লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৯৭২ |
সদর দপ্তর | ঢাকা, বাংলাদেশ |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী | |
সংস্থা নির্বাহী |
|
ওয়েবসাইট | legislativediv |
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ বাংলাদেশ সরকারের একটি বিভাগ যা সরকারের পক্ষে জাতীয় সংসদে উত্থাপনের লক্ষ্যে সকল আইন প্রণয়নের প্রস্তাব/বিল ইত্যাদির খসড়া প্রস্তুত ও পরীক্ষা নিরীক্ষা করে থাকে। অধ্যাদেশের খসড়া প্রণয়ন ও অধ্যাদেশ জারি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে তা জাতীয় সংসদে উথাপন করাও এ বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ। এটি বাংলাদেশ আইন কমিশন এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন ও পরিচালনার করে।[১] ড. হাফিজ আহমেদ চৌধুরী এই বিভাগের দায়িত্বে থাকা সচিব।[২]
ইতিহাস
[সম্পাদনা]২০০৯ সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে আইন ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন ও বিচার বিভাগে বিভক্ত করে।[৩]
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ বাংলাদেশ সরকারকে বিদ্যমান আইন সংস্কারের আইন তৈরিতে সহায়তা করে।[৪][৫]
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "About Us"। legislativediv.gov.bd। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২০।
- ↑ "BIAC training course on arbitration and mediation"। The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২০।
- ↑ "2 divisions created in law ministry"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৩ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২০।
- ↑ "Training on law making process held"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৬ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২০।
- ↑ "Budget proposes Tk 1,739 crore for Law and Justice Division"। theindependentbd.com। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২০।