চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ
অবয়ব
(চট্টগ্রাম ওয়াসা থেকে পুনর্নির্দেশিত)
চট্টগ্রাম ওয়াসা | |
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৯৭৬ |
যার এখতিয়ারভুক্ত | বাংলাদেশ সরকার |
সদর দপ্তর | এম এম আলী সড়ক, দামপাড়া, চট্টগ্রাম |
কর্মী | ১,০৪৮ (২০১৪) |
সংস্থা নির্বাহী |
|
মূল বিভাগ | স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় |
ওয়েবসাইট | ctg-wasa |
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ[১] সংক্ষেপে চট্টগ্রাম ওয়াসা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি সরকারি প্রতিষ্ঠান।[২] এই প্রতিষ্ঠানের অধীনে চট্টগ্রাম বিভাগীয় শহরে পানি সরবরাহ সহ সম্পর্কিত আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। এই কার্যালয়ের নামানুসারে ওই স্থান ওয়াসা মোড় হিসেবে পরিচিত। কার্যালয়টি ১৯৬৩ সালের ১৯৬৩ সালের ১৬ অক্টোবর পূর্ব পাকিস্তান অধ্যাদেশ নম্বর ১৯-এর অধীনে চট্টগ্রাম শহরে প্রতিষ্ঠিত হয়।[৩]
কর্ম
[সম্পাদনা]- বৃষ্টি, বন্যা এবং ভূপৃষ্ঠ জল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্মাণ, পরিচালনা ও জলনিকাশ সুবিধা রক্ষণাবেক্ষণ
- ঘন বর্জ্য ব্যবস্থাপনা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "চট্টগ্রাম ওয়াসা"। chittagong.gov.bd। chittagong.gov.bd। ৫ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২২, ২০১৬।
- ↑ রহমান, মোকসেদুর (জানুয়ারি ২০০৩)। "ওয়াসা, চট্টগ্রাম"। সিরাজুল ইসলাম; আমিরুল ইসলাম চৌধুরী (অনলাইন)। বাংলাপিডিয়া (অনলাইন)। বাংলাদেশ: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ জুলাই ২২, ২০১৬।
- ↑ "লক্ষ্য উদ্দেশ্য"। ctg-wasa.org.bd। চট্টগ্রাম ওয়াসা। সংগ্রহের তারিখ জুলাই ২২, ২০১৬।