২০২৩ ভাল্লেত্তা কাপ
২০২৩ ভাল্লেত্তা কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের জুলাই মাসে মাল্টায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক মাল্টার সঙ্গে অংশগ্রহণ করে ফ্রান্স, রোমানিয়া, লুক্সেমবুর্গ ও সুইজারল্যান্ড।[২] টুর্নামেন্টের ম্যাচসমূহ মার্সা স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।[৩] এটি চিল ভাল্লেত্তা কাপের চতুর্থ আসর; ২০২২ সালে অনুষ্ঠিত পূর্ববর্তী আসরে বিজয়ী হয়েছিল রোমানিয়া।[১]
তারিখ | ১২ জুলাই ২০২৩ – ১৬ জুলাই ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | মাল্টা ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও প্লেঅফ |
আয়োজক | মাল্টা |
বিজয়ী | সুইজারল্যান্ড (১ম শিরোপা) |
রানার-আপ | মাল্টা |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৫ |
খেলার সংখ্যা | ১৩ |
সর্বাধিক রান সংগ্রহকারী | ফাহিম নাজির (২০৯) |
সর্বাধিক উইকেটধারী | ওয়াকার আফ্রিদি আহমদ (১০) এলদোস ম্যাথিউ (১০) |
টুর্নামেন্টের ফাইনালে মাল্টাকে হারিয়ে বিজয়ী হয় সুইজারল্যান্ড।[৪]
দলীয় সদস্য
সম্পাদনাফ্রান্স[৫] | মাল্টা[৬] | রোমানিয়া[৬] | লুক্সেমবুর্গ[৭] | সুইজারল্যান্ড[৮] |
---|---|---|---|---|
রাউন্ড-রবিন
সম্পাদনাপয়েন্ট তালিকা
সম্পাদনাঅব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | সুইজারল্যান্ড | ৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +১.১৭৪ |
২ | ফ্রান্স | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | +১.২৮২ |
৩ | মাল্টা (H) | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | −০.০৭০ |
৪ | লুক্সেমবুর্গ | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | −০.২২৬ |
৫ | রোমানিয়া | ৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | −২.২৩৪ |
ফাইনালে উত্তীর্ণ
বাছাই-এ উত্তীর্ণ
৪র্থ স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
সূচি
সম্পাদনাব
|
||
গুস্তাভ ম্যাককিওন ৪৪ (২৫)
এলদোস ম্যাথিউ ৩/২৭ (৪ ওভার) |
বরুণ তমোতরম ২৪ (১৭)
উসমান খান ৪/১৭ (৩.২ ওভার) |
- ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- গোপাল ঠাকুর (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
ইয়োস্ত মেস ৮৫ (৫১)
ওয়াকার আফ্রিদি আহমদ ৩/১৮ (৪ ওভার) |
ফানিয়ান মুঘল ৫৬ (৩৭)
মোহিত দীক্ষিত ২/২৬ (৪ ওভার) |
- মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
সাত্বিক নাদিগোটলা ৪১ (৩৩)
ফাহিম নাজির ২/১৪ (৩ ওভার) |
ফাহিম নাজির ৭৭* (৪৮)
মনমীত কোলি ২/২৪ (৩.৪ ওভার) |
- সুইজারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- প্রথম হিংগোরাণী (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
লিঙ্গেশ্বরন কানেসান ৮৯* (৫২)
শান্তনু বশিষ্ট ২/২৪ (৪ ওভার) |
তরনজিৎ সিং ৪২ (১৭)
দাউদ আহমদজাই ৩/১১ (৪ ওভার) |
- ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
শিব করণ সিং গিল ৪৯ (৪৫)
মোহাম্মদ আবদুল্লাহ রানা ৩/২১ (৩ ওভার) |
ওসামা মাহমুদ ৫৩* (৪০)
অমিত ধিংরা ১/২০ (৩ ওভার) |
- সুইজারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- মোহাম্মদ আবদুল্লাহ রানা (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
জিশান খান ৯৮* (৫৮)
শান্তনু বশিষ্ট ৩/২৯ (৪ ওভার) |
মনমীত কোলি ৩৩* (২২)
এলদোস ম্যাথিউ ৩/২৩ (৪ ওভার) |
- মাল্টা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- লুকা পেত্রে (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
উসমান খান ৫৯* (৩৭)
অনিশ কুমার ১/১৮ (৪ ওভার) |
ফাহিম নাজির ৪৫ (৩১)
