অ্যাকটিভিশন ব্লিজার্ড
(অ্যাক্টিভিশন ব্লিজার্ড থেকে পুনর্নির্দেশিত)
অ্যাকটিভিশন ব্লিজার্ড ইনকর্পোরেটেড (ইংরেজিতে: Activision Blizzard) (সাবেক অ্যাকটিভিশন ইনকর্পোরেটেড) (ন্যাসড্যাক: ATVI) একটি মার্কিন ভিডিও গেম কোম্পানি। অ্যাকটিভিশন এবং ব্লিজার্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি দুইটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান হল অ্যাকটিভিশন ব্লিজার্ড। অ্যাকটিভিশন ব্লিজার্ডের অধিকাংশই ফ্রেঞ্চ কোম্পানি ভিভেনডি-এর মালিকানাধীন। ২০০৭ সালের ২ ডিসেম্বরে অ্যাকটিভিশন এবং ভিভেনডি কোম্পানিদ্বয়ের একত্রীকরণের ফলে অ্যাকটিভিশন ব্লিজার্ড সৃষ্টি হয়। এই একত্রীকরণে ব্যয় হয় প্রায় ১৮.৮ বিলিয়ন মার্কিন ডলার। উভয় কোম্পানিই ভেবেছিল যে এই একত্রীকরণের ফলে গঠিত কোম্পানিটি পৃথিবীর সর্ববৃহৎ ভিডিও গেম নির্মাতা হবে এবং ভিডিও গেম শিল্পে বিশ্বের অন্যতম প্রধান প্রধান কোম্পানিতে পরিণত হবে।
ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি ন্যাসড্যাক: ATVI |
---|---|
আইএসআইএন | US00507V1098 |
শিল্প | ভিডিও গেম |
প্রতিষ্ঠাকাল | ২০০৮ |
সদরদপ্তর | স্যান্টা মনিকা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র[১] |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | জিন-বার্নাড লেভি, চেয়ারম্যান ব্রায়ান জে. কেলি, কো-চেয়ারম্যান রবার্ট কোটিক, প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী |
পণ্যসমূহ | অ্যাকটিভিশন: ক্র্যাশ ব্যন্ডিকট সিরিজ গিটার হিরো সিরিজ কল অফ ডিউটি সিরিজ টনি হক্সিরিজ স্পাইডার ম্যান সিরিজ স্পাইরো দ্য ড্রাগণ সিরিজ ব্লিজার্ড এন্টারটেইনমেন্ট: ওয়ারক্র্যাফট সিরিজ স্টারক্র্যাফট সিরিজ |
আয় | ৪.২৮ বিলিয়ন ডলার (FY 2009)[২] |
-২৬ মিলিয়ন ডলার (FY 2009)[২] | |
১১৩ মিলিয়ন ডলার (FY 2009)[২] | |
মোট সম্পদ | ১৩.৭ বিলিয়ন ডলার (FY 2009)[৩] |
মোট ইকুইটি | ১০.৮ বিলিয়ন ডলার (FY 2009)[৩] |
কর্মীসংখ্যা | ৬৪০০ (২০১০) |
মাতৃ-প্রতিষ্ঠান | ভিভেনডি |
অধীনস্থ প্রতিষ্ঠান | অ্যাকটিভিশন ব্লিজার্ড এন্টারটেইনমেন্ট |
ওয়েবসাইট | ActivisionBlizzard.com |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Activision - Corporate Info from Activision's official website
- ↑ ক খ গ Activision Blizzard (ATVI) annual SEC income statement filing via Wikinvest
- ↑ ক খ Activision Blizzard (ATVI) annual SEC balance sheet filing via Wikinvest