বিষয়বস্তুতে চলুন

শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাফটা পুরস্কার (সেরা অভিনেত্রী) থেকে পুনর্নির্দেশিত)
শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার
বিবরণসেরা প্রধান চরিত্রে অভিনেত্রী অবদানের জন্য
অবস্থানযুক্তরাজ্য
পুরস্কারদাতাব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস
প্রথম পুরস্কৃত১৯৫২
১৯৫১-এর চলচ্চিত্রের জন্য
সর্বশেষ পুরস্কৃত২০২১
২০২০-এর চলচ্চিত্রের জন্য
বর্তমানে আধৃতফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড
নোম্যাদল্যান্ড (২০২০)-এর জন্য
ওয়েবসাইটbafta.org

শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার হল ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস প্রদত্ত একটি চলচ্চিত্র পুরস্কার, যা চলচ্চিত্রে কেন্দ্রীয় ভূমিকায় অসামান্য অভিনয়ের জন্য চলচ্চিত্র অভিনেত্রীদের প্রদান করা হয়। ১৯৫২ থেকে ১৯৬৭ এর মধ্যে ব্রিটিশ এবং ব্রিটিশ ছাড়া অন্য অভিনেত্রীদের মধ্যে দুটো আলাদা পুরস্কার দেওয়া হতো, কিন্তু ১৯৬৮ সালে দুটো পুরস্কার একত্রিত করে একটি পুরস্কার প্রদান শুরু হয়। বর্তমান নামে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে ১৯৯৫ সাল থেকে।

ম্যাগি স্মিথ এই বিভাগে সর্বাধিক চারবার পুরস্কার লাভ করেন। সাম্প্রতিক পুরস্কার বিজয়ী ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড নোম্যাদল্যান্ড (২০২০) চলচ্চিত্রে ফার্ন চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।[]

পুরস্কারপ্রাপ্ত ও মনোনীত

[সম্পাদনা]
ভিভিয়েন লেই এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী, তিনি আ স্ট্রিটকার নেমড ডিজায়ার (১৯৫১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
অড্রি হেপবার্ন পাঁচটি মনোনয়ন থেকে রোমান হলিডে (১৯৫৩), দ্য নান্‌স স্টোরি (১৯৫৯), ও চ্যারেড (১৯৬৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন।
রেচেল রবার্টস স্যাটারডে নাইট অ্যান্ড সানডে মর্নিং (১৯৬০) ও দিস স্পোর্টিং লাইফ (১৯৬৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন।
এলিজাবেথ টেলর হুজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উল্‌ফ? (১৯৬৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
ক্যাথরিন হেপবার্ন দ্য লায়ন ইন দ্য উইন্টার (১৯৬৮), ও অন গোল্ডেন পন্ড (১৯৮১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন।
ম্যাগি স্মিথ সর্বাধিক চারবার এই পুরস্কার লাভ করেন।
স্কার্লেট জোহ্যানসন লস্ট ইন ট্রান্সলেশন (২০০৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
ইমেল্ডা স্টনটন ভেরা ড্রেক (২০০৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
রিজ উইদারস্পুন ওয়াক দ্য লাইন (২০০৫) চলচ্চিত্রে জুন কার্টার ক্যাশ চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
হেলেন মিরেন দ্য কুইন (২০০৬) চলচ্চিত্রে রানী দ্বিতীয় এলিজাবেথ চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
মারিয়োঁ কোতিয়ার লা ভি অঁ রোজ (২০০৭), চলচ্চিত্রে এদিত পিয়াফ চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
কেট উইন্সলেট দ্য রিডার (২০০৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
কেরি মুলিগান অ্যান এডুকেশন (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
ন্যাটালি পোর্টম্যান ব্ল্যাক সোয়ান (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
এমানুয়েল রিভা আমুর (২০১২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
কেট ব্লানচেট ব্লু জেসমিন (২০১৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
জুলিঅ্যান মুর স্টিল অ্যালিস (২০১৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
ব্রি লারসন রুম (২০১৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
এমা স্টোন লা লা ল্যান্ড (২০১৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি (২০১৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
অলিভিয়া কলম্যান দ্য ফেভারিট (২০১৮) চলচ্চিত্রে রানী অ্যান চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
  • † দিয়ে একাডেমি পুরস্কার বিজয়ীকে নির্দেশ করে।
  • ‡ দিয়ে একাডেমি পুরস্কারে মনোনীতকে নির্দেশ করে।

