বিষয়বস্তুতে চলুন

ইস্‌হাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ইসহাক থেকে পুনর্নির্দেশিত)
ইস্‌হাক
আইজ্যাক
কুয়া খননরত ইস্‌হাক, একটি কাল্পনিক বাইবেলীয় চিত্রালঙ্কার (আনু. ১৯০০)
ভাববাদী, দ্রষ্টা, দ্বিতীয় ইব্রীয় পিতৃকুলপতি, ইস্রায়েলের পিতা, যিহুদীদের পিতা
জন্মআনু. ১৭০০ খ্রি.পূ.
কনান
মৃত্যুআনু. ১৫০০ খ্রি.পূ.
কনান
শ্রদ্ধাজ্ঞাপনইহুদিধর্ম
খ্রিস্টধর্ম
ইসলাম
যার দ্বারা প্রভাবিতঅব্রাহাম
যাদের প্রভাবিত করেনযাকোব, ইস্রায়েলের দ্বাদশ বংশ, ইস্রায়েলীয় জাতি, ইহুদি, খ্রিষ্টান, মুসলিম

ইস্‌হাক বা আইজ্যাক (হিব্রু ভাষায়: יִצְחָק‎, Yiṣḥāq; গ্রিক: Ἰσαάκ, Isaák; আরবি: إسحٰق, প্রতিবর্ণীকৃত: Isḥāq; আমহারীয়: ይስሐቅ) হলেন ইস্রায়েলীয়দের তিন পিতৃকুলপিতার অন্যতম এবং ইহুদিধর্ম, খ্রিস্টধর্মইসলামের মতো ইব্রাহিমীয় ধর্মসমূহের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ভাববাদী ও নবী। তিনি ছিলেন অব্রাহামসারার পুত্র, যাকোবের পিতা এবং ইস্রায়েলের দ্বাদশ বংশের পিতামহ। আদিপুস্তকের বর্ণনা মতে, যখন অব্রাহামের বয়স একশো ও সারার বয়স নব্বইয়ের অধিক তখন ইস্‌হাকের জন্ম হয়।

ইস্‌হাক ছিলেন ইস্রায়েলীয়দের তিনজন কুলপিতার মধ্যে একজন। ইস্‌হাক বাইবেলে বর্ণীত একমাত্র পিতৃকুলপতি যাঁর নাম পরিবর্তিত হয়নি এবং যিনি কনান দেশের বাইরে যাননি। বাইবেলে অব্রাহাম ও যাকোবের তুলনায় ইসহাকের জীবনের ঘটনা কম উল্লেখ করা হয়েছে। ১৮০ বছর বয়সে তিনি পরলোক গমন করেন; যে কারণে তিনি এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি দীর্ঘায়ুপ্রাপ্ত ছিলেন।

ব্যুৎপত্তি

[সম্পাদনা]

ইংরেজিতে ইসহাক নামটি এসেছে , হিব্রু Yiṣḥāq শব্দের বর্ণান্তরণ করে , যার আক্ষরিক অর্থ হল, "তিনি হাসেন" বা "হাঁসবেন"[]। খ্রিষ্টপূর্ব ১৩ শতকে ইউগ্রেটিস ভাষার গ্রন্থে ঈশ্বর ইল এর হাঁসির প্রতি নির্দেশ করা হয়েছে ।[] আদিপুস্তকে যদিও একে ইল নয় বরং ইসহাক এর পিতামাতার হাঁসি বলে বর্ণনা করেছে। বাইবেলের আখ্যান অনুযায়ী, যখন ঈশ্বর (হিব্রুঃ এলহিম) তাকে পুত্র সন্তান দেবেন বলে জানালেন তখন তিনি মাথা নত করে হেসেসিলেন। তিনি হেঁসেছিলেন, কারণ সেসময় তারা দুজনই অত্যন্ত বৃদ্ধ ছিলেন এবং সারাহ এর সন্তান ধারণ ক্ষমতা অনেক আগেই পার হয়ে গিয়েছিল ।[][][]

আদিপুস্তকের বর্ণনা

[সম্পাদনা]

গোষ্ঠীপতি অব্রাহামকে আগেই ভবিষ্যৎবানী দেয়া হয়েছিল যে তার একটি পুত্র সন্তান হবে এবং নাম রাখতে হবে ইসহাক। প্রথম স্ত্রী সারাহ এর গর্ভে ইসহাক  জন্মগ্রহণ করেন যখন ইব্রাহীম একশো বছরের বৃদ্ধ ।[] সে আব্রাহামের দ্বিতীয় পুত্র বরং সারাহ এর প্রথম ও একমাত্র পুত্র ।[]

ইসহাকের জন্মের অষ্টম দিনে, তার খৎনা করানো হয়, যেমনটা ইব্রাহিমের পরিবারের সমস্ত পুরুষের জন্য নির্দেশ দেয়া ছিল।

কুরবানি

[সম্পাদনা]
আকিদাহ, বেইত আলফা সিনাগগ মোজাইক মেঝেতে

বাইবেল অনুসারে, যুবক বয়সের কোন এক সময়ে ইব্রাহিম তাকে মারওয়া পাহাড়ের কাছে নিয়ে যান। ঈশ্বরের আদেশে তিনি একটি কুরবানির বেদী তৈরি করেন এবং পুত্র ইসহাককে কুরবানি দিতে উদ্যত হন। আব্রাহাম ছুরি বের করেন এবং কুরবানি দিতে উদ্যত হন তবে একেবারে শেষ মুহূর্তে একজন ঈশ্বরের দূত তাকে বাঁধা প্রদান করেন। তার পরিবরতে কাছাকাছি ঝোপের মধ্যে আটকে থাকা একটি ভেড়াকে কুরবানি দেয়ার নির্দেশ দেয়া হয়। এই ঘটনাটিকে অব্রাহামের বিশ্বাসের পরীক্ষা[] বলা হয়।

এষৌ এবং যাকোবের জন্ম, বেঞ্জামিন ওয়েস্টের আঁকা

পারিবারিক জীবন

[সম্পাদনা]

বলা হয়, যখন ইসহাকের ৪০ বছর বয়স তখন পাত্রী সন্ধানের জন্য গৃহাধ্যক্ষ এলিজারকে মেসোপটেমিয়াতে তার ভাগ্নে বাইতুল এর পরিবারে পাঠান ।

এলিজার ইসহাকের জন্য অরামীয় (সিরীয়রা) রেবেকাকে পছন্দ করে। ইসহাকের অনেক বছর বিয়ের পরও রেবেকার কোন সন্তান হয়নি, তাই তাকে বন্ধ্যা বলে ধারণা করা হয়েছিল। ইসহাক রেবেকার জন্য প্রার্থনা করে এবং সে গর্ভবতী হয়। রেবেকার যমজ এষৌ এবং ইয়াকুবএর জন্ম দেন। ইসহাক যখন ৬০ বছর বয়সে তার দুই ছেলের জন্ম হয়।[]

ইসহাক গোষ্ঠীর মধ্যে অদ্বিতীয়, তার কোন উপপত্নি না থাকায়।[][১০]

দেশান্তর

[সম্পাদনা]

পিতার মৃত্যুর পর ৭৫ বছর বয়সে বীর-লাহি-রই (কূপ) এ চলে আসেন ।[১১]

যখন ওখানে দুর্ভিক্ষ শুরু হয় তখন তিনি ফিলিস্তিনে চলে যান। যেখানে তার পিতা একদা বসবাস করতেন। আব্রারাহামের সময়কার রাজা অবীমেলক ওখানে রাজত্ব করছিল।

ইসহাক তার পুত্রকে আশীর্বাদ করছেন, জোত্তো দি বন্দোনের আঁকা

উত্তরাধিকার

[সম্পাদনা]

বলা হয়, ইসহাক বৃদ্ধ অবস্থায় অন্ধ হয়ে যান। তিনি তার পুত্র এষৌকে হরিণের মাংস আনার জন্য বলেন, যখন এষৌ শিকারে বাস্ত, সেই সুযোগে জাকব পিতার আশীর্বাদ নিয়ে নেই, তাই জাকব প্রধান উত্তরাধিকারী হয়েপরে, এবং এষৌ একটি নিকৃষ্ট অবস্থানে চলে আসে।

