গ্রিক পুরাণে, পের্সেস (প্রাচীন গ্রিক: Πέρσης) ছিল টাইটান ক্রিউসএউরিবিয়ার সন্তান এবং আস্ত্রাইয়ুসপাল্লাসের ভাই।[] তার নামটি প্রাচীন গ্রিক শব্দ "পের্থো" (perthō) থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হল "লুণ্ঠন করা", "ধ্বংস করা"। এ থেকেই তিনি গ্রিক পুরাণে ধ্বংস প্রবণতার টাইটান দেবতা।[] তার সাথে টাইটান ফয়বেকয়উসের কন্যা আস্তেরিয়ার বিয়ে হয়।[] তাদের হেকাতে নামে একটিমাত্র কন্যাসন্তান ছিল। হেকাতেকে জিউস বনভূমি, শিশু জন্ম, ডাইনী, ও জাদুবিদ্যার দেবীর সম্মান প্রদান করেন।[]

পের্সেস
ধ্বংস
ব্যক্তিগত তথ্য
মাতাপিতাক্রিউসএউরিবিয়া
সহোদরআস্ত্রাইয়ুসপাল্লাস
সঙ্গীআস্তেরিয়া
সন্তানহেকাতে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Warr, George C. W. The Greek Epic London. 1895. pg. 272।
  2. Perses Titan god of destruction, theoi.com।
  3. ASTERIA Titan goddess of falling stars, theoi.com।
  4. HECATE: Greek goddess of witchcraft, ghosts & magic, theoi.com।

টেমপ্লেট:প্রাচীন গ্রিক শ্বর