১৯৫০-এর দশক

[সম্পাদনা]
বছর বিভাগ অভিনেত্রী চলচ্চিত্র ভূমিকা সূত্র
১৯৫২ ব্রিটিশ ভিভিয়েন লেই আ স্ট্রিটকার নেমড ডিজায়ার ব্লাঞ্চ দ্যুবোয়া []
অ্যান টড দ্য সাউন্ড ব্যারিয়ার সুজান গার্থওয়েট
ফিলিস ক্যালভার্ট ম্যান্ডি ক্রিস্টিন গারল্যান্ড
সিলিয়া জনসন আই বিলিভ ইন ইউ ম্যালি ম্যাথেসন
বিদেশি সিমন সিনিয়রে কাস্কে দর মারি
এডউইগ ফুয়েলার ওলিভিয়া জুলি
ক্যাথরিন হেপবার্ন প্যাট এন্ড মাইক প্যাট্রিসিয়া "প্যাট" পেম্বারটন
জুডি হলিডে দ্য ম্যারিং কাইন্ড ফ্লোরেন্স কিফার
নিকোল স্টেফানে লেস ইনফ্যান্টস টেরিবলেস এলিজাবেথ
১৯৫৩ ব্রিটিশ অড্রি হেপবার্ন রোমান হলিডে যুবরাজ্ঞী অ্যান []
সিলিয়া জনসন দ্য ক্যাপ্টেন'স প্যারাডাইজ মোড
বিদেশি লেসলি ক্যারন লিলি লিলি দোরিয়ে
মারি পাওয়ারস দ্য মিডিয়াম ফ্লোরা
মারিয়া শেল দ্য হিট অফ ম্যাটার হেলেন হল্ট
শার্লি বুথ কাম ব্যাক লিটল শেবা লোলা ডেলানি
১৯৫৪ ব্রিটিশ ইভোন মিশেল দ্য ডিভাইডেড হার্ট' সোনিয়া []
বিদেশি কর্নেল বর্চার্স দ্য ডিভাইডেড হার্ট ইংগা হার্ট
১৯৫৫ ব্রিটিশ ক্যাটি জনসন দ্য লেডিকিলার্স লুইসা উইলবারফোর্স []
বিদেশি বেট্‌সি ব্লেয়ার মার্টি ক্লারা
১৯৫৬ ব্রিটিশ ভার্জিনিয়া ম্যাক্কেনা আ টাউন লাইক অ্যালিস জিন প্যাজেট []
বিদেশি আনা মানিয়ানি দ্য রোজ ট্যাটু সেরাফিনা দেলে রোজ
ক্যারল বেকার বেবি ডল বেবি ডল মেইঘান
শার্লি ম্যাকলেইন দ্য ট্রাবল উইথ হ্যারি জেনিফার রজার্স
সুজান হেওয়ার্ড আই উইল ক্রাই টুমরো লিলিয়ান রথ
১৯৫৭ ব্রিটিশ হিদার সিয়ার্স দ্য স্টোরি অব এস্থার কস্টেলো এস্থার কস্টেলো []
বিদেশি সিমন সিনিয়রে দ্য ক্রুসিবল এলিজাবেথ প্রক্টর
১৯৫৮ ব্রিটিশ আইরিন ওয়ার্থ অর্ডারস টু কিল লেওনি []
বিদেশি সিমন সিনিয়রে রুম অ্যাট দ্য টপ অ্যালিস অ্যাইসগিল
১৯৫৯ ব্রিটিশ অড্রি হেপবার্ন দ্য নান্‌স স্টোরি গ্যাব্রিয়েলা []
বিদেশি শার্লি ম্যাকলেইন আস্ক অ্যানি গার্ল মেগ হুইলার

