বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা ২০১১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা কায়সার আহমাদ (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:১৯, ২৯ মার্চ ২০১৭ তারিখে সম্পাদিত হয়েছিল (বিষয়শ্রেণী:২০১১-এ আদমশুমারি যোগ হটক্যাটের মাধ্যমে)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

আদমশুমারি ও গৃহগণনা, ২০১১

১৫ — ১৯ মার্চ ২০১১

সাধারণ তথ্য
দেশবাংলাদেশ
ফলাফল
মোট জনসংখ্যা১৪৪,০৪৩,৬৯৭ (বৃদ্ধি ১৪.৪%)
সর্বাধিক জনবহুল বিভাগঢাকা বিভাগ (৪৭,৪২৪,৪১৮)
সর্বনিম্ন জনবহুল বিভাগবরিশাল বিভাগ (৮,৩২৫,৬৬৬)

২০১১ আদমশুমারি ও গৃহগণনা বাংলাদেশে অনুষ্ঠিত ৫ম আদমশুমারি, যা ১৫ মার্চ থেকে ১৯ মার্চ ২০১১ সালে ৫দিন ব্যাপি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১০ বছর পর পর আদমশুমারি পরিচালনা করে থাকে। এবারের আদমশুমারির তথ্য তিনটি স্তরে নথিভুক্ত হয়েছে — এক. মূল গণনা, দুই. তিন. সাধারণ গণনা। জুলাই ২০১১ সালে আদমশুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুসারে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪২,৩১৯,০০০ জন, জনসংখ্যা বৃদ্ধির হার ১৪.৪% এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৪%। ১৫ বছরের উর্ধ্ব নারী-পুরুষের স্বাক্ষরতা হার ছিল ৫৩.০%।

আদমশুমারি

যুগ্ম সচিব মোঃ শাহজাহান আলী মোল্লা ২০১১ আদমশুমারির মহাপরিচালক ছিলেন। পূর্বের মত এবারেও আদমশুমারির তথ্য ইংরেজিতে নথিভূক্ত করা হয়, যদিও তথ্য সংগ্রহের ভাষা ছিল বাংলা। ২০১১ সালে, বাংলাদেশ ও ভারত তাদের সীমান্ত এলাকায় প্রথম বারের মত যৌথভাবে আদমশুমারি পরিচালনা করে।

তথ্যসূত্র