ঘরে-বাইরে (চলচ্চিত্র)

১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র
(ঘরে বাইরে (চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)

ঘরে-বাইরে বাঙালি চিত্রপরিচালক সত্যজিৎ রায় পরিচালিত একটি চলচ্চিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একই নামের একটি উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটি মুক্তি পায় ১৯৮৪ সালে। এই ছবিতে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, জেনিফার কাপুর ও স্বাতীলেখা সেনগুপ্ত। সত্যজিৎ রায় ১৯৪০-এর দশকে তাঁর প্রথম ছবি পথের পাঁচালী নির্মাণেরও আগে এই ছবির চিত্রনাট্য রচনা করেছিলেন। এই ছবির বিষয়বস্তু নারীমুক্তি, যা সত্যজিতের বহু ছবিতে বহু ভাবে উঠে এসেছে। নারীর মুক্তিকামনার তার ভালবাসার পাত্রকে কীভাবে স্পর্শ করে, তা এই ছবিতে বিশেষভাবে পরিস্ফুট।[] ছবিটি ১৯৮৪ কান চলচ্চিত্র উৎসবে পাম ডি'অর-এর জন্য প্রতিযোগিতামূলক বিভাগে দেখানো হয়।[]

ঘরে-বাইরে
ঘরে-বাইরে চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসত্যজিৎ রায়
প্রযোজকন্যাশনাল ফিল্ম ডিভোলোপমেন্ট
রচয়িতারবীন্দ্রনাথ ঠাকুর
শ্রেষ্ঠাংশেস্বাতীলেখা সেনগুপ্ত,
ভিক্টর বন্দ্যোপাধ্যায়,
জেনিফার কাপুর,
সৌমিত্র চট্টোপাধ্যায়
চিত্রগ্রাহকসৌমেন্দু রায়
প্রযোজনা
কোম্পানি
ন্যাশনাল ফিল্ম ডিভোলোপমেন্ট
পরিবেশকন্যাশনাল ফিল্ম ডিভোলোপমেন্ট
মুক্তি১৯৮৪
স্থিতিকাল১৪০ মিনিট
ভাষাবাংলা

অভিনয়ে

সম্পাদনা

পাদটীকা

সম্পাদনা
  1. Pauline Kael State of the Art আইএসবিএন ০-৭১৪৫-২৮৬৯-২
  2. "Festival de Cannes: Ghare Baire"festival-cannes.com। ২০১২-১০-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৩