১৯৬০-এর দশক

[সম্পাদনা]
বছর বিভাগ অভিনেত্রী চলচ্চিত্র ভূমিকা সূত্র
১৯৬০
(১৪তম)
ব্রিটিশ রেচেল রবার্টস স্যাটারডে নাইট অ্যান্ড সানডে মর্নিং ব্রেন্ডা [১০]
বিদেশি শার্লি ম্যাকলেইন দি অ্যাপার্টমেন্ট ফ্র্যান কুবেলিক
১৯৬১
(১৫তম)
ব্রিটিশ ডোরা ব্রায়ান আ টেস্ট অব হানি হেলেন [১১]
বিদেশি সোফিয়া লরেন টু উইমেন সেসিরা
১৯৬২
(১৬তম)
ব্রিটিশ লেসলি ক্যারন দ্য এল-শেপড রুম জেন ফসেট [১২]
বিদেশি অ্যান ব্যানক্রফ্‌ট দ্য মিরাকল ওয়ার্কার অ্যান সুলিভান
১৯৬৩
(১৭তম)
ব্রিটিশ রেচেল রবার্টস দিস স্পোর্টিং লাইফ মার্গারেট হ্যামন্ড [১৩]
বিদেশি প্যাট্রিশিয়া নিল হাড আলমা ব্রাউন
১৯৬৪
(১৮তম)
ব্রিটিশ অড্রি হেপবার্ন চ্যারেড রেজিনা ল্যাম্পার্ট [১৪]
বিদেশি অ্যান ব্যানক্রফ্‌ট দ্য পাম্পকিন ইটার জো আর্মিটেজ
১৯৬৫
(১৯তম)
ব্রিটিশ জুলি ক্রিস্টি ডার্লিং ডায়ানা স্কট [১৫]
বিদেশি প্যাট্রিশিয়া নিল ইন হার্ম্‌স ওয়ে ম্যাগি হেইন্স
১৯৬৬
(২০তম)
ব্রিটিশ এলিজাবেথ টেলর হুজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উল্‌ফ? মার্থা [১৬]
বিদেশি জান মোরো ভিভা মারিয়া! প্রথম মারিয়া
১৯৬৭
(২১তম)
ব্রিটিশ এডিথ ইভান্স দ্য হুইসপারার্স মিসেস রথ [১৭]
বিদেশি আনুক এমে আ ম্যান অ্যান্ড আ ওম্যান অ্যান গোতিয়ার

১৯৬৮-১৯৭৯

[সম্পাদনা]
বছর অভিনেত্রী চলচ্চিত্র ভূমিকা সূত্র
১৯৬৮
(২২তম)
ক্যাথরিন হেপবার্ন গেজ হুজ কামিং টু ডিনার ক্রিস্টিনা ড্রেটন [১৮]
দ্য লায়ন ইন উইন্টার এলিনর
১৯৬৯
(২৩তম)
ম্যাগি স্মিথ দ্য প্রাইম অব মিস জিন ব্রডি জিন ব্রডি [১৯]
১৯৭০
(২৪তম)
ক্যাথরিন রস বাচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড এটা প্লেস [২০]
টেল টেম উইলি বয় ইজ হিয়ার লোলা
১৯৭১
(২৫তম)
গ্লেন্ডা জ্যাকসন সানডে ব্লাডি সানডে অ্যালেক্স গ্রেভিল [২১]
১৯৭২
(২৬তম)
লাইজা মিনেলি ক্যাবারে স্যালি বোলস [২২]
১৯৭৩
(২৭তম)
স্টেফানি অড্রান দ্য ডিসক্রিট চার্ম অব দ্য বুর্জোয়া অ্যালিস সেনেসাল [২৩]
জাস্ট বিফোর নাইটফল হেলেন ম্যাসন
১৯৭৪
(২৮তম)
জোঅ্যান উডওয়ার্ড সামার উইশেস, উইন্টার ড্রিমস রিটা ওয়াল্ডেন [২৪]
১৯৭৫
(২৯তম)
এলেন বার্স্টিন অ্যালিস ডাজন্ট লিভ হিয়ার অ্যানিমোর অ্যালিস হায়াট [২৫]
১৯৭৬
(৩০তম)
লুইস ফ্লেচার ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট নার্স রেচেট [২৬]
১৯৭৭
(৩১তম)
ডায়ান কিটন অ্যানি হল অ্যানি হল [২৭]
১৯৭৮
(৩২তম)
জেন ফন্ডা জুলিয়া লিলিয়ান হেলম্যান [২৮]
১৯৭৯
(৩৩তম)
জেন ফন্ডা দ্য চায়না সিনড্রোম কিম্বার্লি ওয়েলস [২৯]

