ভিড়ের সময়
অবয়ব
ভিড়ের সময় বা ব্যস্ততম সময় বলতে দিনের সেই অংশগুলিকে বোঝায়, যখন কোনও শহরের সড়কে যাত্রীবাহী যানবাহনের জট ও গণপরিবহন ব্যবস্থাগুলিতে (বাস, ট্রাম, রেল, পাতালরেল, ইত্যাদি) যাত্রীদের ভিড় সর্বোচ্চ শিখরে পৌঁছে। সাধারণত সাপ্তাহিক কর্মদিবসগুলিতে এই ঘটনাটি দিনে দুইবার ঘটে: সকালবেলা নিত্যযাত্রী মানুষ যখন কর্মস্থলে গমন করে এবং শেষ বিকাল বা সন্ধ্যাবেলা যখন নিত্যযাত্রীরা কর্মস্থল থেকে বাসস্থানে প্রত্যাবর্তন করে। ভিড়ের সময় এক থেকে দুই ঘণ্টা স্থায়ী হয়ে থাকে।[১]
অন্য ভাষায়
ইংরেজিতে ভিড়ের সময়কে "রাশ আওয়ার" (Rush hour) বা "পিক পিরিয়ড" (Peak period) বলে।
তথ্যসূত্র
- ↑ ""Rush hour." Merriam-Webster.com Dictionary"। Merriam Webster Dictionary। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৩।