বিষয়বস্তুতে চলুন

১০ মার্চ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মার্চ ১০ থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
৩০ ৩১  

১০ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬৯তম (অধিবর্ষে ৭০তম) দিন। বছর শেষ হতে আরো ২৯৬ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৫৮৫ - সম্রাট আকবরের ফরমান জারি : আমির ফতেহউল্লাহ সিরাজী উদ্ভাবিত বাংলা ফসলী সন প্রবর্তিত হয়। এই সনই বর্তমানে প্রচলিত বাংলা সন
  • ১৬২৪ - ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৮০১ - প্রথম ব্রিটিশ লোকগণনা শুরু হয়।
  • ১৮৭৬ - আলেকজান্ডার গ্রাহাম বেল তার নব আবিস্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা প্রেরণ করেন।
  • ১৯০৭ - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সাপ্তাহিক ‘স্বরাজ’ সম্পাদনা শুরু করেন।
  • ১৯১৯ - মিশর তেকৈ সাঈদ জগলুল পাশাকে বহিষ্কারের ফলে কায়রোতে জাতীয়তাবাদের দাঙ্গা শুরু।
  • ১৯৩৪ - ব্রিটিশ রাজ বাংলার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে।
  • ১৯৪২ - জাপানিরা রেঙ্গুন দখল করে নেয়।
  • ১৯৪৫ - যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স জাপানে ফায়ার বোমা নিক্ষেপ করে। এতে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়, যার বেশির ভাগই বেসামরিক।
  • ১৯৫৬ - বৈমানিক পিটার টুইস প্রথম মানব যিনি ঘণ্টায় ১০০০ মাইল বেগে বিমান চালনা করেন।
  • ১৯৬৯ - মার্টিন লুথার কিং-এর হত্যাকারী জেমস আর্ল রে-কে যুক্তরাষ্ট্রের মেফিস আদালত ৯৯ বছরের সাজা প্রদান করেন।
  • ১৯৭০ - ভিয়েতনামের মাইলাই গ্রামে বর্বরোচিত গণ-হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্যাপটেন আরর্নেস্ট মেডিনা এবং অপর চার সৈন্যকে অভিযুক্ত করা হয়।
  • ১৯৭১ - ভারতের ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারতের কংগ্রেস পার্টি সাধারণ নির্বাচনে ব্যাপক বিজয় লাভ করে।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে সোয়াজিল্যান্ড
  • ১৯৭৪ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত
  • ১৯৯৩ - মিশরে মৌলবাদ দমন অভিযান। পুলিশের গুলিতে ২০ মুসলমানের প্রাণহানি।
  • ২০০০ - দক্ষিণ আমেরিকার আন্দাজ পর্বতমালার পূর্বাঞ্চলীয় এলাকার এক মরুভূমিতে পৃথিবীর বৃহত্তম ডাইনোসোরের কঙ্কাল আবিষ্কার।
  • ২০২০ - জয় বাংলাকে হাইকোর্ট কর্তৃক বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা
  • ১৬২৮ - মার্সিলো মালপেগেই, ইতালির চিকিৎসক এবং জীব বিজ্ঞানী।
  • ১৭৭২ - ফ্রিড্‌রিশ ফন শ্লেগেল, জার্মান কবি।
  • ১৭৮৪ ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেববাহাদুর (মৃ.১৯/০৪/১৮৬৭)
  • ১৮১০ - স্যামুয়েল ফার্গুসন, আইরিশ কবি।
  • ১৮৭৩ - ইয়াকপ ওয়াসায়মান, জার্মান ঔপন্যাসিক।
  • ১৮৮৮ - ব্যারি ফিটজগেরাল্ড, তিনি ছিলেন আইরিশ অভিনেতা।
  • ১৯১১ - ওয়ার্নার অ্যান্ডারসন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
  • ১৯২৩ - ভ্যাল লজ্‌স্‌ডন ফিচ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও শিক্ষাবিদ।
  • ১৯৩২ - আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী উড়ুপি রামচন্দ্র রাও জন্ম গ্রহণ করেন।(মৃ.২০১৭)
  • ১৯৩৬ - সেপ ব্লাটার, ফিফার ৮ম প্রেসিডেন্ট (বর্তমান)।
  • ১৯৪২ - সমরেশ মজুমদার ভারতের বাঙালি লেখক ও ঔপন্যাসিক। (মৃ. ০৮/০৫/২০২৩)
  • ১৯৫০ - মাহফুজ উল্লাহ, বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ।
  • ১৯৫৬ - রবার্ট লয়েওয়েল্ল্যন, তিনি ইংরেজ অভিনেতা ও লেখক।
  • ১৯৬৮ - ফেলিচে এরিনা, তিনি অস্ট্রেলিয়ান লেখক।
  • ১৯৭০ - ওমর আব্দুল্লাহ, ভারতীয় রাজনীতিবিদ।
  • ১৯৭৮ - নিল আলেকজান্ডার, তিনি স্কটিশ ফুটবল খেলোয়াড়।
  • ১৯৮৪ - অলিভিয়া ওয়াইল্ড, তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।

মৃত্যু

[সম্পাদনা]
  • ১৮১১ - হেনরী ক্যাভেল ভিলন, বিজ্ঞানী।
  • ১৮৭২ - মাৎসিনি, ইতালীয় জাতীয়তাবাদী নেতা।
  • ১৮৯৭ - ভারতের মহারাষ্ট্রের সমাজ সংস্কারক শিক্ষাব্রতী ও কবি সাবিত্রীবাই ফুলে প্রয়াত হন।(জ.০৩/০১/১৮৩১)
  • ১৯৪০ - মিখাইল বুলগাকভ, রুশ নাট্যকার ও ঔপন্যাসিক।
  • ১৯৬৬ - ফ্রাঙ্ক ও’কনার, আইরিশ ছোট গল্পকার।
  • ১৯৬৬ - ফ্রিৎস জের্নিকে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও একাডেমিক।
  • ১৯৭২ - বিদগ্ধ সাহিত্যিক ও ইতিহাসবেত্তা হরিহর শেঠ(জ.১৪/১২/১৮৭৮)
  • ১৯৮০ - সুবোধ ঘোষ, বাঙালি কথাসাহিত্যিক।(জ.১৯০৯)
  • ১৯৮৩ - আতিকুজ্জামান খান, বাংলাদেশী কূটনীতিক, সাংবাদিক এবং ক্রীড়া ভাষ্যকার।
  • ১৯৮৮ - অ্যান্ডি গিব্ব, তিনি ছিলেন ইংরেজি থেকে অস্ট্রেলিয়ান গায়ক।
  • ১৯৯৮ - লয়েড ব্রিজেস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
  • ২০০৩ - নীলুফার ইয়াসমীন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী।
  • ২০১২ - ফ্রাঙ্ক শেরউড রোল্যান্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও শিক্ষাবিদ।

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]