১৯৮০-এর দশক

[সম্পাদনা]
বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৮০
(৩৪তম)
জুডি ডেভিস মাই ব্রিলিয়ান্ট ক্যারিয়ার সাইবিলা মেলভিন [৩০]
১৯৮১
(৩৫তম)
মেরিল স্ট্রিপ দ্য ফ্রেঞ্চ লেফটেন্যান্ট্‌স ওম্যান অ্যানা / সারা উডরুফ [৩১]
১৯৮২
(৩৬তম)
ক্যাথরিন হেপবার্ন অন গোল্ডেন পন্ড ইথেল থেয়ার [৩২]
১৯৮৩
(৩৭তম)
জুলি ওয়াল্টার্স এডুকেটিং রিটা সুজান রিটা হোয়াইট [৩৩]
১৯৮৪
(৩৮তম)
ম্যাগি স্মিথ আ প্রাইভেট ফাংশন জয়েস চিলভার্স [৩৪]
১৯৮৫
(৩৯তম)
পেগি অ্যাশক্রফ্‌ট আ প্যাসেজ টু ইন্ডিয়া মিসেস মুর [৩৫]
১৯৮৬
(৪০তম)
ম্যাগি স্মিথ আ রুম উইথ আ ভিউ শার্লট বার্টলেট [৩৬]
১৯৮৭
(৪১তম)
অ্যান ব্যানক্রফ্‌ট এইটিফোর চ্যারিং ক্রস রোড হেলেন হানফ [৩৭]
১৯৮৮
(৪২তম)
ম্যাগি স্মিথ দ্য লোনলি প্যাসন অব জুডিথ হার্ন জুডিথ হার্ন [৩৮]
১৯৮৯
(৪৩তম)
পলিন কলিন্স শার্লি ভ্যালেন্টাইন শার্লি ভ্যালেন্টাইন [৩৯]

১৯৯০-এর দশক

[সম্পাদনা]
বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৯০
(৪৪তম)
জেসিকা ট্যান্ডি ড্রাইভিং মিস ডেইজি ডেইজি ওয়ের্দান [৪০]
১৯৯১
(৪৫তম)
জোডি ফস্টার দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস ক্ল্যারিস স্টার্লিং [৪১]
১৯৯২
(৪৬তম)
এমা টমসন হাওয়ার্ডস এন্ড মার্গারেট শ্লেগেল [৪২]
১৯৯৩
(৪৭তম)
হলি হান্টার দ্য পিয়ানো অ্যাডা ম্যাকগ্রা [৪৩]
১৯৯৪
(৪৮তম)
সুজান সার‍্যান্ডন দ্য ক্লায়েন্ট রেজিনা "রেজি" লাভ [৪৪]
১৯৯৫
(৪৯তম)
এমা টমসন সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এলিনর ড্যাশউড [৪৫]
১৯৯৬
(৫০তম)
ব্রেন্ডা ব্লেদিন সিক্রেট অ্যান্ড লাইজ সিনথিয়া পার্লি [৪৬]
১৯৯৭
(৫১তম)
জুডি ডেঞ্চ মিসেস ব্রাউন রানী ভিক্টোরিয়া [৪৭]
১৯৯৮
(৫২তম)
কেট ব্লানচেট এলিজাবেথ রানী প্রথম এলিজাবেথ [৪৮]
১৯৯৯
(৫৩তম)
অ্যানেট বেনিং আমেরিকান বিউটি ক্যারোলিন বার্নহ্যাম [৪৯]

