বিষয়বস্তুতে চলুন

সামারস্ল্যাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
সামারস্ল্যাম
২০১৪ সাল থেকে ডাব্লিউডাব্লিউই সামারস্ল্যামের লোগো
সংস্থাডাব্লিউডাব্লিউই
প্রথম অনুষ্ঠানসামারস্ল্যাম (১৯৮৮)

সামারস্ল্যাম (/ˈsʌmʌrslæm/; ইংরেজি: SummerSlam) হল বার্ষিক পেশাদারি কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (PPV) অনুষ্ঠান। এটা প্রত্যেক বছরের আগস্ট মাসে পেশাদারি কুস্তি প্রমোশন ডাব্লিউডাব্লিউই কর্তৃৃক এটা আয়োজন করা হয়ে থাকে। প্রথম সামারস্ল্যাম নিউ ইয়র্ক শহর এর ১৯৮৮ সালের ২৯ আগস্টম্যাডিসন স্কয়ার গার্ডেন এ অনুষ্ঠিত হয় এবং প্রতি-দর্শনে-পরিশোধ এর মাধ্যমে প্রচার করা হয়, রয়্যাল রাম্বল এর মতো বিশেষভাবে ইউএসএ নেটওয়ার্ক এ প্রচার করা হয়। "গ্রীষ্মের বৃত্তহম ইভেন্ট" হিসেবে বর্ণনা করা হয়।[] এটা ডাব্লিউডাব্লিউই এর "বৃহত্তম চার" প্রতি-দর্শনে-পরিশোধ আয়োজনগুলোর মধ্যে একটি (সাথে রেসলম্যানিয়া, রয়্যাল রাম্বল এবং সার্ভাইবার সিরিজ)। যদিও রয়্যাল রাম্বলে দর্শকসংখ্যা বেশি, কিন্তু ডাব্লিউডাব্লিউই থেকে বলা হয়ে থাকে রেসলম্যানিয়ার পর দ্বিতীয় বৃহত্তম আয়োজন।[]

তথ্যসূত্র

  1. Dee, Louie (২০০৬-০৫-১৭)। "Let the Party Begin"। WWE.com। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১২ 
  2. "WWE and SummerSlam sizzle in Los Angeles"WWE। আগস্ট ৯, ২০১০। সংগ্রহের তারিখ জুন ২৮, ২০১২