বংশপরিচয়

[সম্পাদনা]
তেরহ
সারা[১২]অব্রাহামহাগারহারণ
নাহোর
ইশ্মায়েলমিল্‌কালোটযিষ্কা
ইশ্মায়েলীয়৭ পুত্র[১৩]বথূয়েল১ম কন্যা২য় কন্যা
ইস্‌হাকরিবিকালাবনমোয়াবীয়অম্মোনীয়
এষৌযাকোবরাহেল
বিল্‌হা
ইদোমীয়সিল্পা
লেয়া
১. রূবেণ
২. শিমিয়োন
৩. লেবি
৪. যিহূদা
৯. ইষাখর
১০. সবূলূন
দীণা (কন্যা)
৭. গাদ
৮. আশের
৫. দান
৬. নপ্তালি
১১. যোষেফ
১২. বিন্যামীন


সমাধি স্থান

[সম্পাদনা]
ইসহাক
ইসহাক যাকোবকে আশীর্বাদ করছেন
দৈববাণীঘোষণাকারী, দ্রষ্টা, দ্বিতীয় হিব্রু কুলপতি, ইস্রায়েলের পিতা, ইহুদীদের পিতা
শ্রদ্ধাজ্ঞাপনইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম

স্থানীয় প্রথা অনুযায়ী, ইসহাক, রেবেকা, অব্রাহাম, সারাহ, যাকব ও লেয়াকে  প্যাঁট্রিআরচের গুহায় কবর দেওয়া হয়।

ইহুদি দৃষ্টিভঙ্গি

[সম্পাদনা]

রাব্বিদের প্রথা অনুযায়ী, বলিদানের সময়ে ইসহাকের বয়স ছিল ৩৭ , যা প্রচলিত ইসহাকের শিশু বয়সের বর্ণনার বিপরীত ।[১৪] রাব্বিরা এটাও বিশ্বাস করে যে বলিদানের ঘটনার সংবাদই সারাহ এর মৃত্যুর কারণ ।[১৫]

ইসহাকের এই বালিদান পরবর্তী এহুদি প্রতিবিধানে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা হিসাবে উল্লেখ করা হয়।[১৬] বাইবেল পরবর্তী ব্যাখ্যা প্রায়ই বাইবেলের বর্ণনার বাইরে, ইসহাকের ভুমিকা ও আব্ম্প্ররাহামের বালিদান  মুখ্য হিসাবে বর্ণনা করা হয়েছে, যেটা আকিদা বলা হয়েছে।[১৭] এই ব্যাখ্যার একটি সংস্করণ অনুযায়ী,ইসহাক বলিদানে মারা যান এবং পুনরজীবিত হন।[] অনেক (কিংবদন্তি গল্প) মতে, শয়তান ঈশ্বরের প্রতিনিধি হিসাবে ইসহাককে পরীক্ষা করছিল।[১৮] ইসহাকের মৃত্যুর বিনিময়ে ঈশ্বরের আদেশ পালন করা, অনেক ইহুদির কাছে আদর্শ হয়ে গিয়েছিল।[১৫]

ইহুদি ঐতিহ্য অনুযায়ী, ইসহাক বিকেলে প্রার্থনা প্রবর্তন করেছিলেন। এই ঐতিহ্য জেনেসিস অধ্যায় ২৪, অনুছেদ ৬৩ উপর ভিত্তি করে।

ইসহাক একমাত্র গোষ্ঠীপতি, যিনি কেনান ছেড়ে কোথাও যাননি, যদিও তিনি একবার চেষ্টা করেছিলেন কিন্তু ঈশ্বর তাকে বলেন, তা না করার। রব্বিদের ঐতিহ্য ব্যাখ্যা দিয়েছেন যে ইসহাকে প্রায় বলি দেওয়া হয় এবং যা কিছু বলিদান করে নিবেদন করাহয় তা ইস্রায়েলের ভূমি ছাড়তে পারে না। ইসহাক তার মৃত্যুর সময়ে বাইবেলের গোষ্ঠীর প্রাচীনতম ছিলেন, এবং শুধুমাত্র কুলপতি যার নাম পরিবর্তন করা হয়নি।

রব্বিদের সাহিত্যও, বাইবেলের মত ইসহাকের অন্ধত্বকে বর্ণনা করে, দূতগণের অশ্রু তার বলিদানের সময় উপস্থিত ইসহাকের চোখে পড়ল ইসহাকের দৃষ্টিশক্তিহীন গেলেন।

বলিদানের পর ইসহাক তার পিতাকে আলিঙ্গন করছেন, ১৯০০র শুরুতে, বাইবেল চিত্রণ

খ্রিস্টীয় দৃষ্টিভঙ্গি

[সম্পাদনা]

প্রথম দিককার খ্রিস্টান চার্চগুলো চালু রেখেছিল এবং নূতন নিয়মের এই থিমকে উন্নত করেছিল যে ইসহাকও এক অর্থে খ্রিষ্ট এবং চার্চ হল "দ্যা সন অন অব দ্যা প্রমিজ" এবং "ফাদার অব দ্যা ফেইথফুল" উভয়টি ।

তারতুলিয়ান , ইসহাকের বলীর জন্য কাঠ বহন এবং খ্রিষ্টের ক্রুশ বহন এর মধ্যে মিল নির্দেশ করেন ।[১৯]

এবং একটি সাধারণ চুক্তি ছিল যে, যখন সব পুরাতন আইন আত্মত্যাগের ঘটনা যিশুর ক্রুশবিদ্ধ হওয়া স্থানের উপর প্রত্যাশা ছিল, তাই ইসহাকের আত্মত্যাগ একটি অগ্রগণ্য ভাবে ছিল।

ইস্টার্ন অর্থডক্স চার্চ এবং রোমান ক্যাথলিক চার্চ, বাইবেল বর্ণীত অন্যান্য গোত্রপতিদের সাথে ইসহাকেও একজন সাধু হিসাবে গণ্য করে।

 নূতন নিয়ম

[সম্পাদনা]

নিউ টেস্টামেন অনুযায়ী ইসহাকের পিতা আব্রাহাম তাঁকে উৎসর্গ করেছিলেন, এবং ইসহাক তার ছেলেদের আশীর্বাদ করেছিলেন (উত্তরাধিকার) ।[২০]

পল ইসমাইলকে (দাসত্বের প্রতীক) বাতিল করে ইসহাকের (খ্রিস্টান স্বাধীনতার প্রতীক) গুরুত্ব , মহত্ত্ব বিশেষভাবে তুলে ধরেন ।

হাগার সিনাই চুক্তি ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন । এবং সারাহ যুক্ত ছিলেন

, যার মধ্যে তার ছেলে ইসহাক প্রবেশ করে। জেমস পত্রের অধ্যায় ২, শ্লোক ২১-২৪, বলা হয়েছে যে,ইসহাকের বলিদানের জন্য উভয় বিশ্বাস এবং কাজ প্রয়োজন।

ইব্রীয় পত্রের মধ্যে, ঈশ্বরের ইচ্ছাই আবরাহামের ইসহাকে বলী দেওয়া বিশ্বাসের একটি উদাহরণ ভবিষ্যতে অব্রাহাম ঈশ্বরের দ্বারা প্রতিশ্রুত রেফারেন্স সঙ্গে এষৌ ও যাকোবকে আশীর্বাদ ইসহাকের ক্রিয়া। শ্লোক ১৯ এ লেখক যিশুর পুনরুত্থান অনুরূপ, যেমন আত্মাহুতি থেকে ইসহাকের মুক্তি দেখন। ইসহাকের আত্মাহুতি, ক্রুশের ওপর যিশুর বলিদানের পূর্বাহ্নেই কল্পনা করা হয়েছে।

 ইসলামী দৃষ্টিভঙ্গি

[সম্পাদনা]
ইব্রাহিমী মসজিদ, হেবরন

ইসহাক (আরবি: إسحاق or إسحٰقʾIsḥāq) ছিলেন ইসলামের একজন নবী, আদি-পিতা এবং আল্লাহ প্রেরিত পয়গম্বর। ইসলামে তাকে একজন নবী হিসেবে বিবেচনা করা হয় এবং তাঁকে ইসরায়েলীদের পিতা এবং ঈশ্বরের একজন ধার্মিক দাস হিসেবে বর্ণনা করা হয়। ইসহাক ও ইসমাইল, মুসলমানের কাছে খুবই গুরুত্বপূর্ণ ,কারণ পিতা ইব্রাহিমের পর একেশ্বরবাদ বার্তা প্রচারে তারা অব্যাহত ছিলেন। ইসহাকের পরবর্তী বংশের ইয়াকুবকেও ইস্লামের নবী হিসাবে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।  কুরআনে ইসহাকের নাম ১৫ বার উল্লেখ করা হয়েছে,  তার পিতা ও পুত্র ইয়াকুবের নামের সঙ্গে।[২১]

