ডোনাল্ড সাদারল্যান্ড

কানাডীয় অভিনেতা

ডোনাল্ড ম্যাকনিকোল সাদারল্যান্ড, ওসি (ইংরেজি: Donald McNichol Sutherland;(১৭ জুলাই ১৯৩৫-২০ জুন ২০২৪[])[] হলেন একজন কানাডীয় অভিনেতা। পাঁচ দশকের অধিক সময়ের কর্মজীবনে তিনি একটি সম্মানসূচক অস্কার, একটি এমি পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারসহ একাধিক সমালোচনামূলক পুরস্কার অর্জন করেছেন।

ডোনাল্ড সাদারল্যান্ড

সাদারল্যান্ড দ্য ডার্টি ডজন (১৯৬৭), ম্যাশ (১৯৭০), কেলিস হিরোজ (১৯৭০), ক্লুট (১৯৭১), ডোন্ট লুক নাউ (১৯৭৩), ক্যাসানোভা (১৯৭৬), নাইটিন হান্ড্রেড (১৯৭৬), অ্যানিমেল হাউজ (১৯৭৮), ইনভেশন অব দ্য বডি স্ন্যাচারস (১৯৭৮), অর্ডিনারি পিপল (১৯৮০) ও আই অব দ্য নিডল (১৯৮১) ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি পরবর্তীতে কানাডার অন্যতম সম্মানিত, ফলপ্রসূ ও ভিন্নধর্মী চরিত্র অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি পরবর্তীতে বেশ কিছু সফল চলচ্চিত্রে কেন্দ্রীয় ভূমিকায় ও পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল আ ড্রাই হোয়াইট সিজন (১৯৮৯), জেএফকে (১৯৯১), আউটব্রেক (১৯৯৫), আ টাইম টু কিল (১৯৯৬), উইদাউট লিমিটস (১৯৯৮), দি ইটালিয়ান জব (২০০৩), কোল্ড মাউন্টেন (২০০৩), প্রাইড আন্ড প্রেজুডিস (২০০৫), অরুরা বোরেলিস (২০০৬), ও দ্য হাঙ্গার গেমস চলচ্চিত্র ধারাবাহিক (২০১২-২০১৫)।

সাদারল্যান্ড আটটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং টেলিভিশন চলচ্চিত্র সিটিজেন এক্স (১৯৯৫) ও পাথ টু ওয়ার (২০০২)-এর জন্য দুটি পুরস্কার অর্জন করেন। সিটিজেন এক্স-এর জন্য তিনি একটি প্রাইমটাইম এমি পুরস্কারও অর্জন করেন। তিনি ১৯৮১ সালের থ্রেশল্ড চলচ্চিত্রের জন্য কানাডীয় একাডেমি পুরস্কার অর্জন করেন। তিনি হলিউড ওয়াক অব ফেম ও কানাডীয় ওয়াক অব ফেম সম্মানে ভূষিত হন। কয়েকটি গণমাধ্যম ও কয়েকজন চলচ্চিত্র সমালোচক তাকে অস্কারের মনোনয়ন না পাওয়া সেরা অভিনয়শিল্পীদের একজন বলে গণ্য করেন।[][][] ২০১৭ সালে তিনি চলচ্চিত্রে তার অবদানের জন্য একাডেমি সম্মানসূচক পুরস্কার লাভ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড আর নেই"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৫ 
  2. "Donald Sutherland Biography (1934?-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৮ 
  3. সিঙ্গার, লেই (১৯ ফেব্রুয়ারি ২০০৯)। "Oscars: the best actors never to have been nominated"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৮ 
  4. জেসিকা, কিয়াং; লাইটেন্টন, অলিভার (১৯ জানুয়ারি ২০১৬)। "30 Great Actors Who've Never Been Oscar Nominated"ইন্ডিওয়্যার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৮ 
  5. রবি, টিম (২৫ এপ্রিল ২০১৬)। "20 great actors who've never been nominated for an Oscar"দ্য টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৮ 
  6. "THE ACADEMY TO HONOR CHARLES BURNETT, OWEN ROIZMAN, DONALD SUTHERLAND AND AGNÈS VARDA WITH OSCARS AT 2017 GOVERNORS AWARDS"অস্কার (ইংরেজি ভাষায়)। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা