একবর্ণ আলোকচিত্রবিদ্যা
অবয়ব
একবর্ণ আলোকচিত্রগ্রহণ (ইংরেজি: Monochrome photography) হলো একটি চিত্রের প্রত্যেকটি অবস্থান ভিন্ন ভিন্ন পরিমাণের আলো ধারণ ও প্রদর্শন করতে পারে, কিন্তু ভিন্ন ভিন্ন রঙ প্রদর্শন করতে পারে না। এটি শাদা-কালো আলোকচিত্রগ্রহণের সমস্ত নমুনা ধারণ করে, যেটি কালো থেকে সাদা পর্যন্ত বিস্তৃত নিরপেক্ষ ধূসর স্বনযুক্ত ছবি জন্ম দেয়।[১] ধূসর ছাড়া অন্য রঙ যেমন সেপিয়া, সবজে নীল অথবা বাদামী রঙও একবর্ণ আলোকচিত্রগ্রহণে ব্যবহার করা যায়।[২] সমসাময়িক পৃথিবীতে একবর্ণ আলোকচিত্রগ্রহণের শৈল্পিক উদ্দেশ্য ও নির্দিষ্ট প্রযুক্তিগত চিত্র প্রয়োগ রয়েছে।
আধুনিক শাদা-কালো ক্যামেরা
[সম্পাদনা]লেইকা এম মনোক্রোম হলো লেইকা ক্যামেরা এজির র্যাঞ্জফাইন্ডার এম সিরিজের আধুনিক ক্যামেরা ও একটি মনোক্রোম সেন্সর রয়েছে। এটি ১০ মে ২০১২ সালে ঘোষিত হয়।
চিত্র গ্যালারি
[সম্পাদনা]-
শাদাকালো চিত্র
-
আধুনিক সেপিয়া চিত্র
-
আধুনিক সায়ান চিত্র
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ল্যাংফোর্ড, মাইকেল (২০০০)। Basic Photography (প্রাথমিক আলোকচিত্রগ্রহণ) (৭ম সংস্করণ)। অক্সফোর্ড: ফোকাল প্রেস। আইএসবিএন 0-240-51592-7।
- ↑ Lambrecht, Ralph W.; উডহাউজ, ক্রিস (২০১১)। Way beyond monochrome: advanced techniques for traditional black & white photography (২য় সংস্করণ)। আমস্টারডাম: ফোকাল প্রেস। আইএসবিএন 978-0-240-81625-8।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে একবর্ণ আলোকচিত্রবিদ্যা সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- শাদা-কালো চলচ্চিত্র তথ্য ও তুলনা তালিকা