কুরআন বর্ণনা অব্রাহাম "ইসহাকের সুসংবাদ পেয়েছে", একজন ভাববাদী, সে সৎকর্মীদের মধ্য থেকে, এবং ঈশ্বর তাদের উভয়কে আশীর্বাদ করে। একটি পূর্ণাঙ্গ বিবরণ মধ্যে, ফেরেশতা যখন ভবিষ্যতে শাস্তি সদোম ও ঘমোরা, তার স্ত্রী সারাহ উপর আরোপ করা নিয়ে তাকে জানাতে ইব্রাহীমের কাছে আগমন করল "অপহসিত, এবং আমি তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের (নাতি) পরের ইয়াকুবেরও"; এবং এটা আরও ব্যাখ্যা করা হয় যে এই ঘটনা অব্রাহাম ও সারার বার্ধক্যে সত্ত্বেও সঞ্চালিত হবে। বেশ কিছু আয়াত অব্রাহামের কাছে একটি "উপহার" হিসাবে ইসহাকে বলে। কোরান, এটা পরে বর্ণনা করেন যে, নিশ্চয়ই ইব্রাহীম তাকে তার বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক দান জন্য ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন।

কুরআন

[সম্পাদনা]

কুরআনে নবী এবং ঈশ্বরের একটি ন্যায়নিষ্ঠ মানুষ হিসেবে ইসহাক উল্লেখ করা হয়েছে। ইসহাক ও ইয়াকুব, ইব্রাহীমের উপর অর্পিত হয়েছে ঈশ্বরের উপহার হিসাবে, যিনি তখন আল্লাহর পথে শুধুমাত্র ঈশ্বরের উপাসনাই ব্যাস্ত।

আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব এবং প্রত্যেককেই সৎকর্ম পরায়ণ করলাম।

আমি তাঁদেরকে নেতা করলাম। তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন। আমি তাঁদের প্রতি ওহী নাযিল করলাম সৎকর্ম করার, নামায কায়েম করার এবং যাকাত দান করার। তারা আমার এবাদতে ব্যাপৃত ছিল।

- সূরা আল-আম্বিয়া, ৭২ - ৭৩।

আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।  
-সূরা আস-ছাফফাত, ১১২

 প্রাতিষ্ঠানিক পণ্ডিতরা

[সম্পাদনা]

কিছু পণ্ডিত ইসহাককে "একটি কাল্পনিক চরিত্র" বলে বর্ণনা করেন, যদিত্ত অনেকে তাকে "উপজাতীয় ইতিহাসে বর্ণীত ব্যক্তি" বা "যাযাবর জাতির প্রধান" হিসাবে বর্ণনা করেন।[২২]

ইসহাকের গল্প, আদিপুস্তকের অন্যান্য পিতৃতান্ত্রিক গল্প মত, সাধারণত "লোক স্মৃতি এবং গোড়ার দিকে হিব্রু মেষপালকের চরিত্র বা ধরনের অনুরাগী ব্যক্তি অভিজ্ঞতার মৌখিক ঐতিহ্য তাদের উৎপত্তি আছে বলে বিশ্বাস করা হয়।
কেমব্রিজ কম্প্যানিয়ন বাইবেলের গল্প উপর নিম্নলিখিত মন্তব্য করেন:

এখনো  এই সব গল্প তাদের দুনিয়া ও   সাহিত্যের , রচনার উন্নতির সে সময়ের মধ্যে দূরত্ব বজায় রাখে ; এগুলো তাদের পরবর্তী সময়ের রাজনৈতিক সম্পর্কের প্রতিফলন ঘটায় । , তারা পরবর্তী কালের রাজনৈতিক বাস্তবতার প্রতিফলিত. বাণীসমূহের অনেক পূর্বপুরুষ এবং জাতি সময়ে ইসরাইলের রাজনৈতিক জগতের হইত মধ্যে সম্পর্ক সঙ্গে মোকাবেলা গল্প লিপিবদ্ধ করা (অষ্টম শতাব্দীর B.C.E.) শুরু হয়. অনেক অম্মোন ও মোয়াবের Transjordanian জাতির পূর্বপুরুষ, এবং যদিও নেগেভে ওল্ড টেস্টামেন্ট অবস্থিত ইসমাঈল যাযাবর অধ্যুষিত উত্তর আরবের আছে পরিচিত লোকদের personifies. এষৌ personifies ইদোম (36: 1), লাবন ইসরায়েলের উত্তরে অরামীয় রাজ্যের প্রতিনিধিত্ব করে. ক্রমাগত থিম যে পূর্বপুরুষ এবং আদিবাসী কনানীয়দের মধ্যে পার্থক্য ... আসলে, যিহূদা ও ইস্রায়েলের মধ্যে পার্থক্য থিম, যেমন পূর্বপুরুষ এবং রাজতন্ত্রের সময় প্রতিবেশী জাতিদের দ্বারা মূর্ত কার্যকরভাবে পারমার্থিক সেবা মধ্যে চাপা হয় যিহূদা ও ইস্রায়েলের ঈশ্বর দ্বারা পছন্দসই গ্রন্থিবদ্ধ লোকদের আশীর্বাদ আনতে