২০০০-এর দশক

[সম্পাদনা]
বছর অভিনেত্রী চলচ্চিত্র ভূমিকা সূত্র
২০০০ জুলিয়া রবার্টস এরিন ব্রকোভিচ এরিন ব্রকোভিচ [৫০]
কেট হাডসন অলমোস্ট ফেমাস পেনি লেন
জুলিয়েত বিনোশ শোকোলা ভিয়ান রোশার
মিশেল ইয়ো ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন ইউ শু লিয়েন
হিলারি সোয়াঙ্ক বয়েজ ডোন্ট ক্রাই ব্র্যান্ডন টিনা
২০০১ জুডি ডেঞ্চ আইরিস আইরিস মুরডক [৫১]
ওদ্রে তোতু আমেলি আমেলি পুল্যাঁ
নিকোল কিডম্যান মুলাঁ রুজ! স্যাটিন
রানে জেলওয়েগার ব্রিজেট জোন্স ডায়েরি ব্রিজেট জোন্স
সিসি স্পেসেক ইন দ্য বেডরুম রুথ ফাউলার
২০০২ নিকোল কিডম্যান দি আওয়ার্স ভার্জিনিয়া উলফ [৫২]
মেরিল স্ট্রিপ দি আওয়ার্স ক্ল্যারিসা ভন
রানে জেলওয়েগার শিকাগো রোক্সি হার্ট
সালমা হায়েক ফ্রিদা ফ্রিদা কাহলো
হ্যালি বেরি মনস্টার্‌স বল লেটিসিয়া মাসগ্রোভ
২০০৩ স্কার্লেট জোহ্যানসন লস্ট ইন ট্রান্সলেশন শার্লট [৫৩]
অ্যান রেইড দ্য মাদার মে
উমা থারম্যান কিল বিল: ভলিউম ওয়ান বিয়াট্রিক্স কিডো
স্কার্লেট জোহ্যানসন গার্ল উইথ আ পার্ল ইয়াররিং গ্রিয়েট
নেওমি ওয়াটস টুয়েন্টি ওয়ান গ্রামস ক্রিস্টিনা উইলিয়ামস-পেক
২০০৪ ইমেল্ডা স্টনটন ভেরা ড্রেক ভেরা ড্রেক [৫৪]
কেট উইন্সলেট ইটার্নাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড ক্লিমেন্টিন ক্রুজিন্‌স্কি
ফাইন্ডিং নেভারল্যান্ড সিলভিয়া লয়েলিন ডেভিস
ঝাং জিয়ি হাউজ অব ফ্লায়িং ড্যাগার্স মেই
শার্লিজ থেরন মনস্টার এইলিন উওর্নস
২০০৫ রিজ উইদারস্পুন ওয়াক দ্য লাইন জুন কার্টার ক্যাশ [৫৫]
জুডি ডেঞ্চ মিসেস হেন্ডারসন প্রেজেন্টস লরা ফর্স্টার-হেন্ডারসন
ঝাং জিয়ি মেমোয়ার্স অব আ গেইশা চিয়ো সাকামোতো / সায়ুরি নিত্তা
র‍্যাচেল ভাইস দ্য কনস্ট্যান্ট গার্ডনার টেসা অ্যাবট-কোয়াইল
শার্লিজ থেরন নর্থ কান্ট্রি জোসি এইমস
২০০৬ হেলেন মিরেন দ্য কুইন রানী দ্বিতীয় এলিজাবেথ [৫৬]
কেট উইন্সলেট লিটল চিলড্রেন সারাহ পিয়ের্স
জুডি ডেঞ্চ নোটস অন আ স্ক্যান্ডাল বারবার কোভেট
পেনেলোপে ক্রুজ ভোলভার রাইমুন্ডা
মেরিল স্ট্রিপ দ্য ডেভিল ওয়্যারস প্রাডা মিরান্ডা প্রিসলি
২০০৭ মারিয়োঁ কোতিয়ার লা ভি অঁ রোজ এদিত পিয়াফ [৫৭]
এলেন পেজ জুনো জুনো ম্যাকগাফ
কিরা নাইটলি অ্যাটোনমেন্ট সেসিলিয়া ট্যালিস
কেট ব্লানচেট এলিজাবেথ দ্য গোল্ডেন এজ প্রথম এলিজাবেথ
জুলি ক্রিস্টি অ্যাওয়ে ফ্রম হার ফিওনা অ্যান্ডারসন
২০০৮ কেট উইন্সলেট দ্য রিডার হান্নাহ স্মিৎজ [৫৮]
অ্যাঞ্জেলিনা জোলি চেঞ্জলিং ক্রিস্টিন কলিন্স
কেট উইন্সলেট রেভলূশন্যারি রোড এপ্রিল হুইলার
ক্রিস্টিন স্কট টমাস আই হ্যাভ লাভড ইউ সো লং জুলিয়েট ফন্টেইন
মেরিল স্ট্রিপ ডাউট আলোইসিউস বুভিয়ে
২০০৯ কেরি মুলিগান অ্যান এডুকেশন জেনি মেলর [৫৯]
ওদ্রে তোতু কোকো বিফোর শানেল কোকো শানেল
গাবোরি সিডিবি প্রেশাস ক্লেরিচ "প্রেশাস" জোন্স
মেরিল স্ট্রিপ জুলিয়া অ্যান্ড জুলিয়া জুলিয়া চাইল্ড
সার্শা রোনান দ্য লাভলি বোনস সুজি স্যালমন

