নীতি (দ্ব্যর্থতা নিরসন)
অবয়ব
(নীতি থেকে পুনর্নির্দেশিত)
নীতি বলতে বোঝানো যেতে পারেঃ
- নীতিমালা - সিদ্ধান্ত এবং যৌক্তিক ফলাফল লাভের একটি স্বাভাবিক ব্যবস্থা।
- নীতিশাস্ত্র - দর্শনের একটি শাখা, যা সঠিক-ভুল, ভাল-মন্দ, আইন এবং ন্যায়-অন্যায় এর বিষয়গুলোকে সংজ্ঞায়িত ও সুশৃঙ্খল করার মাধ্যমে মানুষের নৈতিকতা নিয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজে।
আরও দেখুন
[সম্পাদনা]- রাজনীতি - দলীয় বা নির্দিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ক্ষমতার সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বিষয়ক কর্মকাণ্ডের সমষ্টি।
- নৈতিকতা - উদ্দেশ্য,সিদ্ধান্ত এবং কর্মের মধ্যকার ভালো-খারাপ,উচিত-অনুচিত এর পার্থক্যকারী।
- ন্যায় - কোন ব্যক্তির প্রাপ্য কী হবে এবং তার জন্য ভাল ও মন্দের ভাগের সঠিক অনুপাত কী হবে, তার তত্ত্ব।