 শিল্পকলাতে

[সম্পাদনা]

ইসহাকের প্রাচীনতম প্রতিকৃতি পাওয়া গেছে রোমান ভুগর্ভস্থ সমাধিক্ষেত্রের দেয়ালচিত্রে ।[২৩]

এই চিত্রকে অ্যালিসন মুর স্মিথ তিনটি ক্যাটাগরিতে ভাগ করেনঃ

"আব্রাহাম বেদীর দিকে ইসহাকে নিয়ে আগে যান, অথবা ইসহাক লাঠি বান্ডিল সঙ্গে অভিগমন করেন, অব্রাহাম তাকে নৈবেদ্য স্থানে পূর্বে রাখার...অব্রাহাম পাদবেদী উপর এবং ইসহাকের হাতের কাছে,দুটোই গহনার উপর, .... অব্রাহাম ইস্হাককে উৎসর্গ করতে পরেরটির ব্রিদিং দেখানো বা বেদীর পাশে মাটিতে মোহন হয়। কখনো কখনো অব্রাহাম ইসহাকের চুলে হাত বলাছেন, মাঝেমধ্যে গড্ডল ঘটনাস্থলে এবং পরে পেইন্টিং ঈশ্বরের হাত উপরে থেকে সংযোজন করা হয়েছে। [২৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Genesis Chapter 1 (KJV)"Blue Letter Bible (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০৬ 
  2. Encyclopedia of Religion, Isaac.
  3. (ইংরেজি)Genesis Genesis
  4. Hirsch, Emil G.; Bacher, Wilhelm; Lauterbach, Jacob Zallel; Jacobs, Joseph; Montgomery, Mary W. (১৯০১–১৯০৬)। "Sarah (Sarai)"Singer, Isidore; Adler, Cyrus; ও অন্যান্য। Jewish Encyclopedia (ইংরেজি ভাষায়)। New York: Funk & Wagnalls। (ইংরেজি)
  5. Genesis
  6. "Genesis ১৮ঃ১০-১২ /" (ইংরেজি ভাষায়)। ২০২২-০২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০৬ 
  7. Hebrews 11:17
  8. Genesis 25:26(ইংরেজি)
  9. Title= Encyclopaedia Judaica | Volume 10 pg=34
  10. Genesis(ইংরেজি)
  11. Genesis(ইংরেজি)
  12. Genesis 20:12: Sarah was the half–sister of Abraham.
  13. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
  14. The New Encyclopedia of Judaism, Isaac.
  15. The New Encyclopedia of Judaism, Isaac.(ইংরেজি)
  16. Encyclopædia Britannica, Isaac.(ইংরেজি)
  17. Encyclopedia of Religion, Isaac.(ইংরেজি)
  18. Brock, Sebastian P., Brill's New Pauly, Isaac.(ইংরেজি)
  19. Cross and Livingstone, Oxford Dictionary of the Christian Church, 1974, art Isaac(ইংরেজি)
  20. Easton, M. G., Illustrated Bible Dictionary, 3rd ed., Isaac.(ইংরেজি)
  21. Encyclopedia of Islam, W. Montgomery Watt, Isaac(ইংরেজি)
  22. Eerdmans Encyclopedia of Christianity, Isaac, p. 744.(ইংরেজি)
  23. Smith, Alison Moore (১৯২২)। "The Iconography of the Sacrifice of Isaac in Early Christian Art"American Journal of Archaeology (ইংরেজি ভাষায়)। 26 (2): 159–173। জেস্টোর 497708ডিওআই:10.2307/497708