২০১০-এর দশক

[সম্পাদনা]
বছর অভিনেত্রী চলচ্চিত্র ভূমিকা সূত্র
২০১০ ন্যাটালি পোর্টম্যান ব্ল্যাক সোয়ান নিনা সয়ারস [৬০]
অ্যানেট বেনিং দ্য কিডস্‌ আর অল রাইট ডঃ নিকোল "নিক" অলগুড
জুলিয়ান মুর দ্য কিডস্‌ আর অল রাইট জুলস অলগুড
নোমি রাপাস দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু লিজবেথ স্যালান্ডার
হেইলি স্টেইনফেল্ড ট্রু গ্রিট ম্যাটি রস
২০১১ মেরিল স্ট্রিপ দি আয়রন লেডি মার্গারেট থ্যাচার [৬১]
টিল্ডা সুইন্টন উই নিড টু টক অ্যাবাউট কেভিন ইভা ক্যাচাডোরিয়ান
বেরেনিস বেজো দ্য আর্টিস্ট পেপি মিলার
ভায়োলা ডেভিস দ্য হেল্প এইবলিন ক্লার্ক
মিশেল উইলিয়ামস মাই উইক উইথ মেরিলিন মেরিলিন মনরো
২০১২ এমানুয়েল রিভা আমোর অ্যানি লরেন্ত [৬২]
জেসিকা চ্যাস্টেইন জিরো ডার্ক থার্টি মায়া
জেনিফার লরেন্স সিলভার লাইনিংস প্লেবুক টিফানি ম্যাক্সওয়েল
মারিয়ন ক্যাটিলার্ড রাস্ট অ্যান্ড বোন স্টেফানি
হেলেন মিরেন হিচকক আলমা রিভেল হিচকক
২০১৩ কেট ব্লানচেট ব্লু জেসমিন জ্যানেট "জেসমিন" ফ্রান্সিস [৬৩]
অ্যামি অ্যাডামস আমেরিকান হাসল সিডনি প্রোজার / লেডি এডিথ গ্রিনস্লি
এমা থম্পসন সেভিং মিঃ ব্যাংকস পি. এল. ট্রেভারস
জুডি ডেঞ্চ ফিলোমেনা ফিলোমেনা লি
সান্ড্রা বুলক গ্র্যাভিটি ডঃ রায়ান স্টোন
২০১৪ জুলিঅ্যান মুর স্টিল অ্যালিস ডঃ অ্যালিস হাউল্যান্ড [৬৪]
অ্যামি অ্যাডামস বিগ আইজ মার্গারেট কিন
ফেলিসিটি জোন্স দ্য থিওরি অব এভরিথিং জেন ওয়াইল্ড হকিন্স
রোজামন্ড পাইক গন গার্ল অ্যামি এলিয়ট-ডুন
রিজ উইদারস্পুন ওয়াইল্ড চেরিল স্ট্রেইড
২০১৫ ব্রি লারসন রুম জে "মা" নিউসাম [৬৫]
আলিসিয়া ভিকান্দার দ্য ড্যানিশ গার্ল গার্ডা ওয়েগনার
কেট ব্লানচেট ক্যারল ক্যারল এয়ার্ড
ম্যাগি স্মিথ দ্য লেডি ইন দ্য ভ্যান ম্যারি শেপার্ড
সার্শা রোনান ব্রুকলিন এলিস লেসি
২০১৬ এমা স্টোন লা লা ল্যান্ড মিয়া ডোলান [৬৬]
অ্যামি অ্যাডামস অ্যারাইভাল ডঃ লুইস ব্যাংকস
এমিলি ব্লান্ট দ্য গার্ল অন দ্য ট্রেন র‍্যাচেল ওয়াটসন
ন্যাটালি পোর্টম্যান জ্যাকি জ্যাকি কেনেডি
মেরিল স্ট্রিপ ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স
২০১৭ ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি মিলড্রেড হেইস [৬৭]
অ্যানেট বেনিং ফিল্ম স্টার্‌স ডোন্ট ডাই ইন লিভারপুল গ্লোরিয়া গ্রাহাম
মারগো রবি আই, টোনিয়া টোনিয়া হার্ডিং
স্যালি হকিন্স দ্য শেপ অব ওয়াটার এলিজা এস্পোসিতো
সার্শা রোনান লেডি বার্ড ক্রিস্টিন "লেডি বার্ড" ম্যাকফার্সন
২০১৮ অলিভিয়া কলম্যান দ্য ফেভারিট রানী অ্যান [৬৮]
গ্লেন ক্লোজ দ্য ওয়াইফ জোন ক্যাসলম্যান
ভায়োলা ডেভিস উইডোস ভেরোনিকা রলিংস
মেলিসা ম্যাকার্থি ক্যান ইউ এভার ফরগিভ মি? লি ইসরায়েল
লেডি গাগা আ স্টার ইজ বর্ন অ্যালি মেইন
২০১৯ রানে জেলওয়েগার জুডি জুডি গারল্যান্ড [৬৯]
শার্লিজ থেরন বোম্বশেল মেগিন কেলি
সার্শা রোনান লিটল উইমেন জোসেফিন "জো" মার্চ
জেসি বাকলি ওয়াইল্ড রোজ রোজ-লিন হারলান
স্কার্লেট জোহ্যানসন ম্যারিজ স্টোরি নিকোল বারবার

