ইসলামি সম্প্রদায় ও শাখা
বিভিন্ন ইসলামি সম্প্রদায় ও শাখাসমূহ ইসলামকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে। এই সম্প্রদায়সমূহ বিভিন্ন মাযহাব ও আকিদা অনুসরণ করে থাকে। এমনকি এসব শাখা ও সম্প্রদায়ের ভেতরেও বিভিন্ন উপশাখা আছে যেমন সুফিবাদে নানারকম তরিকা, সুন্নি ইসলামে নানারকম ধর্মত্বত্ত্ব যেমন আসারি, আশআরি, মাতুরিদি ইত্যাদি এবং আইনি কাঠামো যেমন হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি ইত্যাদি।[১] এইসব শাখা ও সম্প্রদায় ছোট (যেমন ইবাদি, জায়েদি, ইসমাইলি) থেকে বড় (যেমন শিয়া, সুন্নি) হতে পারে। ইসলাম বিষয়ে পণ্ডিত ব্যক্তিদের বাইরে সাধারণ মুসলিমদের মধ্যে এইসকল শাখা-সম্প্রদায়ের পার্থক্য সম্পর্কে সচেতনতার ঘাটতি থাকতে পারে অথবা এই শাখা-সম্প্রদায় সম্পর্কে তাদের মধ্যে এত বেশি আবেগ ছড়ানো হয়েছে যে এ ব্যাপারে তাদের মধ্যে রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতের ঘটনা ঘটেছে (যেমন রেজভী, দেওবন্দি, সালাফি, ওয়াহাবি।)[১][২][৩][৪] আদর্শের উপর ভিত্তি করে কিছু অনানুষ্ঠানিক আন্দোলনও প্রচলিত আছে (যেমন ইসলামি আধুনিকতাবাদ, ইসলামবাদ।) পাশাপাশি আছে সুসংগঠিত সম্প্রদায় (যেমন আহ্মদীয়া, ইসমাইলি, নেশন অব ইসলাম।) কিছু শাখা-সম্প্রদায় অন্য শাখা-সম্প্রদায়সমূহকে তাকফির বা ধর্মত্যাগি হিসেবে আখ্যায়িত করে থাকে। যেমন সুন্নি মতাবলম্বিরা প্রায়শই আহমদিয়া, আলবীয়, কুরআনবাদী ও শিয়াদের ধর্মত্যাগি হিসেবে অভিহিত করে।[১][২][৩][৪] কিছু শাখা-সম্প্রদায় প্রতিষ্ঠিত হয় ইসলামের প্রাথমিক যুগ ৭ম ও ৯ম শতাব্দিতে। যেমন খারিজি, সুন্নি, শিয়া। আবার কিছু শাখা-সম্প্রদায়ের আগমন সাম্প্রতিক। যেমন ইসলামি নব্য-ঐতিহ্যবাদ, উদারতাবাদ, ইসলামি আধুনিকতাবাদ, সালাফি, ওয়াহাবি আন্দোলন এমনকি বিংশ শতাব্দিতে জন্ম নেওয়া নেশন অব ইসলাম। অনেক সম্প্রদায় আছে যারা তাদের সময়ে অনেক প্রভাবশালী থাকলেও বর্তমানে কোন অস্তিত্ব নেই, যেমন খারিজি, মুতাজিলা, মুরজিয়া। যেসব মুসলিম কোনো শাখা-সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়, কিংবা যারা নিজেদের কোনো শাখা-সম্প্রদায়ের অংশ বলে পরিচয় দেয় না, অথবা যাদের কোনো স্বীকৃত শাখা-সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা যায় না তাদের অসাম্প্রদায়িক মুসলিম বা মুসলিমুন বি-লা তাইফা হিসেবে বিবেচনা করা হয়।
সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]খারিজি, সুন্নি এবং শিয়াদের মধ্যে মূল বিরোধের সূত্রপাত হয় মুহাম্মদ (সা) এর মৃত্যুর পর মুসলিম সমাজে তার রাজনৈতিক এবং ধর্মীয় উত্তরাধিকার কে পাবে এই বিতর্ককে কেন্দ্র করে।[৫] মূলত এই বিতর্কের রাজনৈতিক অবস্থান থেকে খারিজিরা চরমপন্থি মতবাদ গড়ে তোলে যা প্রথাগত সুন্নি ও শিয়া মতাদর্শ থেকে ছিল একেবারেই আলাদা।[৫] শিয়ারা বিশ্বাস করে আলি ইবনে আবু তালিব (রা) হলেন মুহাম্মদ (সা)-এর প্রকৃত উত্তরাধিকার আর সুন্নিরা বিশ্বাস করে আবু বকর (রা) হলেন প্রকৃত উত্তরাধিকার। প্রথম ফিতনা (প্রথম গৃহযুদ্ধ) চলাকালীন সময়ে খারিজিরা শিয়া ও সুন্নি উভয় মতাদর্শ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় এবং তাকফির সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বেশ উগ্রবাদী ধারণা পোষণ করতে থাকে। তাদের মতে শিয়া ও সুন্নি উভয় মতাদর্শের অনুসারীরা হয় অবিশ্বাসী (কাফির) নতুবা ভণ্ড মুসলিম (মুনাফিক) এবং তাদের ধর্মত্যাগ করার কারণে হত্যা করা উচিৎ।[৫]
শিয়া ও সুন্নিদের মধ্যে অভ্যন্তরীণ মতাদর্শগত বিভেদ আছে। সুন্নি ইসলামে প্রধানত চার ধরনের বিচারিক কাঠামো আছে, মালিকি, হানাফি, শাফিঈ এবং হাম্বলি। এই কাঠামোগুলো যথাক্রমে তাদের প্রতিষ্ঠাতা মালিক ইবনে আনাস, আবু হানিফা, ইমাম শাফিঈ এবং আহমদ বিন হাম্বল এর নামে নামকরণ করা হয়েছে।[১] শিয়া ইসলামে তিনটি বড় উপ-সম্প্রদায় আছে। এগুলো হলো ইসনা আশারিয়া, ইসমাইলি এবং জায়েদি। অধিকাংশ শিয়া ইসলাম অনুসারিরা ইসনা আশারিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যারা ১২ জন ইমামের নেতৃত্বে বিশ্বাস করে।[৬] এমনকি শিয়া ইসলামের শিয়া শব্দের অর্থই হলো ১২। ২০১২ সালের একটি হিসাবে শিয়াদের মধ্যে ইসনা আশারিয়া সম্প্রদায়ের সংখ্যা ৮৫ শতাংশ বলে ধারণা করা হয়। সকল প্রথাগত ইসনা আশারিয়া এবং ইসমাইলি সম্প্রদায়ের মানুষ জাফরি মাজহাব নামক আইনি কাঠামো মেনে চলে। জাফরি মাজহাবটি এর প্রতিষ্ঠাতা জাফর আস-সাদিক এর নামে নামকরণ করা হয়েছে। তিনি শিয়া ইসলামের ষষ্ঠ ইমাম।
জায়েদি অনুসারিরা জায়েদ ইবনে আলীর নামে অভিহিত জায়েদি আইনি কাঠামো অনুসরণ করে থাকেন। শিয়া ইসলামের আরেকটি শাখা হলো ইসমাইলি। শাখাটি প্রথমে নিজারি ইসমাইলি ও মুসতারি ইসমাইলি নামক দুটি শাখায় বিভক্ত হয়। পরবর্তীতে মুসতারি ইসমাইলি আবার হাফিজি ইসমাইলি ও তৈয়বি ইসমাইলি শাখায় পুনঃবিভক্ত হয়। বোহরা হিসেবে পরিচিত তৈয়বি ইসমাইলি আবার দাউদী বোহরা, সুলেমানি বোহরা এবং আলাভি বোহরায় বিভক্ত।[৭]
একইভাবে বিলুপ্ত খারিজিরা প্রাথমিকভাবে পাঁচটি বৃহৎ শাখায় বিভক্ত ছিল। এরা হল সুফ্রি, আযারিকা, নাজদাত, আদজারিতি এবং ইবাদি। এদের মধ্যে কেবল ইবাদিরা এখনও টিকে আছে। উল্লেখিত শাখা প্রশাখাগুলো ছাড়াও সাম্প্রতিক সময়ে একাধিক নতুন সম্প্রদায়ের আগমন ঘটেছে। যেমন আহ্মদীয়া, কুরআনবাদী, আফ্রিকান-আমেরিকান মুসলিম।
প্রধান শাখা ও সম্প্রদায়সমূহ
[সম্পাদনা]সুন্নি ইসলাম
[সম্পাদনা]মূল নিবন্ধ: সুন্নি ইসলাম
