বিষয়বস্তুতে চলুন

কোশী অঞ্চল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
কোশী
कोशी
অঞ্চল
দেশ   নেপাল
সময় অঞ্চলনেপাল সময় (ইউটিসি+৫:৪৫)

কোশী অঞ্চল (নেপালী: कोशी) নেপালের ১৪টি অঞ্চলের একটি, যা ছয়টি জেলা ভোজপুর, ধনকুটা, মোরাঙ, সঙ্খুয়াসভা, সুনসরী ও তেরথুম নিয়ে গঠিত। কোশীর সদর হল বিরাটনগর যা কোশী অঞ্চলের বৃহত্তম শহর। কোশীর অন্যান্য নগরী হচ্ছে ইনারুয়া, ধারান, ধনকুটা এবং ইতাহারি । এর প্রধান নদী অরুন, তামার এবং সপ্তকোশী ।

কোশী অঞ্চলকে ছয়টি জেলায় ভাগ করা হয়েছে:

জেলাসমূহ ধরন সদরদপ্তরসমূহ
ভোজপুর পাহাড় ভোজপুর
ধনকুটা পাহাড় ধানকুটা
মোরঙ তরাই বিরাটনগর
সঙ্খুয়াসভা পর্বত খাণ্ডবাড়ি
সুনসরী তরাই ইনারুয়া
তেরথুম পাহাড় মেংলুং

আরো দেখুন

তথ্যসূত্র