্জ মান ১৯৪৮–১৯৪৯
- ডেনিস কম্পটন ও
বিল এডরিচ ১৯৫১–১৯৫২ - বিল এডরিচ ১৯৫৩–১৯৫৭
- জন ওয়ার ১৯৫৮–১৯৬০
- ইয়ান বেডফোর্ড ১৯৬১–১৯৬২
- কলিন ড্রাইব্রো ১৯৬৩–১৯৬৪
- ফ্রেড টিটমাস ১৯৬৫–১৯৬৮
- পিটার পারফিট ১৯৬৮–১৯৭০
- মাইক ব্রিয়ারলি ১৯৭১–১৯৮২
- মাইক গ্যাটিং ১৯৮৩–১৯৯৭
- মার্ক রামপ্রকাশ ১৯৯৭–১৯৯৯
- জাস্টিন ল্যাঙ্গার ২০০০
- অ্যাঙ্গাস ফ্রেজার ২০০১–২০০২
- অ্যান্ড্রু স্ট্রস ২০০২–২০০৪
- বেন হাটন ২০০৫–২০০৬
- এড স্মিথ ২০০৭–২০০৮
- শন উদাল ২০০৯–২০১০
- নীল ডেক্সটার ২০১০-২০১৩
- ক্রিস রজার্স ২০১৪
- এ্যাডাম ভোজেস ২০১৫-২০১৬
- জেমস ফ্রাঙ্কলিন ২০১৭
- দাউদ মালান ২০১৮ থেকে অদ্যাবধি
ক্লাব কোচ
[সম্পাদনা]- জ্যাক রবার্টসন ১৯৬০–১৯৬৮
- ডন বেনেট ১৯৬৯–১৯৯৭
- জন বুকানন ১৯৯৮
- মাইক গ্যাটিং ১৯৯৯–২০০০
- জন এম্বুরি ২০০১–২০০৬
- রিচার্ড পাইবাস ২০০৭
- টবি র্যাডফোর্ড ২০০৭–২০০৯
- রিচার্ড স্কট ২০০৯–২০১৮
- স্টুয়ার্ট ল ২০১৯ থেকে অদ্যাবধি
ক্লাব স্কোরার
[সম্পাদনা]- জর্জ বার্টন
- জো মারেল ১৯৪৬–১৯৫২
- প্যাটসি হেনড্রেন ১৯৫২–১৯৬০
- আর্চি ফাওলার ১৯৬০
- জিম অলডিস ১৯৬০–১৯৬৮
- জিম সিমস ১৯৬৯–১৯৭২
- হ্যারি শার্প ১৯৭৩–১৯৯৩
- মাইক স্মিথ ১৯৯৪–২০০৪
- ডন শেলি ২০০৫ থেকে অদ্যাবধি
ক্লাবের সাধারণ সম্পাদক
[সম্পাদনা]- পার্সি থর্নটন
- আলেকজান্ডার ওয়েব ১৯০০–১৯২২
- পেলহাম ওয়ার্নার
- ওয়াল্টার রবিন্স ১৯৩৫–১৯৫০
- জর্জ মান ১৯৫১–১৯৬৫
- আর্থার ফ্লোয়ার ১৯৬৪–১৯৮০
- অ্যালেন বারিজ ১৯৮০–১৯৮১
- অ্যালেন রাইট ১৯৮২–১৯৮৩
- টিম ল্যাম্ব ১৯৮৪–১৯৮৭
- পিটার প্যাকহাম ১৯৮৮–১৯৮৯
- জো হার্ডস্টাফ ১৯৮৯–১৯৯৭
প্রধান নির্বাহী
[সম্পাদনা]- বিন্নি কডরিংটন ১৯৯৭–২০১৫
- রিচার্ড গোটলি ২০১৫ থেকে অদ্যাবধি
ব্যবস্থাপনা পরিচালক
[সম্পাদনা]- অ্যাঙ্গাস ফ্রেজার ২০০৯ থেকে অদ্যাবধি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ACS (১৯৮২)। A Guide to First-Class Cricket Matches Played in the British Isles। Nottingham: ACS।
- ↑ Cramb, Auslan (২ ফেব্রুয়ারি ২০০৯)। "Middlesex Crusaders cricket team changes name after complaints from Muslims and Jews"। Telegraph.co.uk। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ http://www.middlesexccc.com/articles/2014-10-24/middlesex-county-cricket-club-renames-its-one-day-side] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৪-১২-২৯ তারিখে
- ↑ An unofficial seasonal title sometimes proclaimed by consensus of media and historians prior to December 1889 when the official County Championship was constituted. Although there are ante-dated claims prior to 1873, when residence qualifications were introduced, it is only since that ruling that any quasi-official status can be ascribed.
- ↑ Formerly known as the Gillette Cup (1963–1980), NatWest Trophy (1981–2000) and C&G Trophy (2001–2006).
- ↑ Formerly known as the Sunday League (1969–1998).
- ↑ cricketarchive.com.
- ↑ Most Runs for Middlesex Cricket Archive
- ↑ Most Wickets for Middlesex Cricket Archive
- ↑ The Middlesex Cricket Archive Cricket Archive
আরও দেখুন
[সম্পাদনা]- গ্রাহাম বার্লো
- গ্রিগর ম্যাকগ্রিগর
- প্রথম-শ্রেণীর ক্রিকেট দলসমূহের বর্তমান তালিকা
- আনুষ্ঠানিক কাউন্টি চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের তালিকা
- ইংল্যান্ড এবং ওয়েলসের কাউন্টি ক্রিকেট ক্লাবসমূহের প্রতিযোগিতামূলক সম্মাননা লাভের তালিকা
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Harry Altham, A History of Cricket, Volume 1 (to 1914), George Allen & Unwin, 1962
- Derek Birley, A Social History of English Cricket, Aurum, 1999
- Rowland Bowen, Cricket: A History of its Growth and Development, Eyre & Spottiswoode, 1970
- Roy Webber, The Playfair Book of Cricket Records, Playfair Books, 1951
- Playfair Cricket Annual – various editions
- Wisden Cricketers' Almanack – various editions