সুন্নি ইসলাম এখন পর্যন্ত ইসলামের সর্ববৃহৎ শাখা। বিশ্বব্যাপী মোট মুসলিম জনসংখ্যার প্রায় ৮৫% মানুষ এই শাখার অন্তর্ভুক্ত। সুন্নি ইসলামকে আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলে সুন্নাহ নামেও অভিহিত করা হয়। সুন্নি শব্দটি মূলত সুন্নাহ শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। সুন্নাহ শব্দের অর্থ হলো ইসলাম ধর্মের রাসূল মুহাম্মদ (সা) ও তার সহচরদের (সাহাবা) শিক্ষা, কর্ম ও উদাহরণ।
সুন্নিরা বিশ্বাস করে ৬৩২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ (সা) এর মৃত্যুর আগে, মুসলিম সমাজের (উম্মাহ) রাজনৈতিক উত্তরাধিকার কে পাবে এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলে যাননি। তারা মুসলিম সমাজের খলিফা হিসেবে আবু বকর (রা) এর নির্বাচনকে সমর্থন করে। [৮][৯] সুন্নি মুসলিমরা ইসলামের প্রথম চার খলিফা, আবু বকর (৬৩২–৬৩৪), উমর ইবনুল খাত্তাব (উমর ১, ৬৩৪–৬৪৪), উসমান ইবন আফফান (৬৪৪–৬৫৬) এবং আলি ইবন আবি তালিব (৬৫৬–৬৬১) কে একত্রে খুলাফায়ে রাশেদীন বলে অভিহিত করে। সুন্নিরা এটাও বিশ্বাস করে যে খলিফা পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে গণতান্ত্রিকভাবে সর্বাধিক ভোটে নির্বাচিত করা সম্ভব। কিন্তু খুলাফায়ে রাশেদীনের পর এই গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং উমাইয়া ও অন্যান্যদের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের কারণে খলিফা পদের পদায়ন বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে নিয়ন্ত্রিত হতে থাকে। ১৯২৩ সালে উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটার পর মুসলিম বিশ্বে আর খলিফা দেখা যায়নি।
ঐতিহ্যবাহী সুন্নি আইনশাস্ত্র ও কালাম অনুসারীরা (যুক্তিবাদী ধর্মত্বত্ত্ব) এবং ইসলামবাদ ও সালাফি আন্দোলন অনুসারীরা সনাতনী ইসলাম সম্পর্কে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। সুন্নি আইনশাস্ত্র ও কালাম অনুসারীরা যুক্তিভিত্তিক ধর্মত্বত্ত্বে বিশ্বাসী হলেও ওয়াহাবি ও আহলে হাদীস অনুসারীরা ইসলামি ধর্মত্বত্ত্বের উৎস কুরআনের আক্ষরিক অনুবাদ দিয়ে ইসলামকে ব্যাখ্যা করে। [১০] ইসলামি আধুনিকতাবাদ হল সালাফি আন্দোলনের একটি বিচ্ছিন্ন শাখা যেখানে মুহাম্মদ আবদুহ এর মত ইসলামি বুদ্ধিজীবীরা আধুনিকতাবাদকে মুতাজিলা মতবাদের আধুনিক সংস্করণের মাধ্যমে ইসলামে একীভূত করার চেষ্টা করেছিল।
শিয়া ইসলাম
[সম্পাদনা]মূল নিবন্ধ: শিয়া ইসলাম
শিয়া ইসলাম ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহত্তম শাখা, যা মোট মুসলিম জনসংখ্যার প্রায় ১০-১৫% নিয়ে গঠিত।[১১] যদিও এটি মুসলিম বিশ্বে সংখ্যালঘু, শিয়া মুসলিমরা ইরান, ইরাক, বাহরাইন এবং আজারবাইজানে মুসলিম জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ এবং সিরিয়া, তুরস্ক, দক্ষিণ এশিয়া, ইয়েমেন, সৌদি আরব, লেবানন ও পারস্য উপসাগরের অন্যান্য অংশে উল্লেখযোগ্য সংখ্যালঘু গোষ্ঠী হিসেবে বসবাস করে।