জাইন আহমদ ২/১৮ (২ ওভার) |
- ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
বসু সাইনি ৪৬ (৩৯)
বিক্রম বিঝ ২/২৪ (৪ ওভার) |
উইলিয়াম কোপ ৪৯ (২৬)
বসু সাইনি ১/১৫ (৩ ওভার) |
- রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
জসপাল সিং ৫৮ (৩৭)
কেনার্দো ফ্লেচার ৪/২৪ (৪ ওভার) |
ফাহিম নাজির ৬৩ (৪৪)
ওয়াকার আফ্রিদি আহমদ ২/৪৪ (৪ ওভার) |
- সুইজারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- জসবিন্দর সিং (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
হেভিট জ্যাকসন ৪৮ (৩৭)
মোহিত দীক্ষিত ২/৩৪ (৪ ওভার) |
অনুপ ওরসু ৫৮* (২৯)
দাউদ আহমদজাই ২/৩৭ (৩ ওভার) |
- ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
প্লেঅফ
সম্পাদনাবন্ধনী
সম্পাদনা৪র্থ স্থান নির্ধারণী | |||
লুক্সেমবুর্গ | ১৪৯/৯ (২০) | ||
রোমানিয়া | ১৫১/৩ (১৬.৩) |
বাছাই | ফাইনাল | ||||||||
মাল্টা | ১৬৪/৬ (২০) | ||||||||
সুইজারল্যান্ড | ১৬৬/৪ (১৮.১) | ||||||||
ফ্রান্স | ৭৮ (১৬.৩) | ||||||||
মাল্টা | ৮২/৩ (১০.১) |
বাছাই
সম্পাদনাব
|
||
উসমান খান ১৮ (১৯)
ওয়াকার আফ্রিদি আহমদ ৫/১১ (৩.৩ ওভার) |
ফানিয়ান মুঘল ৩৩* (৩৪)
রহমতউল্লাহ মংগল ১/১৪ (২.১ ওভার) |
- ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ওয়াকার আফ্রিদি আহমদ (মাল্টা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
৪র্থ স্থান নির্ধারণী
সম্পাদনাব
|
||
টিমোথি বার্কার ৬৬ (৪০)
তরনজিৎ সিং ৩/২৪ (৪ ওভার) |
বসু সাইনি ৯১* (৪৫)
মোহিত দীক্ষিত ১/৭ (২ ওভার) |
- রোমানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
সম্পাদনাব
|
||
আফতাব আলম খান ৩৩* (২৩)
মোহাম্মদ আবদুল্লাহ রানা ২/২১ (৩ ওভার) |
অর্জুন বিনোদ ৬৭ (৪৪)
ওয়াসিম আব্বাস ৩/৩৪ (৪ ওভার) |
- মাল্টা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আফিফ খান খট্টক (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
চূড়ান্ত অবস্থান
সম্পাদনাঅবস্থান | দল |
---|---|
১ | সুইজারল্যান্ড |
২ | মাল্টা |
৩ | ফ্রান্স |
৪ | রোমানিয়া |
৫ | লুক্সেমবুর্গ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Malta Cricket to host back-to-back Mdina Cup and Valletta Cup in July"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৩।
- ↑ "Valletta Cup T20Is 2023 to begin on July 12 - watch live streaming in India"। স্পোর্টসআড্ডা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৩।
- ↑ "Valletta Cup T20I 2023: Full squads, Fixtures & Preview: All you need to know"। ক্রিকেট ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৩।
- ↑ "Switzerland win Valletta Cup in Malta"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৩।
- ↑ "FC vous présente la sélection de l'équipe de France masculine qui sera en tournée à Malte du 10 au 16 juillet 2023 pour les tournois Mdina cup T20I (France, Malte et Luxembourg) et Valletta cup T20I (France, Suisse, Roumanie, Malte, Luxembourg)😃"। ফ্রান্স ক্রিকেট (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ ক খ "10 - 16 July ● Marsa Sports Club ● Malta" (পিডিএফ)। ক্রিকেট সুইজারল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৩।
- ↑ "📣 Squad Announcement! 📣"। লুক্সেমবুর্গ ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Tournament schedule announced for Valleta Cup, Malta"। ক্রিকেট সুইজারল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৩।