বিষয়বস্তুতে চলুন

নালা সোপারা

স্থানাঙ্ক: ১৯°২৪′৫৫″ উত্তর ৭২°৫১′৪১″ পূর্ব / ১৯.৪১৫৪° উত্তর ৭২.৮৬১৩° পূর্ব / 19.4154; 72.8613
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নল সোপরা থেকে পুনর্নির্দেশিত)
নালা সোপারা
শহর
নালা সোপারা মহারাষ্ট্র-এ অবস্থিত
নালা সোপারা
নালা সোপারা
মহারাষ্ট্র, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ১৯°২৪′৫৫″ উত্তর ৭২°৫১′৪১″ পূর্ব / ১৯.৪১৫৪° উত্তর ৭২.৮৬১৩° পূর্ব / 19.4154; 72.8613
দেশ ভারত
রাজ্যমহারাষ্ট্র
জেলাপালঘর
জনসংখ্যা (২০০১)
 • মোট১,৮৪,৬৬৪
ভাষা
 • অফিসিয়ালমারাঠি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

নালা সোপারা (মারাঠি: नाला सोपारा) ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলার একটি শহর। শহরটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে নৃত্যের জন্য জনপ্রিয়তা অর্জন করে। শহরটির জনসংখ্যা প্রায় ৫.৫ লক্ষ। শহরটির পশ্চিম রেলওয়ে জোনে একটি রেলওয়ে স্টেশন রয়েছে। এটি বসাই-বিরার মিউনিসিপাল করপোরেশন (ভিভিএমসি) কর্তৃক পরিচালিত। পণ্ডিতগণ নালা সোপারাকে প্রাচীন ভারতের সুপারাকা বা সুপ্পারাক হিসেবে চিহ্নিত করেছেন এবং এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ আসন। এটি সাতবাহন রাজবংশের প্রশাসনিক অঞ্চল ছিল এবং কার্লি, নাশিক, নানেঘাট ও কানহেরিতে প্রাপ্ত লিপিতে এর উল্লেখ ছিল।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে নল সোপরা শহরের জনসংখ্যা হল ৪.৬ লক্ষ জন।[] এর মধ্যে পুরুষ ৫৪% এবং নারী ৪৬%।

এখানে সাক্ষরতার হার ৭৯%। সারা ভারতের গড় সাক্ষরতার হার ৭৪.০৪%, তার চাইতে নল সোপরা এর সাক্ষরতার হার বেশি। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৭% এবং নারীদের মধ্যে এই হার ৮২%।

এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৩। ২০০৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)