শিয়া মুসলিমরা কুরআন এবং হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষার সর্বোচ্চ কর্তৃত্বে বিশ্বাস করার পাশাপাশি মনে করেন যে হযরত মুহাম্মদ (সা.) এর পরিবার, আহলে বায়াত (যাদের মধ্যে তাঁর বংশধররা ইমাম নামে পরিচিত), তাদের বিশেষ আধ্যাত্মিক এবং রাজনৈতিক কর্তৃত্ব রয়েছে। শিয়ারা বিশ্বাস করেন যে হযরত আলী ইবনে আবি তালিব, যিনি হযরত মুহাম্মদ (সা.) এর চাচাতো ভাই এবং জামাতা, প্রথম ইমাম এবং হযরত মুহাম্মদ (সা.) এর ন্যায়সঙ্গত উত্তরসূরি ছিলেন, এবং এ কারণে প্রথম তিন খলিফার বৈধতাকে প্রত্যাখ্যান করেন।
প্রধান উপ-সম্প্রদায়
[সম্পাদনা]- ইসনা আশারিয়া হল শিয়াদের একটি উপ-সম্প্রদায় যারা ১২ জন ইমামের শিক্ষায় বিশ্বাস করে। এই শাখাটি শিয়াদের একমাত্র শাখা যারা ১২ ইমামের হাদিস চর্চা করে। মুহাম্মদ (সা.) বলেছিলেন তার মৃত্যুর পর ১২ জন উত্তরসূরি আসবেন।
- ইসমাইলি শিয়া ইসলামের আরেকটি উপ-সম্প্রদায়। এই সম্প্রদায়টি আবার নিজারি ইসমাইলি, ইসমাইলি সপ্তস্থম্ভ, মুসতালি, দাউদি বোহরা, হেবতিয়া বোহরা, সুলেমানি বোহরা ও আলাভি বোহরাতে বিভক্ত।
- শিয়া ইসলামের জায়েদি উপ-সম্প্রদায় ঐতিহাসিকভাবে জায়েদ ইবনে আলি'র অনুসারী। বর্তমানে শুধুমাত্র ইয়েমেনের উত্তরাঞ্চলে তাদের বসবাস। যদিও তারা শিয়া সম্প্রদায়ভুক্ত, বর্তমান সময়ে তারা সুন্নি ইসলামে বেশি ঝুঁকে পড়ছেন। [১২]
গুলাত আন্দোলন
[সম্পাদনা]শিয়া সম্প্রদায়ভুক্ত বিভিন্ন শাখা ও আন্দোলন যারা ইসলামি ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ মনে করেন অথবা এমন বিশ্বাস ধারণ করেন যা সাধারণ শিয়া বিশ্বাস হতে আলাদা তাদের গুলাত হিসেবে অভিহিত করা হয়। [১৩]
খারিজি ইসলাম
[সম্পাদনা]খারিজি (শাব্দিক অর্থ যারা বাতিল) ইসলামের একটি বিলুপ্ত সম্প্রদায়। যাদের আবির্ভাব ঘটেছিল ইসলামের প্রথম ফিতনা চলাকালিন সময়ে। এই সময় তৃতীয় খলিফা উসমান (রা.) এর গুপ্তহত্যার পর মুসলিম সমাজে রাজনৈতিক নেতৃত্ব নিয়ে ব্যাপক যুদ্ধের সূচনা হয়। খারিজিরা শুরুর দিকে আলি (রা.)'র খিলাফত সমর্থন দিলেও পরবর্তিতে তারা আলি (রা) বিরুদ্ধে অবস্থান নেয় এবং কুফার মসজিদে নামাজরত অবস্থায় তাকে হত্যা করে। যদিও বর্তমানে খারিজি ও খারিজি প্রভাবিত কিছু সম্প্রদায়ের অস্তিত্ব থাকলেও খারিজি বলতে এমন মুসলিমদের বুঝানো হয় যারা নিজেদের মতবাদের বাইরে অন্য কোনো মতবাদকে গ্রহন করে না।
সুফ্রিরা ছিল খারিজিদের একটি বৃহৎ উপ-সম্প্রদায় যারা ৭ম ও ৮ম শতকে সক্রিয় ছিল। সুফ্রিদের মধ্যে আবার নুকারি নামে আরেকটি শাখা ছিল। এছাড়াও ছিল হারুরি সম্প্রদায় যারা খুলাফায়ে রাশিদিনের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। খারিজিদের মধ্যে আযারিকা, নাযদাত ও আদজারিতি নামে আরও কিছু ছোট উপ-সম্প্রদায় ছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ Afzal Upal, Muhammad; Cusack, Carole M. (২০২১-০৬-২৪)। Handbook of Islamic Sects and Movements। BRILL। আইএসবিএন 978-90-04-42525-5। ডিওআই:10.1163/9789004435544_004।