পরিসংখ্যান

[সম্পাদনা]
পরিসংখ্যান অভিনেত্রী সংখ্যা
সর্বাধিকবার বিজয়ী ম্যাগি স্মিথ
সর্বাধিকবার বিজয়ী ব্রিটিশ অভিনেত্রী (১৯৬৭ পর্যন্ত) অড্রি হেপবার্ন
সর্বাধিকবার বিজয়ী বিদেশি অভিনেত্রী (১৯৬৭ পর্যন্ত) সিমন সিনিয়রে
সর্বাধিকবার মনোনীত মেরিল স্ট্রিপ ১২
সর্বাধিকবার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী (১৯৬৭ পর্যন্ত) অড্রি হেপবার্ন
সর্বাধিকবার মনোনীত বিদেশি অভিনেত্রী (১৯৬৭ পর্যন্ত) শার্লি ম্যাকলেইন

একাধিকবার বিজয়ী

[সম্পাদনা]
৪ বার
৩ বার
২ বার

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বাফটায় সেরা সিনেমা '১৯১৭', অভিনেতা ফিনিক্স"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "Film in 1953 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  3. "Film in 1954 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  4. "Film in 1955 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  5. "Film in 1956 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  6. "Film in 1957 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  7. "Film in 1958 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  8. "Film in 1959 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  9. "Film in 1960 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  10. "Film in 1961 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  11. "Film in 1962 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  12. "Film in 1963 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  13. "Film in 1964 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  14. "Film in 1965 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  15. "Film in 1966 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  16. "Film in 1967 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  17. "Film in 1968 - BAFTA Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  18. "Film in 1969 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  19. "Film in 1970 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  20. "Film in 1971 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  21. "Film in 1972 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  22. "Film in 1973 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  23. "Film in 1974 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  24. "Film in 1975 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  25. "Film in 1976 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  26. "Film in 1977 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  27. "Film in 1978 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  28. "Film in 1979 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  29. "Film in 1980 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  30. "Film in 1981 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  31. "Film in 1982 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  32. "Film in 1983 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  33. "Film in 1984 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  34. "Film in 1985 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  35. "Film in 1986 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  36. "Film in 1987 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  37. "Film in 1988 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  38. "Film in 1989 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  39. "Film in 1990 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  40. "Film in 1991 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  41. "Film in 1992 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  42. "Film in 1993 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  43. "Film in 1994 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  44. "Film in 1995 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  45. "Film in 1996 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  46. "Film in 1997 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  47. "Film in 1998 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  48. "Film in 1999 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  49. "Film in 2000 - BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  50. "Film - Leading Actress in 2001"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  51. "Film - Leading Actress in 2002"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  52. "Film - Leading Actress in 2003"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  53. "Film - Leading Actress in 2004"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  54. "Film - Leading Actress in 2005"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  55. "Film - Leading Actress in 2006"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  56. "Film - Leading Actress in 2007"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  57. "Film - Leading Actress in 2008"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  58. "Film - Leading Actress in 2009"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  59. "Film - Leading Actress in 2010"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮ 
  60. "Film - Leading Actress in 2011"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭ 
  61. "Film - Leading Actress in 2012"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭ 
  62. "Film - Leading Actress in 2013"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭ 
  63. "Film - Leading Actress in 2014"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭ 
  64. "Film - Leading Actress in 2015"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭ 
  65. "Film - Leading Actress in 2016"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭ 
  66. "Film - Leading Actress in 2016"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ 
  67. "Film - Leading Actress in 2017"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ 
  68. "Film - Leading Actress in 2018"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ 
  69. "Film - Leading Actress in 2019"বাফটা পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]