২৭ জানুয়ারি
অবয়ব
(জানুয়ারি ২৭ থেকে পুনর্নির্দেশিত)
<< | জানুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
২০২৫ |
২৭ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭তম দিন। বছর শেষ হতে আরো ৩৩৮ (অধিবর্ষে ৩৩৯) দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ১৮২২ - আনুষ্ঠানিকভাবে গ্রিসের স্বাধীনতা ঘোষণা।
- ১৮৮০ - টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন।
- ১৯২৬ - জন লগি বেয়ার্ড সর্বপ্রথম জনসমক্ষে টেলিভিশন প্রদর্শন করেন।
- ১৯৪৪ - সোভিয়েত রাশিয়ার সৈন্যরা স্থায়ীভাবে লেনিনগ্রাদ অবরোধ ভঙ্গ করতে সক্ষম হয়।
- ১৯৭৩ - প্যারিসে যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনামের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ২০০২ - নাইজেরিয়ার লেগোস শহরে সামরিক স্থাপনায় বিস্ফোরণে ১,১০০ জন নিহত এবং প্রায় ২০,০০০ লোক গৃহহারা হয়।
- ২০০৪ - বাংলা উইকিপিডিয়ার যাত্রা শুরু।
- ২০০৬ - ওয়েস্টার্ন ইউনিয়ন, টেলিগ্রাফি ও বাণিজ্যিক মেসেজিং সেবা বন্ধ করে দেয়।
জন্ম
[সম্পাদনা]- ১৭৫৬ - ভোল্ফগাং আমাদেউস মোৎসার্ট, অস্ট্রীয় সুরকার।
- ১৭৮২ - তিতুমীর, একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী।
- ১৮৮৬ - রাধাবিনোদ পাল প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাপান-বন্ধু ভারতীয় নামে সুপরিচিত।(মৃ.১০/০১/১৯৬৭)
- ১৮৯১ - রুশ ঔপন্যাসিক ইলিয়া এরেন বুর্গ।
- ১৮৯৭ - প্রখ্যাত শিশু-সাহিত্যিক কৃষ্ণদয়াল বসু(মৃ.০৮/০১/১৯৭২)
- ১৯০৫ - আবুল হাশিম, ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ।
- ১৯৩২ - ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ খ্যাত লুইস ক্যারল, হাস্যরস শিল্পী ও শিশুসাহিত্যিক। (মৃ.১৪/০১/১৮৯৮)
- ১৯৩৪ - এদিত ক্রসঁ, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।
- ১৯৪৩ - রাম রে নামে সুপরিচিত ভারতের বিজ্ঞাপন জগতের এক কিংবদন্তি।(মৃ.১২/১১/২০১৯)
- ১৯৫৬ - অমর সিংহ (রাজনীতিবিদ), ভারতীয় রাজ্য সভার সদস্য।
- ১৯৬৪ - ব্রিজেট ফন্ডা, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
- ১৯৬৯ - বিক্রম ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৭৯ - রোজামান্ড পাইক, ইংরেজ অভিনেত্রী।
মৃত্যু
[সম্পাদনা]- ১৫৫৬ - হুমায়ুন, দ্বিতীয় মুঘল সম্রাট (জন্ম ১৫০৮)।
- ১৮১৪ - ইয়োহান গটলিব ফিকটে, ছিলেন একজন জার্মান দার্শনিক।
- ১৮৬০ - ইয়ানোস বলিয়ই, হাঙ্গেরীয় গণিতবিদ।
- ১৯০১ - জুসেপ্পে ভের্দি, ইতালীয় সুরকার।
- ১৯১৭ - নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
- ১৯৭০ - প্রবীর কুমার সেন খ্যাতনামা ভারতীয় টেস্ট ক্রিকেটারদের মধ্যে প্রথম বাঙালি যিনি ১৯৪৮ থেকে ১৯৫২ পর্যন্ত ১৪ টি টেস্টে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।(জ.৩১/০৫/১৯২৬)
- ১৯৭৮ - পশুপতি ভট্টাচার্য, খ্যাতনামা চিকিৎসক ও সাংবাদিক।(জ.১৫/১১/১৮৯১)
- ১৯৮৬ - পণ্ডিত নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায় মাইহার ঘরানার ভারতীয় ধ্রুপদী সেতার বাদক।(জ.১৪/১০/১৯৩১)
- ২০০৫ - শাহ এ এম এস কিবরিয়া, বাংলাদেশের অর্থমন্ত্রী।
- ২০০৭ - সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক।
- ২০২৪ - শ্রীলা মজুমদার, ভারতীয় বাঙালি অভিনেত্রী। (জ.১৯৫৮)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]জাতীয় কানাস দিবস
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২৭ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)