বিষয়বস্তুতে চলুন

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, লাহোর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (ইংরেজি:University of the Punjab; পাঞ্জাবী, উর্দু: جامعہ پنجاب) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর শহরে অবস্থিত।[] এটি পাকিস্তানের সবচেয়ে পুরানো বিশ্ববিদ্যালয় যা ১৮৮২ সালে প্রতিষ্ঠিত হয়। []

প্রতিষ্ঠার ইতিহাস

[সম্পাদনা]
আল্লামা ইকবাল প্রাঙ্গণ, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ঠিত চতুর্থ বিশ্ববিদ্যালয় এটি যা ১৮৮২ সালে সিমলায় অনুষ্ঠিত একটি চুক্তির ফলে প্রতিষ্ঠা লাভ করে।

ক্যাম্পাস

[সম্পাদনা]

এই বিশ্ববিদ্যালয়টির বেশ কয়েকটি ক্যাম্পাস রয়েছে পুরো পাকিস্তান জুড়ে:

প্রখ্যাত শিক্ষার্থীরা

[সম্পাদনা]

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় হতে অসংখ্য বিখ্যাত শিক্ষার্থী উচ্চ শিক্ষা সমাপনান্তে দেশ-বিদেশে নানা ক্ষেত্রে অবদান রাখছে। এই প্রতিষ্ঠানের দুজন কৃতি শিক্ষার্থী নোবেল পুরস্কার জয় করেছেন; তারা হলেন: হর গোবিন্দ খোরানা এবং আব্দুস সালাম। এছাড়াও এখানকার অন্যান্য বিখ্যাত শিক্ষার্থীর মধ্যে রয়েছেন: ইউসুফ রাজা গিলানী, ড. মুহাম্মদ তাহিরুল কাদেরি, ড. ফরিদুদ্দীন আল-কাদেরি, জাভেদ হাশমী, হামিদ মীর, চৌধুরী রহমত আলী প্রমুখ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "University of the Punjab - Commerce"pu.edu.pk। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 
  2. "PU campuses"। University of the Punjab। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৩ 

বহি:সংযোগ

[সম্পাদনা]