বিষয়বস্তুতে চলুন

আরব লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
আরব রাষ্ট্রসমূহের লিগ

جامعة الدول العربية
Jāmiʿa ad-Duwal al-ʿArabiyya
the Arab League জাতীয় পতাকা
পতাকা
the Arab League প্রতীক
প্রতীক
the Arab League অবস্থান
প্রশাসনিক কেন্দ্রকায়রো, মিশর
সরকারি ভাষা
জাতীয়তাসূচক বিশেষণআরব জাতি
ধরনআঞ্চলিক সংস্থা
সদস্য রাষ্ট্রসমূহ
নেতৃবৃন্দ
আহমেদ আবুল ঘেইট
আলী আল-দাকবাশী
সুদান
আইন-সভাArab Parliament
প্রতিষ্ঠিত
১৯৪৫ সালের ২২ মার্চ
আয়তন
• Total area
১,৪১,৩২,৩২৭ কিমি (৫৪,৫৬,৫২২ মা)
জনসংখ্যা
• ২০১৫ আনুমানিক
৪২৩,০০০,০০০[]
• ঘনত্ব
২৭.১৭/কিমি (৭০.৪/বর্গমাইল)
জিডিপি (পিপিপি)২০১৬ আনুমানিক
• মোট
$৬.৫ ট্রিলিয়ন (4th)
• মাথাপিছু
$৯,৩০০
জিডিপি (মনোনীত)২০১১ আনুমানিক
• মোট
$৩.৫ ট্রিলিয়ন
• মাথাপিছু
$৪,২০০
মুদ্রা
সময় অঞ্চলইউটিসি+০ থেকে +৪
ওয়েবসাইট
www.LasPortal.org
  1. From 1979 to 1989, Tunis, Tunisia.
  2. Syrian Arab Republic suspended.

আরব লিগ (আরবি: جامعة الدول العربية) আরব দেশসমূহের সংস্থা। ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লিগ গঠিত হয়। মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত।

ইতিহাস

১৯৪৪ সালের আলেক্সাদ্রিয়া প্রোটোকলের উপরে ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লিগ গঠিত হয়। উদ্দেশ্য মূলতঃ অর্থনৈতিক, রাজনৈতিক ও পারস্পরিক বিভিন্ন সমস্যা সমাধান করা

ভৌগোলিক

আরব লিগ মূলতঃ ১কোটি ৩০ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে যা ৫০ লক্ষ বর্গ মাইলের সমতুল্য। এশিয়া ও আফ্রিকা মহাদেশ জুড়ে এই বিশাল ভুমিতে বেশির ভাগই মরুভূমি। তবে বেশ কিছু উর্বর ভূমিও আছে। একই সাথে পাহাড় পর্বত নদী নালা ও গভীর জঙ্গলও বিদ্যমান।

সদস্য রাষ্ট্রসমূহ

অধুনা বহিষ্কৃত সিরিয়া সহ মোট ২২টি রাষ্ট্র আরব লিগের সদস্য

জনসংখ্যা

২০০৭ সাল নাগাদ আরব লিগের মোট জনসংখ্যা ৩৪ কোটি। এর মধ্যে মিশরে সবচেয়ে বেশি ৮ কোটি এবং কমোরোসে সবচেয়ে কম ৬ লক্ষ। মোট জনসংখ্যার ৯০% মুসলমান, ৬% খ্রীষ্টান এবং ৪% অন্যান্য।

তথ্যসূত্র

  1. total population 450 million, CIA Factbook estimates an Arab population of 533 million, see article text.

বহিঃসংযোগ