- ↑ ক খ Baele, Stephane J. (2019-10-1)। "Conspiratorial Narratives in Violent Political Actors' Language"। Journal of Language and Social Psychology (ইংরেজি ভাষায়)। 38 (5-6): 706–734। আইএসএসএন 0261-927X। ডিওআই:10.1177/0261927X19868494। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ ক খ Rickenbacher, Daniel (২০১৯-০৮-১৬)। "The Centrality of Anti-Semitism in the Islamic State's Ideology and Its Connection to Anti-Shiism"। Religions (ইংরেজি ভাষায়)। 10 (8): 483। আইএসএসএন 2077-1444। ডিওআই:10.3390/rel10080483।
- ↑ ক খ Badar, Mohamed; Nagata, Masaki; Tueni, Tiphanie (২০১৭-০৬-১৪)। "The Radical Application of the Islamist Concept of Takfir"। Arab Law Quarterly। 31 (2): 134–162। আইএসএসএন 0268-0556। ডিওআই:10.1163/15730255-31020044।
- ↑ ক খ গ Izutsu, Toshihiko (২০০৬)। The concept of belief in Islamic theology: a semantic analysis of Īmān and Islām। Kuala Lumpur: Islamic Book Trust। আইএসবিএন 978-983-9154-70-2।
- ↑ Guidère, Mathieu (২০১২)। Historical dictionary of Islamic fundamentalism। Historical dictionaries of religions, philosophies, and movements। Lanham, Maryland: The Scarecrow Press, Inc। আইএসবিএন 978-0-8108-7821-1।
- ↑ "Branches of Shia Islam: Ismailis, Twelvers, and Bohras"। Ismailimail (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৯।
- ↑ Razwy, Sayed Ali Asgher। A Restatement of the History of Islam & Muslims। পৃষ্ঠা 331–335।
- ↑ History of the Islamic Caliphate (উর্দু ভাষায়)। Lahore।
In pre-Islamic times, the custom of the Arabs was to elect their chiefs by a majority vote...the same principle was adopted in the election of Abu Bakr.
- ↑ Brown, Jonathan A.C. (২০০৯)। Hadith: Muhammad's Legacy in the Medieval and Modern World। Oneworld Publications (Kindle edition)। পৃষ্ঠা 180।
- ↑ Author, No (২০০৯-১০-০৭)। "Mapping the Global Muslim Population"। Pew Research Center (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১০।
- ↑ Cook, Michael (২০০৩)। Forbidding Wrong in Islam, an Introduction। Cambridge University Press।
- ↑ Hodgson, M. G. S. (১৯৬৫)। GHULĀT। Encyclopaedia of Islam. Vol. 2 (2nd ed.) Brill Academic Publishers। পৃষ্ঠা 1093–1095।